বাংলা সাহিত্য

আগস্ট মাসে যে বিখ্যাত ব্যক্তিদের জন্ম

আগস্ট মাসে যে বিখ্যাত ব্যক্তিদের জন্ম

সৈয়দ ওয়ালীউল্লাহ (১৫ আগস্ট ১৯২২ – ১০ অক্টোবর ১৯৭১)

কথাসাহিত্যিক ও নাট্যকার।

জন্মস্থান : ষোলশহর, চট্টগ্রাম।

শিক্ষা : ডিস্টিংকশনসহ বিএ (১৯৪৩), আনন্দ মোহন কলেজ ।

পুরস্কার : একুশে পদক (মরণোত্তর, ১৯৮৩) বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬১), আদমজি সাহিত্য পুরস্কার (১৯৬৫)। উল্লেখযোগ্য সাহিত্যকর্ম

উপন্যাস : লালসালু (১৯৪৮), চাঁদের অমাবস্যা (১৯৬৪), কাঁদো নদী কাঁদো (১৯৬৮), দ্য আগলি এশিয়ান (ইংরেজি, ১৯৬৩)।

গল্পগ্রন্থ : নয়নচারা (১৯৫১), দুই তীর ও অন্যান্য গল্প ।

নাটক : বহিপীর (১৯৬৫), তরঙ্গভঙ্গ (১৯৬৬), সুড়ঙ্গ (১৯৬৪), উজানে মৃত্যু (১৯৬৬)।

বিশেষ তথ্য

‘লালসালু’ উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম- Tree without Roots (১৯৬৭)।

• ‘লালসালু’ উপন্যাসের ফরাসি অনুবাদের নাম- L’arbre Sans Racines (লে’জাবো সঁ রাসিন)।

‘লালসালু’ উপন্যাসটির ফরাসি অনুবাদক— ওয়ালীউল্লাহর পত্নী অ্যান মেরি ।

সেলিম আল দীন  (১৮ আগস্ট ১৯৪৯ – ১৪ জানুয়ারি ২০০৮)

বাংলা ভাষার আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার।

প্রকৃত নাম : মইনুদ্দিন আহমেদ ।

জন্মস্থান : সেনেরখিল, সোনাগাজী, ফেনী। শিক্ষা : এমএ, বাংলা ভাষা ও সাহিত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়; পিএইচডি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ।

পুরস্কার : একুশে পদক (২০০৭), বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮৪), টেনাশিনাস পুরস্কার (১৯৯৪)। উপাধি : নাট্যাচার্য।

সম্পাদিত পত্রিকা : থিয়েটার স্টাডিজ।

আরো পড়ুন : আগস্ট মাসে যে বিখ্যাত ব্যক্তিদের মৃত্যু

উল্লেখযোগ্য সাহিত্যকর্ম

নাট্যগ্রন্থ : সর্প বিষয়ক গল্প ও অন্যান্য নাটক, বাসন, কেরামতমঙ্গল, কীৰ্ত্তনখোলা (১৯৮৩), মুনতাসীর ফ্যান্টাসি, চাকা, যৈবতী কন্যার মন (১৯৯২), বনপাংশুল, হরগজ, হাতহদাই, নিমজ্জন ।

কাব্যগ্রন্থ: কবি ও তিমি (১৯৯০)।

উপন্যাস : অমৃত উপাখ্যান (২০০৫)।

প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ – ২ সেপ্টেম্বর ১৯৪৬)

চলিত গদ্যরীতির প্রবর্তক।

জন্মস্থান : যশোর ।

ছদ্মনাম : বীরবল।

শিক্ষা : দর্শনে অনার্সসহ বিএ

(১৮৮৯), প্রেসিডেন্সি কলেজ; ইংরেজিতে এমএ (১৮৯০), কলকাতা বিশ্ববিদ্যালয়। ব্যারিস্টারি, ইংল্যান্ড (১৮৯৩)। সম্মাননা : জগত্তারিণী স্বর্ণপদক (১৯৪১), কলকাতা বিশ্ববিদ্যালয়।

সম্পাদিত পত্রিকা : সবুজপত্র (১৯১৪)। উল্লেখযোগ্য সাহিত্যকর্ম

গল্পগ্রন্থ: চার ইয়ারি কথা (১৯১৬), আহুতি (১৯১৯), ঘোষালের ত্রিকথা (১৯৩৭), নীললোহিত (১৯৩৯), দুই বা এক (১৯৪০) ।

প্রবন্ধ গ্রন্থ: তেল-নুন-লাকড়ি (১৯০৬), দুই ইয়ারির কথা, বীরবলের টিপ্পনী, রায়তের কথা (১৯২৬)। কাব্যগ্রন্থ : সনেট পঞ্চাশৎ (১৯১৯) ও পদচারণ (১৯২০)।

বিশেষ তথ্য

চলিত রীতিতে রচিত তাঁর প্রথম গদ্যরচনা— বীরবলের হালখাতা (১৯১৭)।

পার্শি বিশি শেলি (৪ আগস্ট ১৭৯২ – ৮ জুলাই ১৮২২)

ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের কবি ।

জন্মস্থান : সাসেক্স, ইংল্যান্ড। শিক্ষা: Oxford University

তে পড়ার সময় ১৮১১ সালে

নাস্তিকতাকে সমর্থন করে “The Necessity of Atheism’ লেখার জন্য বহিষ্কৃত হন।

উপাধি : Revolutionary Poet

উল্লেখযোগ্য সাহিত্যকর্ম

বিখ্যাত বই : The Revolt of Islam (1818), Prometheus Unbound ( 1820 ), The Cenci (1819, Tragedy) |

বিখ্যাত কবিতা : Ode to the West Wind, To a Skylark, Ozymandias, The Cloud, Adonais (1821, Keats এর মৃত্যু নিয়ে লেখা Elegy), Queen Mab, The witch of Atlas

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button