আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
পিডিএফ ডাউনলোডবাংলাদেশ বিষয়াবলী

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর [পিডিএফ]

২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আটক হওয়ার ঠিক আগে। বাংলাদেশের স্বাধীনতা ঘােষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২৬ মার্চ ২০২১ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর, অর্থাৎ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। মহান স্বাধীনতার ৫০ বছরপূর্তির শুভক্ষণে প্রশ্নোত্তরে জানুন বাংলাদেশের স্বাধীনতাকে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Download Here

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস

প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা কে?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূলমন্ত্র কী ছিল?
উত্তর : জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।

প্রশ্ন : কে, কবে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন?
উত্তর : তােফায়েল আহমেদ; ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯।

আরো পড়ুন : সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৩০+ প্রশ্নোত্তর [PDF]

প্রশ্ন : কে, কবে পূর্ব পাকিস্তানের নাম ‘বাংলাদেশ’ করেন?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান; ৫: ডিসেম্বর ১৯৬৯।

প্রশ্ন : কবে, কোথায় এবং কে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন?
উত্তর : ২ মার্চ ১৯৭১; ঢাকা বিশ্ববিদ্যালয়ে; তৎকালীন ডাকসু ভিপি আ. স. ম. আব্দুর রব।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘােষণা করা হয়?
উত্তর : ৩ মার্চ ১৯৭১।

প্রশ্ন : কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
উত্তর : ৩ মার্চ ১৯৭১; ঢাকার পল্টন ময়দানে।

বাংলাদেশের স্বাধীনতা ঘােষণার সময়…

পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান
পূর্ব পাকিস্তানের গভর্নর জেনারেল টিক্কা খান
পূর্ব পাকিস্তান পুলিশের মহাপরিদর্শক (IGP) তসলিম উদ্দিন আহমেদ
জাতিসংঘের মহাসচিব উ থান্ট (মিয়ানমার)

প্রশ্ন : বঙ্গবন্ধুকে কবে গ্রেপ্তার করে করাচিতে নিয়ে যাওয়া হয়?
উত্তর : ২৬ মার্চ ১৯৭১।

প্রশ্ন : স্বাধীনতার ঘােষণাপত্রের রচয়িতা কে?
উত্তর : ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।

প্রশ্ন : স্বাধীনতার ঘােষণাপত্র পাঠ করেন কে?
উত্তর : অধ্যাপক এম. ইউসুফ আলী।

প্রশ্ন : মুক্তিযুদ্ধের প্রথম শহিদ কে?
উত্তর : শঙ্কু সমজদার (রংপুর); ৩ মার্চ ১৯৭১।

প্রশ্ন : কোন দেশ দুটির স্বাধীনতার ঘােষণাপত্র রয়েছে?
উত্তর : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

ঐতিহাসিক ছয় দফা আন্দোলন

প্রশ্ন : বাঙালি জাতির মুক্তি সনদ কী?
উত্তর : ছয় দফা।

প্রশ্ন : ছয় দফা কর্মসূচি’ কী?
উত্তর : পাকিস্তানি শাসনামলে বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের ছয়টি দাবি।

প্রশ্ন : কে, কবে এবং কোথায় ‘ছয় দফা ঘােষণা করেন?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৫ ফেব্রুয়ারি ১৯৬৬; পাকিস্তানের লাহােরে।

প্রশ্ন : আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ছয় দফা গৃহীত হয় কবে?
উত্তর : ১৮ মার্চ ১৯৬৬।

প্রশ্ন : ছয় দফাকে কীসের সাথে তুলনা করা হয়?
উত্তর : ম্যাগনাকার্টা।।

প্রশ্ন : ছয় দফার প্রথম দফা কী ছিল?
উত্তর : প্রাদেশিক স্বায়ত্তশাসন।

প্রশ্ন : ছয় দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম কী ছিল?
উত্তর : ছয়দফা আমাদের বাঁচার দাবি।

প্রশ্ন : ছয় দফা দিবস কবে?
উত্তর : ৭ জুন।

আগরতলা ষড়যন্ত্র মামলা

প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলাটির মূল শিরােনাম কী ছিল?
উত্তর : রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য।

প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে?
উত্তর : ৩ জানুয়ারি ১৯৬৮ (আসামি ৩৫ জন)।

প্রশ্ন : কবে, কোথায় আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার কাজ শুরু হয়?
উত্তর : ১৯ জুন ১৯৭৮; তৎকালীন কুর্মিটোলা সেনানিবাসে।

প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জহুরুল হককে পুলিশ হেফাজতে কবে গুলি করে হত্যা করা হয়?
উত্তর : ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯।

প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় কবে?
উত্তর : ২২ ফেব্রুয়ারি ১৯৬৯।

প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর পক্ষে প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছিলেন কে?
উত্তর : টমাস উইলিয়ামস।

১৯৬৯ সালের গণঅভ্যুত্থান

প্রশ্ন : পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থান সংগঠিত হয় কবে?
উত্তর : ১৯৬৯ সালে।

প্রশ্ন : সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?
উত্তর : ৫ জানুয়ারি ১৯৬৯। [সূত্র: বাংলাপিডিয়া]।ও ৪ জানুয়ারি ১৯৬৯ [বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি]।

প্রশ্ন : ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কয় দফা কর্মসূচি ঘােষণা করে?
উত্তর : এগারাে দফা।

প্রশ্ন : ‘এগারাে দফা’ কখন ঘােষণা করা হয়?
উত্তর : ১৪ জানুয়ারি ১৯৬৯।

প্রশ্ন : গণঅভ্যুন্থান দিবস কবে?
উত্তর : ২৪ জানুয়ারি।

প্রশ্ন : ছাত্র নেতা আসাদ পুলিশের গুলিতে নিহত হন কবে?
উত্তর : ২০ জানুয়ারি ১৯৬৯।

প্রশ্ন : আসাদ গেটের পটভূমির সাথে জড়িত কোন সাল?
উত্তর : ১৯৬৯ সাল।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম শহিদ বুদ্ধিজীবী কে?
উত্তর : ড. সৈয়দ মােহাম্মদ শামসুজ্জোহা (১৮ ফেব্রুয়ারি ১৯৬৯)।

প্রশ্ন : ড. সৈয়দ মােহাম্মদ শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন?
উত্তর : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের।

প্রশ্ন : আখতারুজ্জামান ইলিয়াস রচিত ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাস কোন পটভূমিতে রচিত?
উত্তর : ১৯৬৯’র গণঅভ্যুত্থানের।

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ

  • ভাষণকাল : ৭ মার্চ ১৯৭১।
  • ভাষণ শুরু : বিকেল ৩টা ২০ মিনিটে।
  • স্থান : রেসকোর্স ময়দান (বর্তমান সােহরাওয়ার্দী উদ্যান), রমনা, ঢাকা।
  • মােট সময় : ১৮ মিনিট, মতান্তরে – ১৯ মিনিট।
  • শব্দ সংখ্যা : ১১০৮টি।
  • ভিডিও রেকর্ডকারী : পাকিস্তান চলচ্চিত্র বিভাগের পরিচালক ও অভিনেতা আবুল খায়ের।
  • অডিও রেকর্ডকারী : এএইচ খন্দকার।
  • শব্দ ধারণ : সৈয়দ মইনুল আহসান।
  • ভাষণের মূল বক্তব্য ছিল ; স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রাম।
  • ভাষণে দাবি ছিল : ৪টি।
  • ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল : অসহযােগ আন্দোলন।
  • সংবিধানের যে তফসিলে ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত : পঞ্চম তফসিল।
  • ইউনেস্কো ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘােষণা করে : ৩০ অক্টোবর ২০১৭।

১৯৭০ সালের সাধারণ নির্বাচন

প্রশ্ন : প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?
উত্তর : বিচারপতি আব্দুস সাত্তার (পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি)।

প্রশ্ন : পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে আসন সংখ্যা ছিল কতটি?
উত্তর : ৩১০টি (এর মধ্যে সংরক্ষিত ১০টি)।

প্রশ্ন : পাকিস্তান জাতীয় পরিষদের মােট আসন সংখ্যা ছিল কত?
উত্তর : ৩১৩টি (এর মধ্যে সংরক্ষিত ছিল ১৩টি)।

প্রশ্ন : নির্বাচনে জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল?
উত্তর : ১৬৯টি (এর মধ্যে সংরক্ষিত ছিল ৭টি)।

প্রশ্ন : নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে?
উত্তর : আওয়ামী লীগ।

প্রশ্ন : নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কতটি আসন পায়?
উত্তর : ১৬৭টি।

বাংলাদেশের স্বাধীনতা ঘােষণা

প্রশ্ন : কে, কবে বাংলাদেশের স্বাধীনতা ঘােষণা করেন?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৫ মার্চ রাত বারােটার পর, অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতা ঘােষণা করেন।

প্রশ্ন : বঙ্গবন্ধু কোন সংস্থার ওয়্যারলেসের সহযােগিতা নিয়ে স্বাধীনতা ঘােষণা করেছিলেন?
উত্তর : ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর)।

প্রশ্ন : আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘােষণাপত্র জারি করা হয় কবে?
উত্তর : ১০ এপ্রিল ১৯৭১। সূত্র : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র : তৃতীয় খও, (পৃষ্ঠা : ৪)]।

প্রশ্ন : বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘােষণা’ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন?
উত্তর : এম এ হান্নান (২৬ মার্চ ১৯৭১)।

প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতার ঘােষণাপত্র কার্যকর করা হয় কোন তারিখ থেকে?
উত্তর : ২৬ মার্চ ১৯৭১।

প্রশ্ন : স্বাধীনতার ঘােষণাপত্র পাঠ করা হয় কবে?
উত্তর : ১৭ এপ্রিল ১৯৭১।

অপারেশন সার্চলাইট

প্রশ্ন : ‘অপারেশন সার্চলাইট’ কী?
উত্তর : ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে তারই নাম অপারেশন সার্চলাইট।

প্রশ্ন : ‘অপারেশন সার্চলাইট’-এর নীলনকশা তৈরি করেন কে?
উত্তর : জেনারেল ইয়াহিয়া খান।

প্রশ্ন : ১৯৭১ সালে ঢাকা শহরে ‘অপারেশন সার্চলাইট’ পরিচালনার মূল দায়িত্বে ছিলেন কে?
উত্তর : জেনারেল রাও ফরমান আলী।

বিবিধ

প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সােভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
উত্তর : আদ্রে গ্রোমিকো।

প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধের সময়ে জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?
উত্তর : সমর সেন।

বাংলাদেশের স্বাধীনতা ঘােষণার সময় বিশ্বে ক্ষমতাসীন যারা

দেশ প্রেসিডেন্ট/রানি প্রধানমন্ত্রী/সমমর্যাদা
যুক্তরাষ্ট্র রিচার্ড নিক্সন
যুক্তরাজ্য রানি দ্বিতীয় এলিজাবেথ এডওয়ার্ড হিথ
ভারত ভিভি গিরি ইন্দিরা গান্ধী
রাশিয়া নিকোলাই পদগর্নি অ্যালেক্সি কোসিগিন
চীন চৌ এন-লাই
ফ্রান্স জর্জ পম্পিডু জ্যাক চবন ডেলমাস

১৯৭১ সালের মার্চ মাসের স্মরণীয় দিন

তারিখ বার বাংলা সন
২৫ মার্চ বৃহস্পতিবার ১১ চৈত্র ১৩৭৭
২৬ মার্চ শুক্রবার ১২ চৈত্র ১৩৭৭

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.
Back to top button