বাংলা সাহিত্য

প্রেম ও দ্রোহের কবি নজরুল বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি

কাজী নজরুল ইসলাম

প্রেম ও দ্রোহের কবি নজরুল বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি এবং বাংলাদেশের জাতীয় কবি। একইসঙ্গে আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ হিসেবে খ্যাত। ২৪ মে তাঁর জন্মদিন উপলক্ষ্যে আমাদের এই আয়োজন ।

  • জন্ম : ২৪ মে ১৮৯৯ (১১ জ্যৈষ্ঠ ১৩০৬)।
  • মৃত্যু : ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩)।
  • জন্মস্থান : বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম ।
  • পিতা : কাজী ফকির আহমদ।
  • মাতা : জাহেদা খাতুন।
  • ডাক নাম : দুখু মিয়া, ব্যাঙাচি, নজর আলী, তারা খ্যাপা।
  • শিক্ষা : রানীগঞ্জ সিয়ারসোল রাজ স্কুলে অষ্টম থেকে দশম শ্রেণি (১৯১৫-১৭) পর্যন্ত পড়াশুনা করেন।
  • উপাধি : সাম্যের কবি, বিরহ-বেদনার কবি।
  • ছদ্মনাম : ধূমকেতু ।
  • সম্পাদিত পত্রিকা : ধূমকেতু (১৯২২), লাঙ্গল (১৯২৫), নবযুগ (১৯২০)।
  • লেটো দলে যোগদান : চাচা বজলে করিমের প্রভাবে লেটো দলে যোগ দেন। এখানে তাঁর সাহিত্যচর্চা শুরু হয়।

উল্লেখযোগ্য সাহিত্যকর্ম

  • কাব্যগ্রন্থ : অগ্নিবীণা (১৯২২), বিষের বাঁশী (১৯২৪), সর্বহারা (১৯২৬), ভাঙ্গার গান (১৯২৪), সাম্যবাদী (১৯২৫), প্রলয়শিখা (১৯৩০), দোলনচাঁপা, ছায়ানট (১৯২৪)।
  • উপন্যাস: বাঁধন-হারা (১৯২৭, প্রথম), মৃত্যুক্ষুধা (১৯৩০), কুহেলিকা (১৯৩১)।
  • নাটক : ঝিলিমিলি (১৯৩০), আলেয়া, পুতুলের বিয়ে, মধুবালা, ঝড়, বনের বেদে।
  • গানের গ্রন্থ: বুলবুল, চোখের চাতক (১৯২৯), চন্দ্রবিন্দু, গুল-বাগিচা, জুলফিকার।
  • গল্পগ্রন্থ : ব্যথার দান (১৯২২), রিক্তের বেদন (১৯২৫), শিউলিমালা (১৯৩১)।
  • প্রবন্ধগ্রন্থ : যুগবাণী (১৯২২, প্রথম), রাজবন্দীর জবানবন্দী (১৯২৩), রুদ্র-মঙ্গল, দুর্দিনের যাত্রী।
  • কবিতা সংকলন : সঞ্চিতা (১৯২৮, রবীন্দ্রনাথকে উৎসর্গকৃত)।
  • নিষিদ্ধ গ্রন্থ: বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী।
  • প্রবন্ধ : মন্দির ও মসজিদ, তুর্ক মহিলার ঘোমটা খোলা (১৯১৯, প্রথম প্রবন্ধ)।
  • জীবনীগ্রন্থ : মরুভাস্কর (১৯২৭, হযরত মুহাম্মদ স. এর জীবনী), চিত্তনামা (১৯২৫)।
  • অনুবাদ : রুবাইয়াৎ-ই ওমর খৈয়াম (১৯৩৫), কাব্য আমপারা ।
  • গল্প: রাজবন্দীর চিঠি, বাউণ্ডেলের আত্মকাহিনী, জিনের বাদশা, গদ্ম গোখরা।

পুরস্কার ও সম্মাননা

  • একুশে পদক (১৯৭৬), স্বাধীনতা পুরস্কার (১৯৭৭), জগত্তারিণী স্বর্ণপদক (১৯৪৫), পদ্মভূষণ (১৯৬০, ভারত সরকার)।
  • ডি.লিট : রবীন্দ্রভারতী (১৯৬৯), ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৭৪)।

বিশেষ তথ্য

  • কবি নজরুল সৈনিক পদে ৪৯ বাঙালি পল্টনে ছিলেন— ১৯১৭-১৯২০ সাল পর্যন্ত ‘আনন্দময়ীর আগমনে’ কবিতার জন্য নজরুলকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়— ১৯২৩ সালের ১৩ অক্টোবর।
  • বাংলা সাহিত্যে ‘মুক্তক’ ছন্দের প্রবর্তক— কাজী নজরুল ইসলাম।
  • “বিদ্রোহী’ কবিতার শতবর্ষ পূর্ণ হয়— ২০২২ সালে।
  • নজরুল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন— ১৯৪২ সালের ১০ অক্টোবর।
  • চিকিৎসার জন্য কবিকে সন্ত্রীক লন্ডনে পাঠানো হয়— ১৯৫৩ সালে ।
  • বঙ্গবন্ধু সরকার কবিকে ঢাকায় নিয়ে আসেন— ১৯৭২ সালের ২৪ মে।
  • ‘সন্ধ্যা’ কাব্যের ‘চল চল চল’ কবিতার ২১ লাইন বাংলাদেশের রণসংগীত হিসেবে গৃহীত হয়— ১৯৭২ সালের ১৩ জানুয়ারি।
  • নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় – ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি।
  • বঙ্গবন্ধু ১৯৭২ সালে ‘কবি ভবন’ নামে কবির জন্য বরাদ্দ করেন— ধানমন্ডির পুরাতন ২৮ নম্বর রোডের ৩৩০/বি নং বাড়িটি।
  • কবি ভবনে ১৯৮৫ সালে গড়ে তোলা হয়- নজরুল ইনস্টিটিউট।
  • নজরুলকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়— ১৯৮৭ সালে ।
  • নজরুলের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের ১১৭ নং কেবিনে ২০২১ সালের ২৭ আগস্ট স্থাপিত হয়— “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিকক্ষ।
  • কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গড়ে তোলা হয়— ‘নজরুল স্মৃতিকেন্দ্র’।
  • প্রতিবছর নজরুল জয়ন্তীর মূল আয়োজন হয়— কবির বিয়ে, প্রেম, বিচ্ছেদ, গ্রেপ্তার ও সমাবেশে অংশ নেওয়ার অসংখ্য স্মৃতিবিজড়িত কুমিল্লায়।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button