বাংলাদেশের শ্রমিক
ভূমিকা :
কায়িক শ্রমের মাধ্যমে যারা জীবিকা নির্বাহ করে তারাই শ্রমিক। দেশের অর্থনীতিতে এদের বিরাট অবদান।
নানা ধরনের শ্রমিক :
শহরের কলকারখানার শ্রমিক। গ্রামের কৃষক, খেতমজুর ও মৌসুমি কৃষিশ্রমিক। এ ছাড়া রয়েছে কামার, কুমার, জেলে, মাঝি, তাঁতি, ছুতার, মুচি, কুলি, পরিবহণ শ্রমিক ইত্যাদি।
কৃষিশ্রমিক :
এ দেশের শ্রমিকদের বিপুল অংশ কৃষিতে নিয়ােজিত রয়েছে। এরা দারিদ্র্য ও বঞ্চনার শিকার।
আরো পড়ুন :
শিল্পশ্রমিক :
এ দেশের শ্রমিকরা নানা শিল্পে নিয়ােজিত। এর মধ্যে বিপুলসংখ্যক নারীশ্রমিক পােশাকশিল্পে কর্মরত। এরাও দারিদ্র্য ও বঞ্চনার শিকার।
অন্যান্য শ্রমিক :
মৃৎশিল্প, তাঁতশিল্প এবং বিভিন্ন কুটিরশিল্পের শ্রমিকরাও আজ নানা সমস্যার মুখােমুখি।
উপসংহার :
দেশের অগ্রগতির স্বার্থে শ্রমিকদের মর্যাদা ও অধিকার দিতে হবে। তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে।