কর্মসংস্থান ব্যাংক এর ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রশ্ন সমাধান

কর্মসংস্থান ব্যাংক এর ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। এ বিষয়ে কোন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন।
কর্মসংস্থান ব্যাংক এর ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রশ্ন সমাধান বাংলা অংশ
১. ‘কবর’ নাটক কে লিখেছেন?
উত্তর : মুনীর চৌধুরী ।
২. ‘মৃত জনে দেহ প্রাণ’-নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তর : সম্প্রদানে সপ্তমী ।
৩. “যার কোন কিছু থেকেই ভয় নেই’ তাকে এককথায় কি বলে?
উত্তর : অকুতোভয় ।
৪. কোন বানানটি শুদ্ধ?
উত্তর : গীতাঞ্জলি ।
৫. ‘Agronomy ́ পারিভাষিক শব্দের অর্থ কি?
উত্তর : কৃষি বিদ্যা
৬. ‘অপু ও দুর্গা’ চরিত্র দুটি কোন উপন্যাসের?
উত্তর : পথের পাঁচালী ।
৭. ‘এ কী অপরূপ রূপে মা তোমায়/হেরিনু পল্লী জননী’ চরণটি কোন কবির?
উত্তর : কাজী নজরুল ইসলাম ।
৮. ‘তিমির’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তর : আলোক ৷
৯. বাগধারাগুলোর মধ্যে কোনটির অর্থ ভিন্ন?
উত্তর : তাসের ঘর।
১০. ‘ধান ভানতে শিবের গীত-এ প্রবাদটি দিয়ে কি বুঝায়?
উত্তর : প্রসঙ্গ ছেড়ে অপ্রাসঙ্গিক কথা বলা ।
কর্মসংস্থান ব্যাংক এর ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রশ্ন সমাধান ইংরেজি অংশ
১১. I hope to meet you __ in January.
উত্তর : sometime
১২. Which of the following is incorrect?
উত্তর : We have not go enough-milk
১৩. An adverb does not modify
উত্তর : Nouns
১৪. A degree in economics-his door to many jobs.
উত্তর : opens
১৫. After a long recession the economics situations is looking
উত্তর : up
১৬. Well done!— the good work.
উত্তর : keep up
১৭. It was expensive than I thought.
উত্তর : more
১৮. Let us play chess.
উত্তর : no article
১৯. This book — to my uncle.
উত্তর : belongs
২০. Acid test means
উত্তর : real test।
কর্মসংস্থান ব্যাংক এর ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রশ্ন সমাধান গণিত অংশ
২১. কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
উত্তর : ১১/১৪
২২. ২ ও ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
উত্তর : ১০টি।
২৩. 2x2 + x – 15 এর উৎপাদক কোনটি?
উত্তর : (x + 3) (2x – 5)
২৪. কতজন ছাত্রকে ১২৫টি আম ও ১৪৫টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে?
উত্তর : ৫ জন
২৫. শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত?
উত্তর : ২৭৩।
২৬. পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
উত্তর : ১৮ বছর।
২৭. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১ । এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?
উত্তর : ৪ গ্রাম
২৮. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেক বার ভাগশেষ ১ হবে?
উত্তর : ৩১ ।
২৯. p + q = 5 এবং p – q = 3 হলে p2 + q2 এর মান কত?
উত্তর : 17।
৩০. একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রি করায় ১০% ক্ষতি হলো । দ্রব্যটির ক্রয় মূল্য কত?
উত্তর : ২০০ টাকা ।
কর্মসংস্থান ব্যাংক এর ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞান অংশ
৩১. ২৩তম বিশ্বকাপ ফুটবল, ২০২৬ কোন মহাদেশে অনুষ্ঠিত হবে?
উত্তর : উত্তর আমেরিকা ।
৩২. জাতিসংঘের পরিবেশ রক্ষাকারী সংগঠন কোনটি?
উত্তর : UNEP
৩৩. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?
উত্তর : হাড়িয়াভাঙ্গা।
৩৪. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি?
উত্তর : স্বাধীনতা পদক ।
৩৫. বাংলাদেশে বর্তমানে প্রত্যাশিত আয়ুষ্কাল কত বছর?
উত্তর : ৭২.৩ বছর। [সূত্র : BSVS 2021]
৩৬. গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : রাশিয়া ।
৩৭. জনশুমারি পরিচালনা করে কোন সংস্থা?
উত্তর : BBS
৩৮. Pandemic অর্থ কি?
উত্তর : অতিমারি।
৩৯. রিখটার স্কেল দ্বারা কি পরিমাপ করা হয়?
উত্তর : ভূ-কম্পন শক্তি ।
৪০. বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?
উত্তর : এ এন সাহা ।
৪১. Bluetooth কিসের উদাহরণ?
উত্তর : Personal Area Network
৪২. The process of copying files to a CD-ROM is known as—
উত্তর : Burning
৪৩. এক গিগাবাইট সমান—
উত্তর : ১০২৪ মেগাবাইট ।
৪৪. CD, DVD বা পেন ড্রাইভ থেকে সফ্টওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয়?
উত্তর : Autorun
৪৫. কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?
উত্তর : Microsoft Power Point