সরকার ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য কী?
1 Answers
সরকার হল এমন একটি সংস্থা বা শাসনযন্ত্র অথবা কর্তৃপক্ষ যার মাধ্যমে কোনাে একটি রাজনৈতিক এককের শাসন কর্তৃত্ব নিবাহিত হয়। সরকার উক্ত এককটির নিয়ন্ত্রণ ও পরিচালনার ক্ষমতা সম্পন্ন। অন্যদিকে, রাষ্ট্র বলতে এমন এক রাজনৈতিক সংগঠনকে বােঝায় যা কোন একটি ভৌগােলিক এলাকা ও তৎসংশ্লিষ্ট এলাকার জনগণকে নিয়ন্ত্রণ করার সার্বভৌম ক্ষমতা রাখে।
Please login or Register to submit your answer