বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন

বৈরাগীর ভিটা অবস্থিত করতােয়া নদীর তীরে বগুড়ার মহাস্থানগড়ে।
বৈরাগীর চালা অবস্থিত গাজীপুর জেলার শ্রীপুরে ।
বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ– সিলেটের; ঢাকা-ময়মনসিহং অঞ্চলের ঐতিহ্যবাহী নাচজারি; রংপুর, রাজশাহী অঞ্চলের নৃত্য- ঝুমুর।
উয়ারি বটেশ্বর ২০১০ সালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ আবিষ্কৃত বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
নরসিংদীর বেলাবােতে অবস্থিত উয়ারি বটেশ্বরে পাওয়া গেছে ১৪০০ বছরের প্রাচীন ইট নির্মিত বৌদ্ধ পদ্মমন্দির।
সপ্তদশ শতাব্দীতে শায়েস্তা খান নির্মিত সাত গম্বুজ মসজিদটি (মূলত গম্বুজ সংখ্যা ৩টি) — ঢাকার মােহাম্মদপুরে অবস্থিত।
শালবন ও আনন্দ বিহার কুমিল্লার ময়নামতিতে, সােমপুর বিহার নওগাঁর- পাহাড়পুরে, সীতাকোট বিহার- দিনাজপুরে, মহামুনি বিহার চট্টগ্রামের রাউজানে এবং ভাসু বিহার বগুড়ারমহাস্থানগড়ে অবস্থিত।
পাহাড়পুর বৌদ্ধ বিহার নির্মিত হয়— পাল শাসনামলে, এটি নির্মাণ করেন রাজা ধর্মপাল।
এই বিভাগ থেকে আরো পড়ুন
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস
- বাংলাদেশের চলচ্চিত্র
- বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন
- বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি
- ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বিদ্রোহ ও সংস্কার
- গভর্নর জেনারেল ও ভাইসরয়দের তালিকা
- বাংলায় ইউরােপীয়দের আগমন ও শাসন
- মুঘল শাসনামলে বাংলা
- বাংলায় মুসলমান ও স্বাধীন সুলতানি শাসনামল
- বাংলার প্রাচীন জনপদ ও শাসনামল
শালবন বিহার অবস্থিত কুমিল্লার ময়নামতি ও লালমাই পাহাড়ের মধ্যবর্তী স্থানে; শালবন বিহার বিখ্যাত বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষের জন্য।
ঢাকায় অবস্থিত যে বিহার— শাক্যমুনি বিহার।
ময়নামতির নিদর্শন— বৌদ্ধ ধর্মের (৭ম শতক)।
ভােজ বিহার অবস্থিত যে জেলায় কুমিল্লা।
সােনারগাঁয়ের নামকরণ করা হয়— ঈসা খানের স্ত্রী সােনা বিবির নাম অনুসারে।
বৈরাগীর ভিটা, গােবিন্দ ভিটা, খােদার পাথর ভিটা, শীলাদেবীর ঘাট, লক্ষ্মীন্দরের মেধ, বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘর মহাস্থানগরে অবস্থিত।
পাঁচবিবির মাজার, সােনা বিবির মাজার, পঞ্চম পীরের মাজার, গিয়াসউদ্দিন আজম শাহর মাজার, পানাম নগর ও বাংলাদেশ লােকশিল্প জাদুঘর— সােনারগাঁও এ অবস্থিত।
কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থান ময়নামতি, যা রাজা মানিকচন্দ্রের স্ত্রী রানী ময়নামতির নামানুসারে নামকরণ করা হয়েছে।
আওরঙ্গবাদ দুর্গ হিসেবে পরিচিত লালবাগ কেল্লার নির্মাণ কাজ শাহজাদা মােহাম্মদ আজম শুরু করলেও শেষ করেন সুবেদার শায়েস্তা খা ।
লালবাগ কেল্লার অভ্যন্তরে অবস্থিত— সুবেদার শায়েস্তা খানের কন্যা পরিবিবির মাজার (আসল নাম ইরান দুখত)।
ঢাকার নবাব আব্দুল গণি তাঁর পুত্র আহসানউল্লাহর নামানুসারে ১৮৭২ সালে নির্মাণ করেনআহসান মঞ্জিল।
উত্তরা গণভবন অবস্থিত— নাটোর জেলায়। পানাম নগর অবস্থিত সােনারগাঁয়ে।
বিজ্ঞান জাদুঘর অবস্থিত ঢাকার আগারগাঁওয়ে।
ঢাকার বিখ্যাত তারা মসজিদের নির্মাতা মির্জা গােলাম পীর।
নুসরতশাহ নির্মাণ করেন— রাজশাহীর বাঘা মসজিদ এবং চাঁপাইনবাবগঞ্জের ছােট সােনা মসজিদ।
কুসুম্বা মসজিদ অবস্থিত নওগাঁয়, বাঘা মসজিদ অবস্থিত রাজশাহীতে ।
কান্তজীর মন্দির দিনাজপুর জেলার কান্তনগরে অবস্থিত, রামুমন্দির অবস্থিত কক্সবাজারের রামু থানায়।
রামসাগর- দিনাজপুরে, নীলসাগর- নীলফামারীতে এবং ধর্মসাগর- কুমিল্লায় অবস্থিত।
বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন— সুবেদার ইসলাম খান এবং ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন—মুর্শিদকুলী খান।
শাহ সুলতান বলখী ও শীলাদেবীর ঘাট-মহাস্থানগড়ে।
পাঁচ পীরের মাজার– সােনারগাঁয়ে।
গুরুদুয়ারা নানক শাহী যে জন্য বিখ্যাত শিখদের ধর্মীয় উপাসনালয় (অবস্থান- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে)।
বাংলাদেশের প্রাচীনতম পার্ক- বাহাদুরশাহ পার্ক।
বড় কাটরা ও ছােট কাটরা উভয়ই ঢাকার চকবাজারে অবস্থিত।
বড় কাটরার নির্মাতা শাহ সুজা এবং ছােট কাটরার নির্মাতা শায়েস্তা খান।
ঢাকা গেট এর নির্মাতা মীর জুমলা ।
হােসনি দালান এর নির্মাতা মীর মুরাদ।