টাকায় চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে’ লেখাটি দ্বারা কী বােঝায়?

Questionsটাকায় চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে’ লেখাটি দ্বারা কী বােঝায়?
Md. Mahabub Alam Staff asked 3 years ago
1 Answers
Md. Mahabub Alam Staff answered 3 years ago
১, ২ ও ৫ টাকার নােট বা কয়েন হলাে সরকারি মুদ্রা আর বাকিগুলাে হলাে সমপরিমাণ টাকার বিনিময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছাপানাে বিল অব এক্সচেঞ্জ বা একধরনের রিপ্রেজেন্টার। বাংলাদেশ ব্যাংক টাকার বিপরীতে নােট ছাপে। তাই এটা বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশ ব্যাংকের দায়। অর্থাৎ কেউ যদি কোনাে কারণে ব্যাংক নােটের উপরে আস্থা রাখতে না পারে, তবে সে যে কোনাে টাকার ব্যাংক নােট বাংলাদেশ ব্যাংক কাউন্টারে জমা দিলে সমপরিমাণ ১, ২ বা ৫ টাকা পেয়ে যাবে।
Back to top button