টোটেম ও টোটেমবাদ কী?
1 Answers
টোটেম (totem) হলাে কুলচিহ্ন। নৃতত্ত্ববিদদের মতে, বিশ্বের সব নৃগােষ্ঠীকেই ক্রমবিবর্তনের ধারায় অনেকগুলাে স্তর অতিক্রম করতে হয়। টোটেম হচ্ছে সকল মানবগােষ্ঠীর স্ব-স্ব প্রাথমিক পর্যায়। উনিশ শতকে উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়ার আদিবাসীদের মধ্যে টোটেম স্তরের সন্ধান পাওয়া যায়। আর টোটেমবাদ হলাে মানুষ এবং প্রকৃতির মধ্যে সম্পর্কগত একধরনের বিশ্বাস।
Please login or Register to submit your answer