বিশ্বকাপে নতুন সংযোজন
৫ অক্টোবর ২০২৩ ভারতে শুরু হয় ওয়ানডে বিশ্বকাপ। প্রথম ম্যাচে মুখোমুখি হয় গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড । এবারের বিশ্বকাপে নতুন কিছু ইতিহাস তৈরি হয়।
- ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের একক আয়োজক ভারত। ক্রিকেটের ইতিহাসে ভারত এই প্রথম একক আয়োজন করে।
- বিশ্বকাপে ভারসাম্য আনতে উদ্যোগ নেয় ICC। শিশির যাতে প্রভাব না ফেলে সেজন্য ICC পিচ কিউরেটরদের পিচে ঘাস রাখার নির্দেশ দেয়। এছাড়া বাউন্ডারি লাইন অন্তত ৭০ মিটার রাখার নির্দেশও দেওয়া হয়।
- ২০২৩ সালের জুন মাসে ICC’র পক্ষ থেকে সফট সিগন্যালিংয়ের নিয়ম বাতিল করা হয় । তাই বিশ্বকাপে সফট সিগন্যালিংয়ের নিয়ম দেখা যাবে না।
- ১৯৭৫ সালে প্রথমবার যখন ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হয়, বিজয়ী দল ৯০০০ ডলার প্রাইজমানি পায় । এবার বিজয়ীদের ৪০ লাখ ডলার দেওয়া হবে।
ICC’র নতুন নিয়ম
২০২৩ সালের বিশ্বকাপে একটি প্রধান নিয়মে পরিবর্তন আনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ফাইনালের পর একটি নিয়ম নিয়ে তুমুল বিতর্ক হয়। গতবারের ফাইনালে ৫০ ওভারের সেই ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে গড়ায়। সুপার ওভারেও ম্যাচ টাই হয়। তারপর কোন দল বেশি বাউন্ডারি মেরেছে সেই নিরিখে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। এবার যে নিয়ম করা হয় তাতে যদি ম্যাচ টাই হয়ে সুপার ওভারে গড়ায় তাহলে ফলাফল না পাওয়া পর্যন্ত সুপার ওভার বার বার হবে। দুই দলকে সমান সুযোগ দেওয়া এবং বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত ।
সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড়
২০২৩ বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সি অধিনায়ক বাংলাদেশের সাকিব আল হাসান। তার বয়স ৩৬ বছর ১৮৫ দিন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ বছর ১২৭ দিন বয়স ভারতের রোহিত শর্মার । আসরে সবচেয়ে বেশি গড় বয়স নিয়ে খেলা দল ইংল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়নদের গড় বয়স ৩১.৬৯। সবচেয়ে কম গড় বয়স নিয়ে বিশ্বকাপ খেলছে আফগানিস্তান। তাদের খেলোয়াড়দের গড় বয়স ২৪.৯২ । তবে এই বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড় নেদারল্যান্ডসের। ওয়েসলি বারেসির বয়স ৩৯ বছর ১২৫ দিন ।
বিশ্বকাপের দুই মাসকট
১৯ আগস্ট ২০২৩ মাসকট উন্মোচন অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) জানায়, পুরুষ ও নারী মাসকট
দুটির নাম দেওয়ার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। শেষ পর্যন্ত সমর্থকদের ভোটেই চূড়ান্ত হয় মাসকট দুটির নাম। ৩০ সেপ্টেম্বর ২০২৩ আনুষ্ঠানিকভাবে ২০২৩ বিশ্বকাপের মাসকটের নাম প্রকাশ করে ICC । নারী মাসকটের নাম ‘ব্লেজ’ ও পুরুষ মাসকটের নাম ‘টঙ্ক’। বিশ্বে ক্রিকেটের মাধ্যমে যে লিঙ্গ সমতা ও ঐক্যের ছবি পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়, তারই প্রতিনিধি ‘রেজ’ ও ‘টঙ্ক’।
২০২৩ বিশ্বকাপের প্রাইজমানি
- চ্যাম্পিয়ন : ৪৩ কোটি ৮৯ লাখ টাকা
- রানার্সআপ : ২১ কোটি ৯৪ লাখ টাকা
- সেমিতে বাদ পড়া দল : ৮ কোটি ৭৮ লাখ টাকা
- গ্রুপ পর্বে প্রতি জয়ে : ৪৩ লাখ ৮৯ হাজার টাকা
- গ্রুপ পর্বে বাদ পড়া দল : ১ কোটি ১০ লাখ টাকা।
বিশ্বকাপ রেকর্ড আপডেট
- ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকা। শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেটে ৪২৮ রানের পাহাড় গড়ে প্রোটিয়ারা।
- অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল নেদারল্যান্ডসের বিপক্ষে ৪০ বলে দ্রুততম সেঞ্চুরি করে বিশ্বকাপে ইতিহাস গড়েন।
- বিশ্বকাপে রেকর্ড সর্বোচ্চ ৩০৯ রানে দ. আফ্রিকাকে পরাজিত করে নিজেদের রেকর্ড ভাঙে অস্ট্রেলিয়া ।
- ১০ অক্টোবর ২০২৩ বিশ্বকাপের এক ম্যাচে সবচেয়ে বেশি ৪টি সেঞ্চুরি হয়। শ্রীলংকার হয়ে সেঞ্চুরি করেন কুশাল মেন্ডিস এবং সাদিরা সামারাবিক্রমা। পাকিস্তানের হয়ে সেঞ্চুরি করেন আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান।
- বিশ্বকাপে এই প্রথম এক ইনিংসে দক্ষিণ আফ্রিকার ডি কক, ভান ডার ডিউসেন ও এইডেন মার্করাম এ তিনজন সেঞ্চুরি করার রেকর্ড করেন ।
- আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ৭টি সেঞ্চুরির রেকর্ড গড়েন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
- বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং পাকিস্তানকে প্রথমবারের মতো হারিয়ে ইতিহাস তৈরি করে আফগানিস্তান।
- ২০ অক্টোবর ২০২৩ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ ২৫৯ রানের নতুন রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। [আপডেট : ২৫ অক্টোবর ২০২৩ পর্যন্ত।
Leave a Comment