মােটরযানের নম্বরপ্লেটের নম্বরবিন্যাস কীভাবে সাজানাে থাকে?
1 Answers
মােটরযানের নিবন্ধন সনদ বা নম্বরপ্লেটের তিনটি অংশ। প্রথমে যানের ইঞ্জিন ক্ষমতা (সিসি), আসন এবং ওজনের ওপর ভিত্তি করে সিরিজ নির্ধারিত হয়। সব মিলিয়ে সিরিজ রয়েছে ৪০টি। যেমন ক, খ, ব ও ভ বর্ণগুলাে কার এবং ঘ বর্ণটি জিপের জন্য নির্ধারিত সিরিজ। প্রতিটি সিরিজে ৯,৯৯৯টি যানবাহনের নিবন্ধন দেয়া যায়। এরপর সিরিয়াল বা ক্রম নম্বর, যা নির্ধারিত আছে ১১-৯৯ পর্যন্ত। সর্বশেষ চারটি অঙ্ক নিবন্ধন নম্বর।
Please login or Register to submit your answer