পদের শ্রেণীবিভাগ

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

Some important questions and answers from Bangla 2nd paper for university admission preparation

বাংলা দ্বিতীয় পত্র

  • বাংলার অধিবাসীগণ যে ভাষাভাষী ছিল- অস্ট্রিক।
  • যে লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি হয়েছে- ব্রাহ্মী লিপি।
  • ণ-ত্ব বিধান ও য-ত্ব বিধান ব্যাকরণের যে অংশে আলােচিত হয়- ধ্বনিতত্ত্ব।
  • বাংলা ভাষার যে রীতি সুনির্দিষ্ট ব্যাকরণের নিয়ম অনুসরণ করে- সাধু ভাষা।
  • বাংলা ভাষায় খাটি বাংলা উপসর্গ রয়েছে- ২১টি।

ধ্বনি

  • ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় আবশ্যিকভাবে আগমন ঘটে- স্বরধ্বনির।
  • বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধ্বনিকে বলা হয়- ঘােষ ধ্বনি।
  • ঐ এবং ঔ যে ধরনের ধ্বনি- যৌগিক স্বরধ্বনি।
  • বাংলা ভাষায় বর্গীয় ধ্বনি- ২৫টি।
  • বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা- ৪১টি।
  • তাড়নজাত ব্যঞ্জনধ্বনি- ড়, ঢ়।

শব্দ

  • উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ- পাঁচ প্রকার।
  • বাংলা ভাষায় যে রীতিতে তৎসম শব্দের ব্যবহার বেশি- সাধু রীতিতে।
  • অর্থবােধক ধ্বনিকে বলা হয়- শব্দ।
  • অণু শব্দের বিশেষণরূপ—আণবিক।

এই বিভাগ থেকে আরো পড়ুন

সন্ধি

  • অনুচ্ছেদ = অনু+ ছেদ।
  • উদঘাটন= উৎ + ঘাটন।
  • সংগঠন = সম + গঠন
  • উত্থাপন = উৎ + স্থাপন।
  • পুনরায় = পুনঃ + আয়।
  • নমস্কার = নমঃ + কার।
  • আবিষ্কার = আবিঃ + কার।
  • মনােহর = মনঃ + হর।
  • পুরস্কার = পুরঃ +কার।

সমাস

  • আসল-নকল = দ্বন্দ্ব।
  • জলে-স্থলে = অলুক দ্বন্দ্ব।
  • মহানবী = কর্মধারয় ।
  • জ্ঞানশূন্য = তৃতীয়া তৎপুরুষ
  • রাজপুত্র = ষষ্ঠী তৎপুরুষ।
  • বর্ণচোরা = উপপদ তৎপুরুষ।
  • বিপত্নীক = বহুব্রীহি
  • হাতাহাতি = ব্যতিহার বহুব্রীহি।
  • সাত সমুদ্র = দ্বিগু।
  • উপকূল = অব্যয়ীভাব।

প্রত্যয়

  • মাধব = মধু + ষ্ণ।
  • সাম্য = সম্ + য।
  • মহিমা = মহৎ + ইমন।
  • পঙ্কিল = পঙ্ক + ইল।
  • বায়বীয় = বায়ু + নীয় ।
  • হৈমন্তিক = হেমন্ত + ষ্ণিক ।
  • দীপ্যমান = দীপ + শান।
  • ক্রেতা = ক্রী + তৃছ।
  • পূজক = পূজি + ণক।

কারক

  • ঘােড়ায় গাড়ি টানে- কর্তৃকারকে ৭মী ।
  • স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না- অপাদানে শূন্য।
  • জিজ্ঞাসিব জনে জনে– কর্মে ৭মী।
  • সুতায় কাপড় হয় না- করণে ৭মী।
  • তিলে তৈল আছে- অধিকরণে ৭মী।
  • ভিক্ষকে ভিক্ষা দাও- সম্প্রদানে ৪র্থী।
  • ডাক্তার ডাক- কর্মে শূন্য।
  • বাঁশি বাজে- কর্তায় শূন্য।

সমার্থক শব্দ

  • মেঘ : বারিদ, জলদ, জীমূত, অমুদ, নীরদ।
  • ভ্রমর : অলি, মধুকর, ভৃঙ্গ, শিলীমুখ, মধুলিট, মৌমাছি।
  • বিদ্যুৎ : বিজলি, তড়িৎ, সৌদামিনী, চপলা, ক্ষণপ্রভা, শম্পা।
  • পঙ্কজ : কমল, উৎপল, শতদল, অরবিন্দ, কুমুদ, পন্ন।

বাগধারা

  • অগ্নিপরীক্ষা- কঠিন পরীক্ষা।
  • আকাশ কুসুম- অসম্ভব কল্পনা।
  • আক্কেল গুড়ুম- হতবুদ্ধি।
  • এলাহী কাণ্ড- বিরাট আয়ােজন।
  • কূপমণ্ডুক- ঘরকুনো/ সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন।
  • পালের গােদা- দলপতি।
  • মণিকাঞ্চল যােগ- উপযুক্ত মিলন।

বিপরীত শব্দ

  • নশ্বর- অবিনশ্বর।
  • উৎকর্য- অপকর্ষ ।
  • অনুকুল- প্রতিকূল।
  • আপদ- নিরাপদ
  • আমদানি- রপ্তানি।
  • কোমল- কর্কশ
  • বর্ধমান- ক্ষীয়মাণ।
  • নিন্দা- প্রশংসা ।
  • জাগরিত- নিদ্রিত।
  • সরস- নীরস।

পারিভাষিক শব্দ

  • Deadlock- অচলাবস্থা।
  • Quota- যথাংশ।
  • Nationalism- জাতীয়তাবাদ।
  • Up-to-date- হালনাগাদ।
  • Anatomy- অঙ্গব্যবচ্ছেদ বিদ্যা।
  • Hybrid- সংকর।
  • Civil Society- সুশীল সমাজ।
  • Superstition- কুসংস্কার ।
  • Monitoring- পরিবীক্ষণ
  • Epic– মহাকাব্য।

বাক্য সংকোচন

  • ইতিহাস রচনা করেন যিনি- ঐতিহসিক।
  • যে দিনে একবার আহার করে- একাহারী।
  • যা নিবারণ করা কষ্টকর- দুর্নিবার।
  • যা সাধারণের মধ্যে দেখা যায় না- অনন্যসাধারণ।
  • সমুখে সর হয়ে অভ্যর্থনা- প্রত্যুদামন।
  • আপনাকে কেন্দ্র করে যার চিন্তা- আত্মকেন্দ্রিক।
  • যার উপস্থিত বুদ্ধি আছে- প্রত্যুৎপন্নমতি।
  • চক্ষুর সমুখে সংঘটিত- চাক্ষুষ।

Related Post