বাংলাদেশ বিষয়াবলী

পদ্মা বহুমুখী সেতু সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

পদ্মা বহুমুখী সেতু সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। পদ্মা সেতু চালু হচ্ছে জুনেই। উদ্বোধনের তারিখ ২৫ জুন ২০২২। তো চলুন পদ্মা সেতু সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ে নেয়া যাক-

পদ্মা বহুমুখী সেতু সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পের নাম—
উত্তর : পদ্মা বহুমুখী সেতু।

প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য—
উত্তর : ৬.১৫ কিলােমিটার।

প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ—
উত্তর : ২২ মিটার।

প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা—
উত্তর : ৬০ ফুট (প্রায় ১৮ মিটার)।

প্রশ্ন : পদ্মা সেতুর মােট পিলারের সংখ্যা—
উত্তর : ৪২টি।

প্রশ্ন : পদ্মা সেতুর পিলারের নিচে ষ্টিলের পাইল বসানাে হয়েছে—
উত্তর : ১২২ মিটার গভীর।

প্রশ্ন : পদ্মা সেতুর পাইল বা মাটির গভীরে বসানাে ভিত্তি এখন পর্যন্ত বিশ্বে গভীরতম—
উত্তর : সর্বোচ্চ ১২২ মিটার।

প্রশ্ন : পদ্মা সেতুর পাইল-সংক্রান্ত সমস্যায় গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান—
উত্তর : COWI।

প্রশ্ন : প্রতিটি পিলারের জন্য পাইলিং করা হয়েছে—
উত্তর : ছয়টি (মাটি নরম হওয়ায় ২২টি পিলারের পাইলসংখ্যা সাতটি করে)।

প্রশ্ন : পদ্মা সেতুর পিলারের পাইল বসানাের জন্য হাইড্রোলিক হাতুড়ি (হ্যামার) নিয়ে আসা হয়েছিল যে দেশ থেকে—
উত্তর : জার্মানি (সবচেয়ে বড় হ্যামারটির ক্ষমতা তিন হাজার কিলােজুল)।

প্রশ্ন : পদ্মা সেতুতে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যান বসানাে হয়েছে—
উত্তর : ৪১টি।

প্রশ্ন : পদ্মা সেতুর স্প্যান তৈরি হয়েছে চীনের হুবেই প্রদেশের—
উত্তর : শিংহুয়াংড়াও শহরে।

প্রশ্ন : পদ্মা সেতুতে স্প্যান বসানাের কাজে ব্যবহার করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান ক্রেন—
উত্তর : তিয়ান-ই (ক্রেনটির ধারণক্ষমতা ৩ হাজার ৬০০ টন আর স্প্যানের ওজন ৩ হাজার ২০০ টন)।

প্রশ্ন : পদ্মা সেতুর দুই প্রান্তের (মাওয়া-জাজিরা) সংযােগ সড়কের দৈর্ঘ্য—
উত্তর : ১৪ কিলােমিটার।

প্রশ্ন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু নির্মাণ ও নদীশাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন—
উত্তর : ১২ ডিসেম্বর ২০১৫।

প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসনের কাজ শুরু হয়—
উত্তর : ২০১৪ সালের ডিসেম্বরে।

প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসনের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের সিনােহাইড্রো করপােরেশনের সঙ্গে চুক্তি হয়—
উত্তর : ৮ হাজার ৭০৮ কোটি টাকার (১১০ কোটি মার্কিন ডলার)।

প্রশ্ন : পদ্মা সেতুর দুই পাড়ে নদীশাসন করা হয়েছে—
উত্তর : ১২ কিলােমিটার।

প্রশ্ন : বিশ্বের প্রথম সেতু হিসেবে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে—
উত্তর : কংক্রিট ও ষ্টিল দিয়ে।

প্রশ্ন : পদ্মা সেতুর দুই প্রান্তে রয়েছে—
উত্তর : মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা।

প্রশ্ন : পদ্মা সেতুর নকশা তৈরি করেছে আমেরিকান কোম্পানি—
উত্তর : Maunsell Ltd. AECOM NZL Architecture, Engineering, Consulting, Operations and Maintenance (AECOM)

প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের প্রধান—
উত্তর : এম শামীম জেড বসুনিয়া।

এই বিভাগ থেকে আরো পড়ুন

প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক দলে কাজ করছেন কমবেশি—
উত্তর : ১৪টি দেশের প্রকৌশলীরা।

প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে একটি বিশেষজ্ঞ কমিটি রয়েছে—
উত্তর : ১১ সদস্যের (কয়েক মাস পরপর বৈঠক করে কমিটি প্রকল্পের গুরুত্বপূর্ণ কারিগরি বিষয়ে পরামর্শ দেন)।

প্রশ্ন : পদ্মা সেতুতে রেলপথ সংযােগের সিদ্ধান্ত নেওয়া হয়—
উত্তর : ১১ জানুয়ারি ২০১১।

প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন থাকবে—
উত্তর : একটি (এর ওপর দিয়ে মিটারগেজ ও ব্রডগেজ—দুই ধরনের ট্রেন চলাচলেরই ব্যবস্থা থাকবে)।

প্রশ্ন : পদ্মা সেতুসংশ্লিষ্ট ঢাকা থেকে যশাের রেল প্রকল্পের অর্থায়ন করছে—
উত্তর : চীন (জি টু জি ভিত্তিতে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড)।

প্রশ্ন : পদ্মা সেতু রেলসংযােগ প্রকল্প একনেকে পাস হয়—
উত্তর : ৩ মে ২০১৬।

প্রশ্ন : পদ্মা সেতু রেলসংযােগ প্রকল্পে ২৪ হাজার ৭৪৯ কোটি টাকা অর্থসহায়তা দিচ্ছে—
উত্তর : চীনের এক্সিম ব্যাংক।

প্রশ্ন : পদ্মা সেতু রেলসংযােগ প্রকল্প তত্ত্বাবধান করছে—
উত্তর : বাংলাদেশ সেনাবাহিনী ও বুয়েট।

প্রশ্ন : পদ্মা সেতুসংশ্লিষ্ট ঢাকা থেকে যশাের রেল প্রকল্পের দৈর্ঘ্য ১৭২ কিলােমিটার রেল প্রকল্পের উদ্বোধন—
উত্তর : ১৪ অক্টোবর ২০১৮)।

প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন বসানাের জন্য বিশেষ ধরনের কংক্রিটের স্ল্যাব বসাতে হবে—
উত্তর : ২ হাজার ৯৫৯টি।

পদ্মা সেতু সম্পর্কিত আরো কিছু তথ্য

প্রশ্ন : পদ্মা সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানাে হয়—
উত্তর : ৩০ সেপ্টেম্বর ২০১৭।

প্রশ্ন : পদ্মা সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর সর্বশেষ ৪১তম স্প্যানটি বসানাে হয়—
উত্তর : ১০ ডিসেম্বর ২০২০৷

প্রশ্ন : সর্বশেষ স্প্যানটি স্থাপনের আগে এটির এক পাশে টাঙানাে হয় বাংলাদেশের জাতীয় পতাকা, অন্য পাশে—
উত্তর : চীনের পতাকা।

প্রশ্ন : পদ্মা সেতু তৈরির প্রথম প্রাক্-সম্ভাব্যতা যাচাই করা হয়—
উত্তর : ১৯৯৯ সালে।

প্রশ্ন : তল্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন—
উত্তর : ৪ জুলাই ২০০১।

প্রশ্ন : পদ্মা সেতু নির্মাণ করে লাভ কী হবে, তা নিয়ে ২০০৯ সালে আলাদা সমীক্ষা করে—
উত্তর : এডিবি ও জাপানের সহযােগিতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)।

প্রশ্ন : ২০০৯ সালে এডিবি ও জাপানের সহযােগিতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সমীক্ষায় দেখা যায়, পদ্মা সেতুতে বিনিয়ােগের অর্থনৈতিক প্রভাব বা ইকোনমিক রেট অব রিটার্ন (ইআরআর) দাঁড়াবে বছরে—
উত্তর : ১৮-২২ শতাংশ।

প্রশ্ন : ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক—
উত্তর : মাে. শফিকুল ইসলাম।

প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের সঙ্গে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি হয়—
উত্তর : ২৮ এপ্রিল ২০১১।

প্রশ্ন : বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ঋণ চুক্তি বাতিল করে—
উত্তর : ৩০ জুন ২০১২।

প্রশ্ন : নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়—
উত্তর : ৯ জুলাই ২০১২।

প্রশ্ন : বাংলাদেশ বিশ্বব্যাংককে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের অনুরােধ ফিরিয়ে নেয়—
উত্তর : ৩১ জানুয়ারি ২০১৩।

প্রশ্ন : নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের জন্য চূড়ান্ত দরপত্র আহ্বান করা হয়—
উত্তর : জুন ২০১৩ সালে।

প্রশ্ন : পদ্মা সেতু নির্মাণে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং করপােরেশনের সঙ্গে চুক্তি হয়—
উত্তর : ১২ হাজার ১৩৩ কোটি টাকার।

প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে তদারক করছে—
উত্তর : বাংলাদেশ সেনাবাহিনী ও কোরিয়া এক্সপ্রেসওয়ে করপােরেশন (কেইসি)।

প্রশ্ন : পদ্মায় মূল সেতুর প্রকল্প ব্যবস্থাপক—
উত্তর : দেওয়ান মােহাম্মদ আবদুল কাদের।

প্রশ্ন : পদ্মা সেতু চালু হলে ঢাকার সঙ্গে যােগাযােগ স্থাপিত হবে দক্ষিণাঞ্চলের—
উত্তর : ২১টি জেলার।

প্রশ্ন : পদ্মা সেতু চালু হলে সারা দেশের সরাসরি সংযােগ স্থাপিত হওয়ার পথ উন্মুক্ত হবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের—
উত্তর : ২৯ জেলার সঙ্গে।

প্রশ্ন : পদ্মা সেতুর অবস্থান হচ্ছে—
উত্তর : ৩টি জেলায় (মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর)।

প্রশ্ন : পদ্মা সেতুর সঙ্গে সংযােগ হবে—
উত্তর : দেশের দক্ষিণ পশ্চিমাংশের সঙ্গে উত্তর-পূর্বাংশের।

প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট অংশ—
উত্তর : ৩.১৮ কিলােমিটার (মূল সেতুর স্থলভাগের অংশকে ভায়াডাক্ট বলে, যেখানে এসে বাস ও ট্রেনের পথ আলাদা হয়ে মাটিতে মিশবে)।

প্রশ্ন : ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলােমিটারের এক্সপ্রেসওয়েটির কাজ শুরু হয়—
উত্তর : ২০১৬ সালে।

পদ্মা বহুমুখী সেতু সম্পর্কিত আরো কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলােমিটারের এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হয় গত–
উত্তর : ১২ মার্চ ২০২০।

প্রশ্ন : ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হয়েছে—
উত্তর : প্রায় ১১ হাজার ৪ কোটি টাকা।

প্রশ্ন : বিশ্বের সড়ক সেতুর তালিকায় পদ্মা সেতুর অবস্থান—
উত্তর : ২৫তম (এশিয়ায় দ্বিতীয়।

প্রশ্ন : বিশ্বে প্রথম হুং জুং বে সেতু, চীন—
উত্তর : ৩৫ কিলােমিটার)।

প্রশ্ন : পদ্মা সেতুতে ‘ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিংয়ের সক্ষমতা হচ্ছে—
উত্তর : ১০ হাজার টন (এখন পর্যন্ত কোনাে সেতুতে এমন সক্ষমতার বিয়ারিং লাগানাে হয়নি)।

প্রশ্ন : পদ্মা সেতুর ভূমিকম্পসহনীয় মাত্রা রিখটার স্কেলে—
উত্তর : ৯ মাত্রা পর্যন্ত।

প্রশ্ন : পদ্মা সেতু নির্মাণের জন্য সরকার সেতু বিভাগকে ১% সুদে ঋণ দিয়েছে—
উত্তর : ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা (৩৫ বছরের মধ্যে পরিশােধ করবে সেতু বিভাগ)।

প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে দেশের জিডিপি বৃদ্ধি পাবে—
উত্তর : ১ দশমিক ২৩ শতাংশ হারে।

প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে—
উত্তর : ২ দশমিক ৩ শতাংশ।

প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে দেশে দারিদ্র বিমােচনের হার বাড়বে—
উত্তর : ০.৮৪ শতাংশ।

প্রশ্ন : পদ্মা সেতুর ওপর কংক্রিটের স্ল্যাব বসাতে হবে—
উত্তর : ২ হাজার ৯১৭টি।

প্রশ্ন : পদ্মা সেতু দিয়ে গ্যাস পাইপলাইন যাবে—
উত্তর : ৭৬০ মিলিমিটার ব্যাসার্ধের।

প্রশ্ন : পদ্মা সেতু দিয়ে ফাইবার অপটিক ও টেলিফোন কেবলের লাইন বসানাে হবে—
উত্তর : ১৫০ মিলিমিটার ব্যাসার্ধের।

প্রশ্ন : প্রকল্পের কাজে ব্যবহৃত ষ্টিলের সব কাঠামাে—
উত্তর : চীন থেকে এসেছে।

প্রশ্ন : পদ্মা সেতুর রেলের গার্ডার (স্ক্রিনজার) এসেছে—
উত্তর : লুক্সেমবার্গ থেকে।

প্রশ্ন : পদ্মা সেতুর মূল কাঠামাের রং হবে—
উত্তর : ধূসর।

প্রশ্ন : পদ্মা সেতু দেখতে অনেকটা ইংরেজি বর্ণ—
উত্তর : এস-এর মতাে।

প্রশ্ন : সর্বশেষ প্রাক্কলিত ব্যয়—
উত্তর : ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button