বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বিষয়ভিত্তিক গুরুত্ব প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই গুরুত্বপূর্ণ।
প্রশ্ন : ডুরান্ড লাইন সীমারেখা যে দুটি দেশের মধ্যে অবস্থিত
উত্তর : পাকিস্তান ও আফগানিস্তান ৷
প্রশ্ন : আয়তনে বিশ্বের বৃহত্তম মহাসাগরের নাম
উত্তর : প্রশান্ত মহাসাগর ।
প্রশ্ন : বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল
উত্তর : কনস্টান্টিনোপল ।
প্রশ্ন : যুক্তরাষ্ট্রে প্রথম আধুনিক জনশুমারি পরিচালিত হয়
উত্তর : ১৭৯০ সালে ।
প্রশ্ন : হিথ্রো বিমানবন্দর অবস্থিত
উত্তর : যুক্তরাজ্যে।
প্রশ্ন : All the News that is Fit to Print যে পত্রিকার সাথে সংশ্লিষ্ট
উত্তর : দ্য নিউইয়র্ক টাইমস
প্রশ্ন : মিসরের প্রেসিডেন্টের বাসভবনের নাম
উত্তর : রাম আলটিন প্যালেস ।
প্রশ্ন : পেন্টাগন যে নদীর তীরে অবস্থিত
উত্তর : পটোম্যাক ।
প্রশ্ন : পলমল হলো
উত্তর : লন্ডনের একটি পথের নাম ৷
আরো পড়ুন : বিসিএস প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্নোত্তর
প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন
উত্তর : উইনস্টন চার্চিল ।
প্রশ্ন : Four Freedoms Speech-এর সাথে সম্পৃক্ত
উত্তর : থিওডোর রুজভেল্ট।
প্রশ্ন : বিপ্লবী চে গুয়েবারা পেশায় ছিলেন
উত্তর : চিকিৎসক।
প্রশ্ন : বিখ্যাত স্কুল অব ফিলোসফি সায়েন্সের প্রতিষ্ঠাতা
উত্তর : এরিস্টটল ।
প্রশ্ন : নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে
উত্তর : থমাস গ্রেসাম ।
প্রশ্ন : প্রথম বর্ণমালা উদ্ভাবন করেন
উত্তর : ফিনিশীয়রা
প্রশ্ন : ফিনিশীয় সভ্যতার বর্ণমালাগুলো
উত্তর : বর্তমান কালের ব্যঞ্জনবর্ণের সাথে মিল রয়েছে।
প্রশ্ন : MQ-9 Reaper, X47B যে দেশের ড্রোনের নাম
উত্তর : যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : যে চুক্তির মাধ্যমে ইউরোপোল সৃষ্টি হয়
উত্তর : ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে।
প্রশ্ন : ডেটন চুক্তির লক্ষ্য ছিল
উত্তর : বসনিয়া যুদ্ধের অবসান ঘটানো।
প্রশ্ন : আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা (IFC) প্রতিষ্ঠিত হয়
উত্তর : ২০ জুলাই ১৯৫৬।
প্রশ্ন : বিশ্বব্যাংকের দুর্নীতি বিরোধী ইউনিট
উত্তর : ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্ট ।
প্রশ্ন : OPCW’র পূর্ণরূপ
উত্তর : Organization for the Prohibition of Chemical Weapons
প্রশ্ন : আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষ’ (ISA) এর সদরদপ্তর অবস্থিত
উত্তর : কিংস্টন, জ্যামাইকা
প্রশ্ন : FINA
উত্তর : Federation and International de-nation Amateur
প্রশ্ন : অস্কার পুরস্কারের অন্য নাম
উত্তর : একাডেমি অ্যাওয়ার্ড
প্রশ্ন : অর্থনীতিতে নোবেল জয়ী প্রথম নারী
উত্তর : ইলিনর অস্ট্রম ।
প্রশ্ন : ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে ইউরো মুদ্রা চালু হয়
উত্তর : ১ জানুয়ারি ১৯৯৯ ।
প্রশ্ন : ইউরোপীয় ইউনিয়নের সংস্কারবিষয়ক লিসবন চুক্তি স্বাক্ষরিত হয়
উত্তর : ১৩ ডিসেম্বর ২০০৭।
প্রশ্ন : নোবেল জয়ী প্রথম মুসলিম নারী
উত্তর : শিরিন এবাদি (ইরান) ।
প্রশ্ন : World Food Programme (WFP)-এর সদর দপ্তর
উত্তর : রোম, ইতালি ।
প্রশ্ন : জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন চুক্তি কার্যকর হয়
উত্তর : ১৬ নভেম্বর ১৯৯৪ ।
প্রশ্ন : UNRISD’র সদর দপ্তর অবস্থিত
উত্তর : জেনেভা, সুইজারল্যান্ড ।
প্রশ্ন : কমনওয়েলথভুক্ত দেশসমূহের ডিপ্লোমেটিক কর্মকর্তাদের বলা হয়
উত্তর : হাইকমিশনার।
প্রশ্ন : Gulf Cooperation Council (GCC) এর সদস্য দেশ
উত্তর : ৬টি ।
প্রশ্ন : ASEM প্রতিষ্ঠার উদ্দেশ্য
উত্তর : দুটি মহাদেশের জনগণের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন করা ।
প্রশ্ন : ‘দ্য ওয়েলথ অব নেশনস্’ গ্রন্থের রচয়িতা
উত্তর : অ্যাডাম স্মিথ
প্রশ্ন : ১৯৬৫ সালে স্বাধীনতা লাভের পূর্বে সিঙ্গাপুর যে দেশের অংশ ছিল
উত্তর : মালয়েশিয়া
প্রশ্ন : ‘গ্রিনল্যান্ড’-এর মালিকানা যে দেশের
উত্তর : ডেনমার্ক ।
প্রশ্ন : ‘তাস’ যে দেশের সংবাদ সংস্থা
উত্তর : রাশিয়া ।
প্রশ্ন : হারারের পূর্ব নাম
উত্তর : সলসব্যারী
প্রশ্ন : পূর্বে যে দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল
উত্তর : থাইল্যান্ড ।
প্রশ্ন : ‘লাইন অব কন্ট্রোল’ যে দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে
উত্তর : ভারত ও পাকিস্তান
প্রশ্ন : ‘গ্রেট হল’ অবস্থিত
উত্তর : ব্রিটেন।
প্রশ্ন : কার্ল মার্কস যে দেশে মৃত্যুবরণ করেন
উত্তর : যুক্তরাজ্য ।
প্রশ্ন : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর শীর্ষ পদটি
উত্তর : প্রশাসক ।
প্রশ্ন : যুক্তরাষ্ট্র এককভাবে Anti-Ballistic Missile (ABM) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে
উত্তর : ১৩ জুন ২০০২ ।
প্রশ্ন : আরব লীগ প্রতিষ্ঠা পায়
উত্তর : ২২ মার্চ ১৯৪৫ ।
প্রশ্ন : ‘Law of the Sea Convention’ DP অনুযায়ী, উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone’ হিসেবে গণ্য
উত্তর : ২০০ নটিক্যাল মাইল ।
প্রশ্ন : ‘Black Lives Matter ́ হলো
উত্তর : বর্ণবাদ বিরোধী আন্দোলন ।
প্রশ্ন : মাথাপিছু গ্রিনহাউজ গ্যাস উদগিরণে সবচেয়ে বেশি দায়ী যে দেশ
উত্তর : যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : Special Drawing Rights (SDR) সুবিধা প্রবর্তনের জন্য IMF-এর গঠনতন্ত্র সংশোধন করা হয়
উত্তর : ১৯৬৯।
প্রশ্ন : ফলকেটিং যে দেশের আইন সভা
উত্তর : ডেনমার্ক ।
প্রশ্ন : ন্যাশনাল লীগ ফর ডেমোক্রসি (NLD) যে দেশের রাজনৈতিক দল
উত্তর : মিয়ানমার ।
প্রশ্ন : জাতিসংঘ সমুদ্র আইন স্বাক্ষরিত হয়
উত্তর : ১৯৮২ সালে ।
প্রশ্ন : BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম
উত্তর : New Development Bank (NDB)।
প্রশ্ন : সামরিক ভাষায় ‘WMD অর্থ
উত্তর : Weapons of Mass Destruction
প্রশ্ন : মায়া সভ্যতা বিশ্বের যে অঞ্চলে বিরাজমান ছিল
উত্তর : মধ্য আমেরিকা ।
প্রশ্ন : জাতিসংঘের যে সংস্থা বার্ষিক ‘বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে
উত্তর : World Bank।
Leave a Comment