General Knowledge

ছোটদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। প্রিয় ছোট সোনামনিরা, আমাদের আজকের আয়োজনে থাকছে ছোটদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর। ছোটদের সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলীসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উপর সাধারণ জ্ঞান নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তোমরা যারা বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান শিখতে চাও তারা আমাদের কমেন্ট করে জানাতে পারো যে কোন ধরনের সাধারণ জ্ঞান তোমরা শিখতে চাও।

ছোটদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: ধারালো নখওয়ালা প্রাণি কোনটি?
ক) হাতি
গ) ভাল্লুক
খ) জিরাফ
ঘ) কোনটিই নয়

উত্তর : ভাল্লুক

প্রশ্ন : এমন একটি পাখির নাম বল যারা জল ছাড়া থাকতেই পারে না—
ক) বক
খ) হাঁস
গ) শালিক
ঘ) কোনটিই নয়

উত্তর : হাঁস

প্রশ্ন: কাঠবেড়ালী কোন শ্রেণির প্রাণী?
ক) জীব
খ) জড়
গ) নির্জীব
ঘ) কোনটিই নয়

উত্তর : জীব

প্রশ্ন: জীবেরা কি কাজ করতে পারে?
ক) শ্বাসকার্য
খ) মৃতকে জীবিত করতে
গ) খাদ্য ছাড়া বাঁচতে পারে
ঘ) কোনটিই নয়

উত্তর : শ্বাসকার্য

প্রশ্ন: উদ্ভিদ ও প্রাণির মধ্যে একটি পার্থক্য লেখ
ক) উদ্ভিদ হাঁটাচলা করতে পারে কিন্তু প্রাণিরা পারে না
খ) উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরী করতে পারে কিন্তু প্রাণীরা পরনির্ভরশীল
গ) উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে এবং প্রাণিরা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে
ঘ) কোনটিই নয়

উত্তর : উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরী করতে পারে কিন্তু প্রাণীরা পরনির্ভরশীল

প্রশ্ন: শালুক ফুল কোথায় জন্মায় ?
ক) ডাঙায়
গ) স্যাঁতস্যাঁতে ভূমিতে
খ) জলে
ঘ) কোনটিই নয়

উত্তর : জলে

প্রশ্ন: যে সকল প্রাণী আকাশে উড়ে বেড়ায় তারা কী নাম পরিচিত ?
ক) উভচর
খ) খেচর
গ) সরীসৃপ
ঘ) কোনটিই নয়

উত্তর : উভচর

প্রশ্ন: উভচর প্রাণি বলতে কী বোঝায় ?
ক) যারা ডাঙায় বাস করে
খ)যারা জলে ও ডাঙায় উভয়ে বাস করে
গ) যারা জলে বাস করে
ঘ) কোনটিই নয

উত্তর : যারা জলে ও ডাঙায় উভয়ে বাস করে

প্রশ্ন: পাখিরা আকাশে উড়তে পারে কেন?
ক) পাখিদের ডানা আছে
গ) পাখিদের শরীরে বাতাস ভরা থলি আছে
খ) পাখিদের শরীর হালকা
ঘ) কোনটিই নয়

উত্তর : পাখিদের শরীরে বাতাস ভরা থলি আছে

প্রশ্ন: রাতে ভালো দেখতে পায় কোন্ পাখি?
ক) কোকিল
খ) পেঁচা
গ) শালিক
ঘ) কোনটিই নয়

উত্তর : পেঁচা

প্রশ্ন: শিকারী পাখির নাম বল
ক) পায়রা
খ) ময়ূর
গ) চিল
ঘ) কোনটিই নয়

উত্তর : চিল

প্রশ্ন: ‘শান্তির প্রতীক’ কোন্ পাখিকে বলা হয়?
ক) ময়ূর
খ) টুনটুনি
গ) পায়রা
ঘ) কোনটিই নয়

উত্তর : পায়রা

প্রশ্ন: একটি বাচ্চার মুখে প্রথম যে দাঁত গুলো ওঠে তাদের কি বলে?
ক) গজ দাঁত
খ) দুধের দাঁত
গ) আক্কেল দাঁত
ঘ) কোনটিই নয়

উত্তর : দুধের দাঁত

প্রশ্ন: জন্মের কত মাস বয়স পর থেকে দাঁত গজাতে শুরু করে?
ক) চার মাস
খ) পাঁচ মাস
গ)ছয় মাস
ঘ) কোনটিই নয়

উত্তর : ছয় মাস

প্রশ্ন: কত বছর বয়সে পৌঁছালে দুধের দাঁত পড়ে যায় ?
ক) ১৩
খ) ১২
গ) ১০
ঘ) কোনটিই নয়

উত্তর : ১২

প্রশ্ন: নীচের প্রাণিদের মধ্যে কোন্ প্রাণিটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে?
ক) বেড়াল
খ) বাঘ
গ) কুকুর
ঘ) কোনটিই নয়

উত্তর : বাঘ

প্রশ্ন: মরিশাস নামক একটি ছোট্ট দ্বীপ থেকে কোন্ পাখিটি একেবারে বিলুপ্ত হয় গেছে?
ক) শকুন
খ) ডোডো
গ) কাক
ঘ) কোনটিই নয়

উত্তর : ডোডো

প্রশ্ন: ‘পদার্থ’ বলতে কী বোঝ?
ক) বস্তু যা দিয়ে রঙ করা
খ) বস্তু যা দিয়ে তৈরি
গ) বস্তুকে কেমন দেখতে
ঘ) কোনটিই নয়

উত্তর : বস্তু যা দিয়ে তৈরি

প্রশ্ন: সাধরণত পদার্থ কয় প্রকার ?
ক) চার প্রকার
খ) দুই প্রকার
গ) তিন প্রকার
ঘ) কোনটিই নয়

উত্তর : তিন প্রকার

প্রশ্ন: কোন্ পদার্থের নিজস্ব আকার ও আকৃতি আছে?
ক) গ্যাসীয়
খ) কঠিন
গ) তরল
ঘ) কোনটিই নয়

উত্তর : কঠিন

প্রশ্ন: কোন্ গাছ এর কাঠ থেকে আসবাবপত্র তৈরি হয় ?
ক)শাল
খ) পলাশ
খ) বট
ঘ) কোনটিই নয়

উত্তর : শাল

প্রশ্ন: একটি লতানো গাছ হল—
ক) কুমড়ো
খ) বট
গ) গেঁও
ঘ) কোনটিই নয়

উত্তর : কুমড়ো

প্রশ্ন: ফুল ও ফল হয় এমন গাছের নাম লেখ—
ক) কচুরীপানা
খ) বট
গ)আম
ঘ) কোনটিই নয়

উত্তর : আম

প্রশ্ন: ‘কেঁচো ও সাপের’ মধ্যে একটি মিল লেখ
ক) উভয়েই সরীসৃপ জাতীয় প্রাণি
খ) উভয়েই উভচর প্রাণি
গ) উভয়েই মেরুদন্ড আছে
ঘ) কোনটিই নয়

উত্তর : উভয়েই মেরুদন্ড আছে

প্রশ্ন: ‘চিংড়ি ও মাছের‘ মধ্যে অমিল কোথায়?
ক) উভয়েই জলে থাকে
গ) উভয়েরই পাখনা আছে
খ) চিংড়ির ফুলকা নেই মাছের ফুলকা আছে
ঘ) কোনটিই নয়

উত্তর : চিংড়ির ফুলকা নেই মাছের ফুলকা আছে

প্রশ্ন: ‘তুলো’ কোন্ গাছ থেকে পাওয়া যায়?
ক) পলাশ
খ) শিমূল
গ) গেঁও
ঘ) কোনটিই নয়

উত্তর : শিমূল

প্রশ্ন : ‘জল দিতে হয় না’ এমন একটি গাছ এর নাম কী?
ক) শিমূল
খ) বট
গ) ফণীমনসা
ঘ) কোনটিই নয়

গ) ফণীমনসা

প্রশ্ন : পাতায় থাকে এমন প্রাণির নাম বলো
ক) শুয়োপোকা
খ)মৌমাছি
গ) পাখি
ঘ) কোনটিই নয়

ক) শুয়োপোকা

প্রশ্ন : কোন প্রাণি পরিবেশের সাথে নিজের গায়ের রঙ পরিবর্তন করতে পারে?
ক) টিকটিকি
খ)গিরগিটি
গ) সাপ
ঘ) কোনটিই নয়

খ)গিরগিটি

প্রশ্ন : শিংগুলা প্রাণি কোনটি?
ক) হরিণ
খ) হাতি
গ) খরগোশ
ঘ) কোনটিই নয়

ক) হরিণ

প্রশ্ন : বাড়ির দেওয়ালে আমরা কোন প্রাণি দেখতে পাই?
ক)আরশোলা
খ) প্রজাপতি
গ)টিকটিকি
ঘ) কোনটিই নয়।

গ)টিকটিকি

প্রশ্ন : কোন্ প্রাণি বনে দেখা যায় ?
ক) গোৰু
খ) ছাগল
গ) বাঘ
ঘ) কোনটিই নয়।

গ) বাঘ

প্রশ্ন : আঁশ আছে এমন প্রাণি হল
ক) কুমীর
খ) মাছ
গ) টিকটিকি
ঘ) কোনটিই নয়

খ) মাছ

প্রশ্ন : ‘কেন্নো’ কী শ্রেণির প্রাণি?
ক) অমেরুদণ্ডী
খ) মেরুদণ্ডী
গ) উভচর
ঘ) কোনটিই নয়

ক) অমেরুদণ্ডী

প্রশ্ন : মেরুদণ্ডী নাম লেখ–
ক) পাখি ও কেঁচো
খ) মানুষ ও গাছ
গ) টিকটিকি ও সাপ
ঘ) কোনটিই নয়

গ) টিকটিকি ও সাপ

প্রশ্ন : জলের নীচে কী গাছ জন্মায় ?
ক) কুমড়ো
খ)পদ্মা
গ) কচুরিপানা
ঘ) কোনটিই নয়

খ)পদ্মা

প্রশ্ন : কাঁটাযুক্ত একটি উদ্ভিদের নাম বল
ক) গরান
খ) ফণীমনসা
গ) পাইন
ঘ) কোনটিই নয়

খ) ফণীমনসা

প্রশ্ন : ‘কচ্ছপ ও ব্যান্ডের’ মধ্যে একটি অমিল লেখ
ক) কচ্ছপের শক্ত খোলস নেই কিন্তু ব্যান্ডের শক্ত খোলস আছে।
খ) কচ্ছপের শক্ত খোলস আছে কিন্তু ব্যাঙের শক্ত খোলস নেই।
গ) কচ্ছপ জলের প্রাণী, ব্যাঙ উভচর প্রাণী।
ঘ) কোনটিই নয়

খ) কচ্ছপের শক্ত খোলস আছে কিন্তু ব্যাঙের শক্ত খোলস নেই।

Related Post

Leave a Comment