টুকরো সংবাদ

সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীরা খুঁজে পান একেবারেই ক্ষুদ্রতম একটি ব্ল্যাক হােলের। এখন পর্যন্ত এটিই সবচেয়ে ক্ষুদ্র ব্ল্যাক হােল। কারণ এ পর্যন্ত যত ব্ল্যাক হােলের সন্ধান মিলেছে তাদের মধ্যে এর থেকে ছােট আর নেই। সম্প্রতি রয়্যাল অ্যাস্ট্রানমিক্যাল সােসাইটির জার্নালে প্রকাশিত হয় এ ব্ল্যাক হােলের কথা। গবেষকরা জানান, এ ব্ল্যাক হােলের ভর সূর্যের তিনগুণ।

দেড় হাজার আলােকবর্ষ দূরে অবস্থিত ব্ল্যাক হােলটিকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন Unicom। Unicom একটি নক্ষত্রের সাথে পাক খাচ্ছে। V723 Mon নামের সেই নক্ষত্রটি ‘লাল দৈত্য’ দশায় রয়েছে।

এই বিভাগ থেকে আরো পড়ুন

Related Post