আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ৩০+ সাধারণ জ্ঞান [পিডিএফ]
আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ৩০+ সাধারণ জ্ঞান [পিডিএফ] টি নিচে দেওয়া হলো। আসা করি আপনারা যারা বিসিএস, শিক্ষক নিবন্ধন, প্রাথমিক শিক্ষক নিয়োগ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহন করবেন তাদের জন্য আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন ও উত্তর গুলো খুবই উপকারী হবে।
আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ৩০+ সাধারণ জ্ঞান [পিডিএফ]
আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন : ভারতবর্ষ আক্রমণকারী আলেকজান্ডার ছিলেন
উত্তর : মেসিডােনিয়ার সম্রাট।
প্রশ্ন : মন্টিনিগ্রো যে অঞ্চলের দেশ
উত্তর : বলকান।
প্রশ্ন : দিনরাত্রি সর্বত্র সমান
উত্তর : নিরক্ষরেখায় ।
প্রশ্ন : ইনকা সভ্যতার ভিত্তিভূমি দেশ
উত্তর : পেরু।
প্রশ্ন : আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে
উত্তর : পানামা খাল।
প্রশ্ন : ‘গ্লাসনস্ত’ এর অর্থ
উত্তর : খােলামেলা আলােচনা।
প্রশ্ন : ব্লাক ফরেস্ট অবস্থিত
উত্তর : জার্মানিতে।
প্রশ্ন : IMF প্রতিষ্ঠা করা হয়
উত্তর : ১৯৪৪ সালে।
প্রশ্ন : IAEA’র সদর দপ্তর অবস্থিত
উত্তর : ভিয়েনা, অস্ট্রিয়া ।
প্রশ্ন : সামরিক ভাষায় WMD-এর অর্থ
উত্তর : Weapons of Mass Destruction
প্রশ্ন : ইউরাে মুদ্রা চালু হয়
উত্তর : ১ জানুয়ারি ১৯৯৯।
প্রশ্ন : ADB’র সদর দপ্তর অবস্থিত
উত্তর : ম্যানিলা, ফিলিপাইন।
প্রশ্ন : মিসরকে আরব লীগ হতে বহিষ্কার করা হয়
উত্তর : ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড চুক্তির পর।
প্রশ্ন : যে চুক্তি অনুযায়ী ইউরােপীয় ইউনিয়নের আত্মপ্রকাশ ঘটে
উত্তর : ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে।
প্রশ্ন : জাতিসংঘের নামকরণ করেন
উত্তর : মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট।
প্রশ্ন : ফিনল্যান্ড উপনিবেশ ছিল
উত্তর : রাশিয়ার।
প্রশ্ন : গ্রিনহাউস গ্যাসসমূহ নিঃসরণ সংক্রান্ত চুক্তি The Kyoto Protocol জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়
উত্তর : ১৯৯৭ সালে।
প্রশ্ন : ২০২১ সালের হেনলি পাসপাের্ট সূচকে শীর্ষ দেশ
উত্তর : জাপান।
ঘ, চলতি ঘটনাবলি আন্তর্জাতিক
প্রশ্ন : WTO’র প্রথম নারী মহাপরিচালক
উত্তর : নগােজি ওকোঞ্জো-আইওয়েলা।
প্রশ্ন : সম্প্রতি মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়
উত্তর : ১ ফেব্রুয়ারি ২০২১।
প্রশ্ন : জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম
উত্তর : ইয়ােশিহিদে সুগা।
প্রশ্ন : রাজনৈতিক থ্রিলারধর্মী উপন্যাস State of Terror-এর রচয়িতা
উত্তর : হিলারি ক্লিনটন ও লুইস পেনি।
প্রশ্ন : মিয়ানমারে বর্তমানে সশস্ত্র বাহিনীর প্রধান
উত্তর : জেনারেল মিন অং হ্লাইং।
প্রশ্ন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
উত্তর : ৪৬তম প্রেসিডেন্ট।
প্রশ্ন : যুক্তরাজ্যে BREXIT প্রশ্নে গণভােট অনুষ্ঠিত হয়
উত্তর : ২৩ জুন ২০১৬।
প্রশ্ন : বায়ােএনটেক কোম্পানির মূল প্রতিষ্ঠাতা
উত্তর : ড. উগার শাহীন ও ড. উজলেম তুরেসি।
প্রশ্ন : আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়
উত্তর : ৯ নভেম্বর ২০২০।