বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর [PDF]
বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর [PDF] একসাথে নিচে দেওয়া হলো। প্রশ্নগুলো বিভিন্ন বিভিন্ন নির্বাচনী পরীক্ষার প্রশ্ন থেকে সংগ্রহ করা হয়েছে শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। আসা করি পিডিএফটি ডাউনলোড করে রাখলে আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন নিচের লিঙ্ক থেকে পিডিএফটি ডাউনলোড করে নেওয়া যাক।এরকম আরো পিডিএফ পেতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। পোস্টটি শেয়ার করে আপনার সহযোগীদের পড়ার সুযোগ করে দেন।
বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর গুলো পড়ুন
প্রশ্ন : ‘শূন্যপুরাণ’ কি ?
উত্তর : গদ্য-পদ্য মিশ্রিত চম্পুকাব্য।
প্রশ্ন : একটি সম্পূর্ণ মঙ্গলকাব্যে সাধারণত কতটি অংশ থাকে?
উত্তর : ৫টি।
প্রশ্ন : শ্রীচৈতন্যদেবের জীবনীগ্রন্থকে বলা হয়
উত্তর : কড়চা।
প্রশ্ন : মুকুন্দদাস চক্রবর্তীকে আখ্যায়িত করা হয়
উত্তর : দুঃখ বর্ণনার কবি হিসেবে।
প্রশ্ন : ‘নৌকাডুবি’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি
উত্তর : উপন্যাস।
প্রশ্ন : ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটি
উত্তর : ভাষা আন্দোলনভিত্তিক।
প্রশ্ন : আল মাহমুদ রচিত ‘পানকৌড়ির রক্ত’
উত্তর : ছােটগল্প গ্রন্থ।
প্রশ্ন : ‘আবােল-তাবােল’ গ্রন্থের লেখক
উত্তর : সুকুমার রায়।
প্রশ্ন : ‘বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান’ এর সম্পাদক
উত্তর : আহমদ শরীফ।
প্রশ্ন : সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন
উত্তর : সিকানদার আবু জাফর।
প্রশ্ন : ‘মােস্তফা চরিত’ গ্রন্থের রচয়িতা
উত্তর : মওলানা আকরম খাঁ।
প্রশ্ন : ‘রেখাচিত্র’ আবুল ফজলের
উত্তর : আত্মজীবনীমূলক রচনা।
প্রশ্ন : ‘এসাে বিজ্ঞানের রাজ্যে’ এর লেখক
উত্তর : আব্দুল্লাহ আল মুতী শরফুদ্দিন।
প্রশ্ন : ‘আমি বীরাঙ্গনা বলছি’ গ্রন্থের লেখক
উত্তর : ড. নীলিমা ইব্রাহীম।
প্রশ্ন : ‘বিচারক’ উপন্যাসটির রচয়িতা
উত্তর : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস
উত্তর : দুর্গেশনন্দিনী।
প্রশ্ন : বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা
উত্তর : প্রভাবতী সম্ভাষণ।
প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক
উত্তর : শর্মিষ্ঠা।
প্রশ্ন : মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’
উত্তর : পত্রকাব্য।
প্রশ্ন : দীনবন্ধু মিত্র অধিক পরিচিত
উত্তর : নাট্যকার রূপে।
প্রশ্ন : ‘উদাসীন পথিকের মনের কথা’ রচনাটি
উত্তর : মীর মশাররফ হােসেন রচিত।
প্রশ্ন : বাংলা সমবেত কণ্ঠ সংগীতের প্রবর্তক
উত্তর : দ্বিজেন্দ্রলাল রায়।
প্রশ্ন : ‘নারীর মূল্য’ প্রবন্ধটি শরৎচন্দ্র রচনা করেছিলেন
উত্তর : অনীলা দেবী ছদ্মনামে।
প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ
উত্তর : কৃপার শাস্ত্রের অর্থভেদ।
প্রশ্ন : বসন্তরঞ্জন রায়ের উপাধি ছিল
উত্তর : বিদ্বদ্বল্লভ।
প্রশ্ন : বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা
উত্তর : চণ্ডীদাস।
প্রশ্ন : আদি মঙ্গলকাব্য হিসেবে পরিচিত
উত্তর : মনসামঙ্গল।
প্রশ্ন : ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের প্রধান চরিত্র
উত্তর : কালকেতু।
প্রশ্ন : ‘অন্নদামঙ্গল’ ধারার প্রধান কবি
উত্তর : ভারতচন্দ্র রায়গুণাকর।
প্রশ্ন : অন্নদামঙ্গল কাব্য বিভক্ত
উত্তর : তিন খণ্ডে।
প্রশ্ন : ‘গােপীচাঁদের সন্ন্যাস’র রচয়িতা
উত্তর : শুকুর মুহাম্মদ।