কম দামে ভালো ক্যামেরা মোবাইল খুঁজছেন? হতে পারে আমাদের এই আর্টিকেলে আপনার জন্য রয়ছে ২০২৩ সালের সেরা কম দামে ভালো ক্যামেরা মোবাইল। আমরা এখানে ৮,০০০ টাকা থেকে শুরু সর্বোচ্চ ১৫,০০০ টাকার মধ্যে সবচেয়ে ভালো ক্যামেরা ফোনগুলাে তুলে ধরেছি।
এই ফোনগুলোর পেছনে রয়েছে উচ্চ মেগা পিক্সেল সম্পন্ন একাধিক ক্যামেরা, যা আপনার ছবি তোলার কোয়ালিটিকে হাজার গুণ বাড়িয়ে তুলবে। পাশাপাশি অতিরিক্ত mAh ব্যটারিতে ডিভাইসগুলাে চলবেও দীর্ঘ সময়। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন জেনে নিই কম দামে ভালো ক্যামেরা মোবাইল গুলো কি কি।
৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি+ আইপিএস এলসিডি স্ক্রিনের Xiaomi Poco M2 Reloaded এই ফোনটি ইতোমধ্যেই বাংলাদেশের ক্যামেরা ফোন প্রেমীদের নজর কেড়েছে। এটি ওয়াটারড্রপ নচ ফ্রন্ট ক্যামেরা দিয়ে ডিজাইন করা হয়েছে। ডিভাইসটির সামনের অংশ থার্ড জেনারেশনের গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত।
এর পিছনে রয়েছে ৪ টি ক্যামেরা, যা যথাক্রমে ১৩+৮+৫+২ মেগাপিক্সেল সম্পন্ন। এই ক্যামেরাগুলোতে রয়েছে PDAF, f/1.8 aperture, এলইডি ফ্ল্যাশ, ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরা এবং ডেপ্থ সেন্সর। যা এই ফোনটিকে দারুণ বৈশিষ্ট্য দিয়েছে। পেছনের চারটি ক্যামেরা ব্যবহার করে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে সক্ষম হবেন।
Poco M2 Reloaded ফোনটির সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, যা দিয়ে অসাধারন সব ছবি সেলফি তোলা সম্ভব। শুধু ক্যামেরাই না, ব্যাটারী এবং চার্জ ব্যাকাপের দিক থেকেও চমৎকার এই ফোনটি ক্রেতাদের মন জয় করেছে। ৫০০০ mAh ব্যটারীর এই ফোনটি প্রায় 18W দ্রুত চার্জিং সাপোর্ট করে।
আরো পড়ুন : প্রফেশনাল মানের জনপ্রিয় ১০টি ভিডিও এডিটিং সফটওয়্যার
সর্বোচ্চ ২.০ গিগাহার্জ অক্টাকোর সিপিইউর এই ফোনটিতে রয়েছে ৪ GB RAM এবং Mali-G52 MC2 GPU. পাশাপাশি ৬৪ জিবি ফোন মেমরির সাথে ব্যবহার করা যাবে আলাদা মাইক্রো মেমরি কার্ড। দুর্দান্ত এই ফোনটির দাম মাত্র ১৪,৯৯৯ টাকায়। স্বল্প বাজেটের ক্রেতাদের জন্য নিঃসন্দেহে এটি একটি দারুণ ফোন।
সংক্ষেপে ফোনটির উল্লেখযোগ্য ফিচার:
আমরা সবাই জানি ক্যামেরা ফোন জগতে Vivo এর তুলনা নেই। Vivo Y12a টি ডিজাইন করা হয়েছে ৬.৫১ ইঞ্চি HD+ IPS LCD স্ক্রিন দিয়ে। এতে রয়েছে ফুল ভিউ ওয়াটারড্রপ নচ ডিজাইন। পেছনে থাকা দুটি ক্যামেরা যথাক্রমে ১৩ এবং ২ মেগাপিক্সেলের যা PDAF, ডেপথ সেন্সর এবং এলইডি ফ্লাশ সম্পন্ন। পেছনের থাকা দুটি ক্যামেরা ব্যবহার করে ফুল এইচডি ভিডিও ধারণ করা যায়।
Vivo Y12a এর সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ৫০০০ mAh ব্যাটারিযুক্ত ফোনটিতে রয়েছে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট। ২ গিগাহার্জ অক্টা-কোর সিপিইউ, Adreno 505 GPU এবং ৩ জিবি RAM ব্যবহারে ফোনটি খুব দ্রুত এবং স্মুথলী কাজ করে। এর সাথে রয়েছে ৩২ জিবি ইন্টারনাল স্টােরেজ এবং সাথে অতিরিক্ত মাইক্রোএসডি ব্যবহার করা যাবে। দুর্দান্তর এই ফোনটির মূল্য মাত্র ১১,৯৯০ টাকা।
সংক্ষেপে ফোনটির উল্লেখযোগ্য ফিচার:
Leave a Comment