বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।
১. বাংলা কাব্য রীতিকে কয় ভাগে ভাগ করা হয়?
ক. ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. কোনটিই নয়
উত্তর : ক
২. নিচের কোনটি শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস?
ক. গৃহদাহ
খ. শেষ প্ৰশ্ন
গ. পথের দাবী
ঘ. দত্তা
উত্তর : গ
৩. প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কোনটি?
ক. সবুজপত্র
খ. কালের কণ্ঠ
গ. কল্লোল
ঘ. শিখা
উত্তর : ক
৪. নিচের কোন শব্দটি ভিন্ন অর্থ প্রকাশ করে?
ক. উরগ
খ. পন্নগ
গ. দ্বিরদ
ঘ. ভুজগ
উত্তর : গ
৫. কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগের অবসান ঘটে?
ক. মুকুন্দরাম চক্রবর্তী
খ. ভারতচন্দ্র রায়গুণাকর
গ. মানিক দত্ত
ঘ. আব্দুল হাকিম
উত্তর : খ
৬. ‘কারাগারের রোজনামচা’ বইটির প্রকাশকাল কত?
ক. ১৭ মার্চ, ২০১৭
গ. ১৭ মার্চ, ২০১২
খ. ২১ ফেব্রুয়ারি, ২০১৭
ঘ. ১৬ মার্চ, ২০১৭
উত্তর : ক
৭. ‘তদ্ভব’ শব্দের উদাহরণ কোনটি?
ক. ঘোড়া
খ. আকাশ
গ. ঢেঁকি
ঘ. কলম
উত্তর : ক
৮. ব্যাঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম কি?
ক. উপসর্গ
খ. ফলা
গ. অনুবর্ণ
ঘ. বর্ণ সংক্ষেপ
উত্তর : গ
৯. ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে?
ক. উইলিয়াম কেরি
খ. রামমোহন রায়
গ. মনোএল দ্য আসসুস্পাসাঁও
ঘ. এন বি হ্যালহেড
উত্তর : ঘ
১০. শিব রাত্রির সলতে- বাগধারাটির অর্থ কী?
ক. শিবরাত্রির আলো
খ. একমাত্র সঞ্চয়
গ. একমাত্র সন্তান
ঘ. শিবরাত্রির গুরুত্ব
উত্তর : গ
১১. ‘অভিরাম’ শব্দের অর্থ কী?
ক. বিরামহীন
খ. সালিশ
গ. চলন
ঘ. সুন্দর
উত্তর : ঘ
১২. নিচের কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ?
ক. চকচক
খ. পর পর
গ. ঢং ঢং
ঘ. এলোমেলো
উত্তর : ঘ
১৩. কোন শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না?
ক. দ্বিরুক্ত শব্দে
খ. সমাসবদ্ধ শব্দে
গ. বিদেশী শব্দে
ঘ. প্রত্যয়ান্ত শব্দে
উত্তর : খ,গ
১৪. কোন বানানটি শুদ্ধ?
ক. নুন্যতম
খ. নূন্যতম
গ. ন্যূনতম
ঘ. ন্যূনতম
উত্তর : গ
১৫. ‘দুই সৈনিক’ উপন্যাসটি কার লেখা?
ক. সৈয়দ শামসুল হক
খ. আখতারুজ্জামান ইলিয়াস
গ. শওকত উসমান
ঘ. আনোয়ার পাশা
উত্তর : গ
১৬. প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে?
ক. ৩টি
গ. ৭টি
খ. ৫টি
ঘ. ৪টি
উত্তর : ঘ
১৭. নিচের কোনটিতে ‘অ’ বর্ণের সাধারণ উচ্চারণ হয়েছে?
ক. অতি
গ. অদ্য
খ. অণু
ঘ. অনেক
উত্তর : ঘ
১৮. বাংলা উপসর্গ কয়টি?
ক. ১৫টি
গ. ২১টি
খ. ২০টি
ঘ. ১০টি
উত্তর : গ
১৯. কোন রীতিতে ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গ হ্রস্বতর হয়?
ক. সাধু রীতি
খ. চলিত রীতি
গ. প্রমিত রীতি
ঘ. আঞ্চলিক রীতি
উত্তর : খ
২০. অপারেশন ক্লিনহার্ট কত তারিখ শুরু হয়েছিল?
ক. ১০ জুন, ২০০২
খ. ১৫ জুলাই, ২০02
গ. ১৭ অক্টোবর, 2002
ঘ. ১ নভেম্বর, ২০০২
উত্তর : গ
21. The word Urbane is related…. ?
ক. city life
খ. manners
গ. village life
ঘ. slum dwellers
উত্তর : খ
22. The girl sings Here sings is a –
ক. Intransitive verb
খ. Transitive verb
গ. Phrasal Verb
ঘ. Causative verb
উত্তর : ক
23. The synonym of ‘Panoramic is
ক. Scenic
গ. Limited
খ. Narrow
ঘ. Restricted
উত্তর : ক
24. Antonym of the word ‘Unwitting’ is .?
ক. Stupid
খ. Clever
গ. Intentional
ঘ. Unintentional
উত্তর : গ
25. A person with the same name as another is called ….?
ক. Anonymous
খ. Pseudonym
গ. Nickname
ঘ. Namesake
উত্তর : ঘ
26. Choose the synonym of the word ‘Reimburse”?
ক. recollect
খ. refund
গ. return
ঘ. renowned
উত্তর : খ
27. is it difficult … dispose … waste?
ক. Whre, to, for
খ. Why, with, in
গ. Why, to, of
ঘ. When, for, such
উত্তর : গ
28. ‘One who knows everything’ is-
ক. Omnipotent
খ. Omnivorous
গ. Omniscient
ঘ. Omnipresent
উত্তর : গ
29. Conflict is the feature of
ক. a poem
খ. a story
গ. a drama
ঘ. a novel
উত্তর : গ
30. The correct spelling is-
ক. attendence
খ. attendance
গ. attandance
ঘ. atendance
উত্তর : খ
31. Fuzzy is similar to-
ক. confident
খ. smart
গ. disoriented
ঘ. unmuddled
উত্তর : গ
32. The lady prides herself … her beauty.
ক. upon
খ. in
গ. of
ঘ. about
উত্তর : ক
33. Plural form of the word ‘Fish’ is-
ক. fish
খ. fishes
গ. fishs
ঘ. fish
উত্তর : ক
34. Neither he nor you … (be) found guilty.
ক. were
খ. have
গ. are
ঘ. is
উত্তর : গ
35. I am tired. I … (go) to bed now.
ক. going
খ. will go
গ. am going
ঘ.go
উত্তর : গ
36. Antonym of the word ‘rotate’ is
ক. turn
খ. spin
গ. whirl
ঘ. stay
উত্তর : ঘ
37.What is the meaning of the Phrase ‘At Large’.
ক. Confined
খ. Free
গ. Imprisoned
ঘ. Chained
উত্তর : খ
38. Which one is singular ?
ক. Agenda
খ. Hypothesis
গ. Media
ঘ. Syllabi
উত্তর : খ
39. Habitually silent or talk less is-
ক. Taciturn
খ. Servile
গ. Unequivocal
ঘ. Quiet
উত্তর : ক
40. The author of the book a ‘A Thousand Splendid Sun’ is”?
ক. Salman Rushdie
খ. Farah Ahamedi
গ. Khaled Hosseini
ঘ. Vikram Seth
উত্তর : গ
৪১. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
ক. ৪৬৫০
খ. ৪৭৫০
গ. ৪৮৫০
ঘ. ৪৯৫০
উত্তর : ঘ
৪২. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০, ৬৫, কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে?
ক. ১৪
খ. ১২
গ. ১০
ঘ. ১৬
উত্তর : খ
৪৩. করিমের আয় ব্যয় এর অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয়ের অনুপাত কত?
ক. ২০%
খ. ১৫%
গ. ২৫%
ঘ. ৩০%
উত্তর : গ
৪৪. 4x+1 = 32 হলে x এর মান কত?
ক. 4
খ. 3
গ. 3/2
ঘ. 5/2
উত্তর : গ
৪৫. দুটি সংখ্যার সমষ্টি ৭০ ও অন্তর ১০ হলে, বড় সংখ্যাটি কত?
ক. ৪০
খ. ৩৫
গ. ৩০
ঘ. 88
উত্তর : ক
৪৬. একটি সংখ্যার ৭০% থেকে ৭০ বিয়োগ করলে ফলাফল ৭০ হয়। সংখ্যাটি কত?
ক. ৩০০
খ. ৪০০
গ. ২০০
ঘ. ২৫০
উত্তর : গ
৪৭. ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ধারাটির পরের সংখ্যাটি কত?
ক. ৫৫
খ. ১৩
গ. ৩৫
ঘ. ১৬
উত্তর : ক
৪৮. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
ক. ৯
খ. 8
গ. ২
ঘ. ৩
উত্তর : ক
৪৯. একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
ক. ৭৩৫
খ. ৯৬০
গ. ৭৮৯
ঘ. ৬৭০
উত্তর : ক
৫০.একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার। এর পরিসীমা কত মিটার?
ক. ৯০
খ. ৩০
গ. ৬০
ঘ. ১২০
উত্তর : ঘ
৫১. logx324 = 4 হলে x এর মান কত?
ক. 2√2
খ. 4√2
গ. 3√2
ঘ. 4
উত্তর : গ
৫২. ২৪৫০ সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
ক. ৪
খ. ৫
গ. ৩
ঘ. ২
উত্তর : ঘ
৫৩. a – b = 7, ab= 60 হলে, a2 + b2 = কত?
ক. 180
খ. 168
গ. 169
ঘ. 170
উত্তর : গ
৫৪. দুই সমকোণ অপেক্ষা বড় এবং চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে-
ক. সম্পূরক কোণ
খ. বিপ্রতীপ কোণ
গ. স্থুল কোণ
ঘ. প্রবৃদ্ধকোণ
উত্তর : ঘ
৫৫. বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কোনটি?
ক. πr2
খ. 2πr
গ. 2π
ঘ. 2πr-1
উত্তর : ক
৫৬. একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭তম পদ ৬০ হলে ১২তম পদ কত?
ক. ২৪
খ. ৩০
গ. ৩২
ঘ. ৩৬
ব্যাখ্যা: সঠিক উত্তর: ১০৫
৫৭. ৫ এর কত শতাংশ ৭ হবে?
ক. ৪০
খ. ১২৫
গ. ৯
ঘ. ১৪০
উত্তর : ঘ
৫৮. নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম?
ক. ০.৩
খ. রুট ০.৩
গ. ১/৩
ঘ. ২/৫
উত্তর : খ
৫৯. ৪, ৮, ১৩, ১৯, ২৬, …… ধারাটির সপ্তম পদ কোনটি?
ক. ৪৩
খ. ৩৭
গ. ৩৪
ঘ. ৪১
উত্তর : ক
৬০.৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?
ক. ৪
খ. ৩
গ. ৬
ঘ. ৫
উত্তর : ক
৬১. বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়?
ক. ওয়াট আওয়ারে
খ. ওয়াটে
গ. ভোল্টে
ঘ. কিলোওয়াট ঘণ্টায়
উত্তর : ঘ
৬২. বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট নির্মাণে সহায়তাকারী দেশ কোনটি?
ক. রাশিয়া
খ. ফ্রান্স
গ. ভারত
ঘ. জার্মানি
উত্তর : ক
৬৩. মুজিববর্ষ ঘোষণা হয় কবে?
ক. ১২ জানুয়ারি, ২০১৯
খ. ১৫ আগস্ট, ১৯৭৫
গ. ৭ মার্চ, ১৯৭১
ঘ. ১৬ ডিসেম্বর, ২০২২
উত্তর : ক
৬৪. কোনটি সবচেয়ে দ্রুত কাজ করে?
ক. RAM
খ. Hard Disk
গ. Cache
ঘ. Keyboard
উত্তর : গ
৬৫. পিতলের উপাদান হলো-
ক. তামা ও টিন
খ. তামা ও নিকেল
গ. তামা ও সিসা
ঘ. তামা ও দস্তা
উত্তর : ঘ
৬৬. জাতীয় শিশু দিবস কবে?
ক. ২২ জুন
খ. ১৭ মার্চ
গ. ১৮ জুলাই
ঘ. ২৫ মে
উত্তর : খ
৬৭. পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?
ক. ডায়োট
খ. ট্রান্সফর্মার
গ. ট্রানজিস্টার
ঘ. অ্যামপ্লিফায়ার
উত্তর : খ
৬৮. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
ক. প্রতিসরণ
খ. বিচ্ছুরণ
গ. অপবর্তন
ঘ. অভ্যন্তরীণ প্রতিফলন
উত্তর : ঘ
৬৯. SWIFT কোড সাধারণত ব্যবহার করে-
ক. CIBIL
খ. Stock Exchange
গ. Banks
ঘ. Credit Agencies
উত্তর : গ
৭০. মাশরুম এক ধরনের-
ক. অপুষ্পক উদ্ভিদ
খ. পরজীবী উদ্ভিদ
গ. ফাঙ্গাস
ঘ. অর্কিড
উত্তর : গ
৭১. ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে কত?
ক. ৬.৫%
খ. ৭.৮%
গ. ৭.৫%
ঘ. ৮%
উত্তর : গ
৭২. বাংলাদেশ সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
ক. ১৪০টি
খ. ১৪৫টি
গ. ১৫৩টি
ঘ. ১৬০টি
উত্তর : গ
৭৩. সার্বজনীন পেনশন বিল-২০২৩ জাতীয় সংসদে পাস হয় কবে?
ক. ১৭ আগস্ট, ২০২৩
খ. ১৪ আগস্ট, ২০২৩
গ. ২৪ জানুয়ারি, ২০২৩
ঘ. ২৫ জুন, ২০২৩
উত্তর : গ
৭৪. পাল শাসনামলের ঐতিহাসিক পুরাকীর্তি ‘জগদ্দল বিহার’ কোথায় অবস্থিত?
ক. বগুড়া
খ. কুমিল্লা
গ. নওগাঁ
ঘ. রাজশাহী
উত্তর : গ
৭৫. ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কী?
ক. চন্দ্রযান-৩
খ. চন্দ্রযান-২
গ. বিক্রম
ঘ. অশোক
উত্তর : ক
৭৬. আসিয়ান রিজিওনাল ফোরাম ( AFR) এর সদস্য কত?
ক. ২৬
খ. ২৭
গ. ২৮
ঘ. ২৯
উত্তর : খ
৭৭. ফিলিস্তিনের মাতৃভূমিতে কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৮
খ. ১৯৫০
গ. ১৯৬৭
ঘ. ১৯৭০
উত্তর : ক
৭৮. আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে?
ক. ৫ জুলাই
খ. ২১ মার্চ
গ. ৫ জুন
ঘ. ২১ জুন
উত্তর : গ
৭৯.পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে?
ক. ২৫ মে, ২০২২
খ. ২৫ জুন, ২০২২
গ. ১৬ ডিসেম্বর, ২০২২
ঘ. ১৭ মে, ২০২২
উত্তর : খ
৮০. বাংলাদেশে কয়টি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আছে?
ক. ৫টি
খ. ৭টি
গ. ৬টি
ঘ. ৮টি
উত্তর : গ
Leave a Comment