জাতীয় জীবনে দুর্নীতি বিরাজ করলে তা জাতির চরম সর্বনাশ ডেকে আনে। তখন জাতির জীবনে তাকে অভিশাপ হিসাবে বিবেচনা করা চলে। সত্য ও ন্যায়ের পথে অগ্রসর হলে জাতির উন্নতি সহজ হয়। তাই উন্নয়নে আগ্রহী জাতির প্রধান কাজ। সত্যের সাধনা। ন্যায়নীতির ওপর নির্ভর করে, ন্যায়নীতির পথে চলে জাতি উন্নতির শীর্ষে উঠতে পারে। পৃথিবীর ইতিহাসে যেসব জাতি উন্নতির দিকে অগ্রসর হতে পেরেছে তার পেছনে কাজ করেছে সততা ও ন্যায়নিষ্ঠা। অন্যদিকে জাতীয় জীবনে যদি দুর্নীতির প্রবেশ ঘটে তবে সে জাতির উন্নতির পথ রুদ্ধ হয়ে। যায়। তখন জাতির সামনে নেমে আসে ঘাের অন্ধকার। অন্যায় বা দুর্নীতি যে জাতির মধ্যে বিরাজ করে সে জাতি নানাবিধ অনাচারে লিপ্ত হয়। ফলে জাতির উন্নতির কথা ভুলে গিয়ে নিজের সুখ, সুবিধা ও স্বার্থের কথা লােকে ভাবতে থাকে। কিভাবে অন্যকে প্রতারণা করে নিজের লাভের পরিমাণ বাড়ানাে যায় দুর্নীতিবাজ মানুষ তা চিন্তা করে। এক্ষেত্রে নিজের লােভই বড় হয়ে দেখা দেয়, অন্যের মঙ্গলের কথা লােকের ভাবনায় আসে না। কোনাে জাতির জীবনে যদি দুর্নীতি প্রবেশ করে তবে সেখানে স্বার্থের যে খেলা চলে তাতে জাতির উন্নতির পথ বন্ধ হয়ে যায়। সে কারণে দুর্নীতিকে জাতির জীবনে অভিশাপ বিবেচনা করা হয়। এই অভিশাপ জাতির সর্বনাশ ঘটায়। মানুষের জীবনে তখন নেমে আসে চরম দুঃখ-দুর্দশা।
এই বিভাগের আরো ভাবসম্প্রসারণ :
Recent Comments