আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here

ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি কী?

Questionsডাকওয়ার্থ-লুইস পদ্ধতি কী?
Md. Mahabub Alam Staff asked 4 years ago
1 Answers
Md. Mahabub Alam Staff answered 4 years ago
সাধারণত বৃষ্টিবিঘ্নিত বা দিনের আলােক স্বল্পতাজনিত কারণে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বা টি-টুয়েন্টি খেলায় ফলাফল আনয়নকল্পে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি প্রয়ােগ করা হয়। এ পদ্ধতিতে ওভার নির্ধারণ করা হয় রানকে ঘিরে, পরবর্তী ব্যাটিং করা দলকে জয়ের জন্য একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয়। ক্রিকেট অঙ্গনে এটি ‘ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি” নামে পরিচিত। ফ্রাঙ্ক ডাকওয়ার্থ এবং টনি লুইস নামক দুই ইংরেজ পরিসংখ্যানবিদ এ ধারণাটির প্রবর্তন করেন।
Back to top button