নিয়োগ টিপসভিডিও

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশন (বিসিক) নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশন (বিসিক) নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। নিচের প্রশ্ন ও উত্তর গুলো রেলওয়ে ভাইভা প্রস্তুতির জন্যও কাজে আসবে। আপনারা যারা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশন (বিসিক) পরীক্ষার প্রিলিমিনারী, লিখিত ও ভাইভা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশন (বিসিক) নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

প্রশ্ন : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা গঠিত হয়—
উত্তর : ১৯৫৭ সালে।

প্রশ্ন : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার সদর দপ্তর—
উত্তর : মতিঝিল, ঢাকা।

প্রশ্ন : বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় গঠন করা হয়—
উত্তর : ১৯৭২ সালে।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম শিল্পমন্ত্রীর নাম—
উত্তর : ক্যাপ্টেন এম মনসুর আলী।

প্রশ্ন : Bangladesh Standards and Testing Institution (BSTI) প্রতিষ্ঠিত হয়—
উত্তর : ১৯৮৫ সালে।

প্রশ্ন : BSTI কবে International Organization for Standardization (ISO)-এর সদস্যপদ লাভ করে—
উত্তর : ১৯৭৪ সালে।

প্রশ্ন : Bangladesh Industrial Technical Assistance Centre (BITAC)- এর আঞ্চলিক কেন্দ্র—
উত্তর : ৫টি।

প্রশ্ন : জাতীয় উন্নয়ন সংস্থা (NPO)—
উত্তর : শিল্প মন্ত্রণালয়ের অধীন।

প্রশ্ন : Tax Holiday হলাে—
উত্তর : শিল্পায়নে উৎসাহ প্রদান অব্যাহত রাখার লক্ষ্যে প্রণীত বিধান।

প্রশ্ন : জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের (NCID) সভাপতি—
উত্তর : প্রধানমন্ত্রী।

এই বিভাগ থেকে আরো পড়ুন :

প্রশ্ন : বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপােরেশন—
উত্তর : শিল্প মন্ত্রণালয়ের অধীন।

প্রশ্ন : বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বাের্ড (BAB)—
উত্তর : শিল্প মন্ত্রণালয়ের অধীন।

প্রশ্ন : বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (BITAC) প্রতিষ্ঠিত হয়—
উত্তর : ১৯৬২ সালে।

প্রশ্ন : ব্রিটিশ বাংলার প্রথম পাটকলটি আনা হয়—
উত্তর : জর্জ অকল্যান্ড, ইংল্যান্ডের ড্যান্ডি থেকে।

প্রশ্ন : বাংলাদেশের পাটশিল্পের প্রধান কেন্দ্র—
উত্তর : নারায়ণগঞ্জ ও খুলনা।

প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম পাটকল—
উত্তর : আদমজী পাটকল।

প্রশ্ন : আদমজী পাটকল বন্ধ হয়—
উত্তর : ৩০ জুন ২০০২।

প্রশ্ন : জুটনে পাটের পরিমাণ—
উত্তর : ৭০ শতাংশ।

প্রশ্ন : জুটন আবিষ্কার করেন—
উত্তর : ড. মাে. সিদ্দিকুল্লাহ।

প্রশ্ন : বাংলাদেশ থেকে প্রথম তৈরি পােশাক রপ্তানি করা হয়—
উত্তর : ফ্রান্সে।

প্রশ্ন : বাংলাদেশের একমাত্র রেয়ন মিল অবস্থিত—
উত্তর : রাঙামাটির চন্দ্রঘােনায়।

প্রশ্ন : BCIC—এর নিয়ন্ত্রণহীন একমাত্র কাগজকল—
উত্তর : কর্ণফুলী পেপার মিলস লি.।

প্রশ্ন : কর্ণফুলী পেপার মিলস লি. অবস্থিত—
উত্তর : চন্দ্রঘােনা, রাঙামাটি।

প্রশ্ন : কর্ণফুলী কাগজকলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়—
উত্তর : বাঁশ।

প্রশ্ন : স্বাধীনতার পর রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিষ্ঠিত একমাত্র কাগজকল—
উত্তর : সিলেট পাল্প অ্যান্ড পেপার মিল।

প্রশ্ন : বাংলাদেশের সর্ববৃহৎ কাগজকল—
উত্তর : খুলনা নিউজপ্রিন্ট মিল।

প্রশ্ন : খুলনা নিউজপ্রিন্ট মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়—
উত্তর : গেওয়া কাঠ।

প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম সার কারখানা—
উত্তর : যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, জামালপুর।

প্রশ্ন : যমুনা সার কারখানা চালু হয়—
উত্তর : ২৬ ডিসেম্বর ১৯৯১

প্রশ্ন : KAFCO ইউরিয়া সার কারখানা প্রতিষ্ঠিত হয়—
উত্তর : জাপানের সহযােগিতায়।

প্রশ্ন : দেশের একমাত্র দানাদার ইউরিয়া প্রস্তুতকারী সার কারখানা—
উত্তর : যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড।

প্রশ্ন : ইউরিয়া সারের কাঁচামাল—
উত্তর : মিথেন গ্যাস।

প্রশ্ন : কাফকো (কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড) অবস্থিত—
উত্তর : আনােয়ারা, চট্টগ্রাম।

প্রশ্ন : বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা—
উত্তর : খুলনা শিপইয়ার্ড লিমিটেড।

প্রশ্ন : জিংক সালফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড অবস্থিত—
উত্তর : নাটোর (২০০৭)।

প্রশ্ন : বাংলাদেশ প্রথম জাহাজ রপ্তানি করে—
উত্তর : ১৫ মে, ২০০৮ (ডেনমার্কে)।

প্রশ্ন : বাংলাদেশ থেকে রপ্তানিকৃত প্রথম জাহাজের নাম—
উত্তর : স্টেলা মেরিস।

প্রশ্ন : খুলনা শিপইয়ার্ড লিমিটেড অবস্থিত—
উত্তর : লবণচরা, খুলনা।

প্রশ্ন : চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের অবস্থান—
উত্তর : পতেঙ্গা, চট্টগ্রাম।

প্রশ্ন : আনন্দ শিপইয়ার্ড লিমিটেড অবস্থিত—
উত্তর : নারায়ণগঞ্জে।

প্রশ্ন : বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপােরেশনের (BSFIC) নিয়ন্ত্রণাধীন চিনিকল—
উত্তর : ১৫টি।

প্রশ্ন : বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকল—
উত্তর : কেরু অ্যান্ড কোং লিমিটেড (চুয়াডাঙ্গা)

প্রশ্ন : ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তান উত্তরাধিকার সূত্রে চিনিকল লাভ করে—
উত্তর : ৬টি।

প্রশ্ন : BCIC-এর অধীন পরিচালিত দেশের একমাত্র সিমেন্ট কারখানা—
উত্তর : ছাতক কোম্পানি লিমিটেড, ছাতক, সুনামগঞ্জ।

প্রশ্ন : ম্যাচের কাঠি তৈরি হয়—
উত্তর : কদম ও গেওয়া কাঠ থেকে।

প্রশ্ন : ম্যাচের বারুদ তৈরি হয়—
উত্তর : পটাশিয়াম ক্লোরেট, রেড ফসফরাস ও সালফার দিয়ে।

প্রশ্ন : বাংলাদেশ ভূখণ্ডে প্রথম লবণ উৎপাদন শুরু করে—
উত্তর : সমুদ্র উপকূলবর্তী মালংগি নামক একশ্রেণির চাষি।

প্রশ্ন : বাংলাদেশ লােক ও কারুশিল্প ফাউন্ডেশন অবস্থিত—
উত্তর : সােনারগাঁ, নারায়ণগঞ্জ।

প্রশ্ন : বাংলাদেশ রেশম উন্নয়ন বাের্ড গঠিত হয়—
উত্তর : ২৪ ডিসেম্বর ১৯৭৭।

প্রশ্ন : বাংলাদেশ রেশম উন্নয়ন বাের্ড কার্যক্রম শুরু করে—
উত্তর : ১৯৭৮ সালে।

প্রশ্ন : তুলা উন্নয়ন বাের্ড গঠিত হয়—
উত্তর : ১৯৭২ সালে।

প্রশ্ন : দেশে সর্ববৃহৎ সিগারেট কারখানা—
উত্তর : ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (BATB)।

প্রশ্ন : BSCTC-এর পূর্ণরূপ—
উত্তর : Bangladesh Small and Cottage Industries Corporation.

প্রশ্ন : BGMEA এরপূর্ণরূপ—
উত্তর : Bangladesh Garment Manufacturers and Exporters Association.

প্রশ্ন : NPO এর পূর্ণ রূপ—
উত্তর : National Productivity Organization.

প্রশ্ন : BFAIC এর পূর্ণ রূপ—
উত্তর : Bangladesh Food and Allied Industries Corporation.

প্রশ্ন : BITAC এর পূর্ণ রূপ—
উত্তর : Bangladesh Industrial Technical Assistance Centre.

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button