জাতি ও রাষ্ট্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। জাতি, উপজাতি ও নৃগােষ্ঠীর সমন্বয়ে রাষ্ট্র গড়ে ওঠে। এসবের গঠনকাঠামাে বিষয়ক বিগত পরীক্ষার প্রশ্ন-উত্তর নিয়ে আমাদের এই আয়ােজন।
প্রশ্ন : মানব প্রজাতিকে কয়টি নরগােষ্ঠীতে বিভক্ত করা হয়?
উত্তর : ৪টি।
প্রশ্ন : পৃথিবীতে নানা জাতি সৃষ্টির কারণ কী?
উত্তর : ভৌগােলিক।
প্রশ্ন : আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
উত্তর : ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে।
প্রশ্ন : আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল?
উত্তর : ইরান।
প্রশ্ন : দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কী নামে অভিহিত করা হয়?
উত্তর : দ্রাবিড়।
প্রশ্ন :বহুস্বামী বিবাহভিত্তিক পরিবার কোন সমাজে দেখা যায়?
উত্তর : টোডা উপজাতি।
প্রশ্ন : ‘আফ্রিদি’ উপজাতি কোথায় বাস করে?
উত্তর : পাকিস্তান।
প্রশ্ন : ‘গাের্খা’ কোন দেশের আদি অধিবাসী?
উত্তর : নেপাল।
প্রশ্ন : যুক্তরাষ্ট্রের আদিবাসীদের নাম কী?
উত্তর : রেড ইন্ডিয়ান।
প্রশ্ন : নিউজিল্যান্ডের আদিবাসীদের কী বলা হয়?
উত্তর : মাউরি ।
প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার প্রধান অধিবাসীদের নাম কী?
উত্তর : জুলু।
প্রশ্ন : চীনের কোন প্রদেশটি মুসলিম অধ্যুষিত?
উত্তর : জিনজিয়াং।
প্রশ্ন : উইঘুর হলাে—
উত্তর : চীনের একটি মুসলিম সম্প্রদায়ের নাম।
প্রশ্ন : চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কী?
উত্তর : উইঘুর ।
প্রশ্ন : আফগানিস্তানের কোন জাতিগােষ্ঠীর সদস্যরা সংখ্যাগরিষ্ঠ?
উত্তর : পশতুন।
প্রশ্ন : বেদে যাযাবর জাতির আসল বা আদি নাম কী?
উত্তর :মনতং।
প্রশ্ন : বুশম্যান’ উপজাতি কোথায় বাস করে?
উত্তর : বতসােয়ানা।
প্রশ্ন : রুয়ান্ডায় ক্ষমতার লড়াইয়ে লিপ্ত দুইটি প্রধান উপজাতির একটি হলাে টুটসি অপরটির নাম কী?
উত্তর : হুটু।
প্রশ্ন : এস্কিমােরা শিকারের জন্য কুকুর | চালিত যে গাড়ি ব্যবহার করে তার নাম—
উত্তর : স্লেজ।
প্রশ্ন : রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর : এরিস্টটল।
প্রশ্ন : সেন্ট অগাস্টিন, সেন্ট একুইনাস, ফিলমা এবং ফ্রান্সের রাজা চতুর্দশ লুই রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত কোন মতবাদের সমর্থক ছিলেন?
উত্তর : ঐশ্বরিক মতবাদ।
প্রশ্ন : আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর : ম্যাকিয়াভেলী।
প্রশ্ন : ‘The Social Contract’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : রুশাে।
প্রশ্ন : আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি?
উত্তর : ১৬০০-১৮০০ সাল।
প্রশ্ন : ‘The Modern State’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : আর. এম. ম্যাকাইভার।
প্রশ্ন : নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছে-
উত্তর : বাস্তববাদ।
প্রশ্ন : জিরােসাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট?
উত্তর : বাস্তববাদ।
প্রশ্ন : জাতি রাষ্ট্রের মূল ভিত্তি কী?
উত্তর : জাতীয়তাবাদ।
প্রশ্ন : রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত?
উত্তর : চারটি।
প্রশ্ন : রাষ্ট্রের প্রথম ও প্রধান উপাদান কোনটি?
উত্তর : জনসমষ্টি।
প্রশ্ন : রাষ্ট্র গঠনে কোনটি অপরিহার্য উপাদান?
উত্তর : সরকার।
প্রশ্ন : সরকার রাষ্ট্র গঠনের কততম উপাদান?
উত্তর : তৃতীয়।
প্রশ্ন : রাষ্ট্রের মুখপাত্র কে?
উত্তর : সরকার।
প্রশ্ন : কয়টি বিভাগ নিয়ে সরকার গঠিত?
উত্তর : ৩টি।
প্রশ্ন : আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
উত্তর : ম্যাক্স ওয়েবার।
প্রশ্ন : Persona-Non-Grata শব্দ সমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযােজ্য
উত্তর : কুটনীতিবিদ।
প্রশ্ন : হাইকমিশনার ও অ্যাম্বাসেডরের মধ্যে পার্থক্য কী?
উত্তর : প্রথমজন কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের প্রতিনিধি ও অপরজন কমনওয়েলথ বহির্ভূত রাষ্ট্রের প্রতিনিধি।
প্রশ্ন : রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তর : সার্বভৌমত্ব।
প্রশ্ন : পৃথিবীর কোন রাষ্ট্র পূর্ণ সার্বভৌমত্বহীন?
উত্তর : ফিলিস্তিন।
প্রশ্ন : রাষ্ট্রের উপাদান নয় কোনটি?
উত্তর : আইনের শাসন।
প্রশ্ন : রাষ্ট্রের কার্যাবলিকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : দুই।
প্রশ্ন : রাষ্ট্রের ঐচ্ছিক কাজ কোনটি?
উত্তর : শিক্ষা বিস্তার করা।
প্রশ্ন : ল্যাটিন ‘সিভিটাস’ শব্দের অর্থ
উত্তর : নগররাষ্ট্র।
প্রশ্ন : গ্রিক ‘Polis’ শব্দটির অর্থ—
উত্তর : নগররাষ্ট্র।
প্রশ্ন : এশিয়ার নগর রাষ্ট্র কোনটি?
উত্তর : সিঙ্গাপুর।
প্রশ্ন : কল্যাণমূলক রাষ্ট্রের জনক কে?
উত্তর : উইলিয়াম বেভারিজ।
প্রশ্ন : A state where all religions are respected is__in nature.
উত্তর : Secular
প্রশ্ন : State in which the few govern the many
উত্তর : Oligarchy!
প্রশ্ন : দুই বা ততােধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়—
উত্তর : বাফার রাষ্ট্র।
প্রশ্ন : A Vassal State is the one which is-
উত্তর : Under the Suzerainty of another state.
প্রশ্ন : জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনের পদ্ধতি কোনটি?
উত্তর : জন্মনীতি ও জন্মস্থান।
প্রশ্ন : কোন দেশে নাগরিকত্ব অর্জনে জন্মস্থান নীতি অনুসৃত হয়?
উত্তর : আমেরিকা।
প্রশ্ন : রাষ্ট্রের প্রতি নাগরিকদের প্রধান কর্তব্য—
উত্তর : আনুগত্য প্রকাশ করা।
প্রশ্ন : ভােটদানের অধিকার কোন ধরনের অধিকার?
উত্তর : রাজনৈতিক অধিকার।
প্রশ্ন : বিশ্বের কোন দেশে ভােট দেওয়া বাধ্যতামূলক?
উত্তর : অস্ট্রেলিয়া।
প্রশ্ন : সংসদীয় গণতন্ত্রে শাসন বিভাগের সকল ক্ষমতা কার কাছে ন্যস্ত থাকে?
উত্তর :প্রধানমন্ত্রীর কাছে।
প্রশ্ন : A person who rules without consulting other
উত্তর : Autocrat।
প্রশ্ন : ‘গণতন্ত্র শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট শাসন ব্যবস্থা’ উক্তিটি কার?
উত্তর : মিল।
প্রশ্ন : ‘If there is no opposition, there is no democracy’ উক্তিটি কে করেছিলেন?
উত্তর : আইভর জেনিংস।
প্রশ্ন : গণতন্ত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তর : নির্বাচন।
প্রশ্ন : প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূলভিত্তি কোনটি?
উত্তর : রাজনৈতিক দল।
প্রশ্ন :প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিকল্প সরকার বলতে কী বোঝায়?
উত্তর : বিরােধী দল।
প্রশ্ন : কোন দেশকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়?
উত্তর : গ্রিস।
প্রশ্ন : কোন দেশকে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার বলা হয়?
উত্তর : ব্রিটেন/যুক্তরাজ্য।
প্রশ্ন : কোন দেশে সর্বপ্রথম সরাসরি গণতন্ত্র চালু হয়েছিল?
উত্তর : সুইজারল্যান্ড।
প্রশ্ন : কোন দেশে প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে?
উত্তর : ব্রিটেন/যুক্তরাজ্য।
প্রশ্ন : কোন দেশকে পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়?
উত্তর : ভারত।
প্রশ্ন : নির্বাচনে প্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে ভােটদাতাগণ নিজের পছন্দ প্রকাশের জন্য যে পত্র ব্যবহার করে তাকে কী বলে?
উত্তর : ব্যালট পেপার।
প্রশ্ন : ‘বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী উক্তিটি কার?
উত্তর : আব্রাহাম লিংকন।
প্রশ্ন : কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভােটাধিকার লাভ করে?
উত্তর : নিউজিল্যান্ড।
প্রশ্ন : মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা কোন সালে ভােটাধিকার পান?
উত্তর : ১৯২০।
প্রশ্ন : ২০০২ সালে মধ্যপ্রাচ্যের কোন দেশের মহিলারা প্রথমবারের মতাে ভােটাধিকার লাভ করে?
উত্তর : বাহরাইন।
প্রশ্ন : EVM বলতে কী বােঝায়?
উত্তর : ইলেকট্রনিক ভােটিং মেশিন।
প্রশ্ন : সর্বপ্রথম কোন দেশ নির্বাচনে ই-ভােটিং ব্যবহার করে?
উত্তর : এস্তোনিয়া।
প্রশ্ন : ‘ম্যানিফেস্টো ‘ কী?
উত্তর : রাজনৈতিক দলের লক্ষ্য ও উদ্দেশ্য।
Leave a Comment