বিসিএস প্রস্তুতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই গুরুত্বপূর্ণ।
প্রশ্ন : ২৪তম বিশ্বকাপ ফুটবলের মূল আয়োজক দেশ
উত্তর : মরক্কো, স্পেন ও পর্তুগাল ।
প্রশ্ন : ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন
উত্তর : জন ফসে ।
প্রশ্ন : ২০২৩ সালে বৈশ্বিক ক্ষুদা সূচকে সর্বনিম্ন দেশ
উত্তর : মধ্য আফ্রিকান প্ৰজাতন্ত্ৰ ৷
প্রশ্ন : আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) প্রথম নারী মহাসচিব
উত্তর : অ্যামি ই পোপ ।
প্রশ্ন : ইউরোপীয় ইউনিয়ন (EU) আমদানি করা ইস্পাত ও সিমেন্টের ওপর কার্বন ডাই-অক্সাইড নির্গমন শুল্ক আরোপ চালু হয়
উত্তর : ১ অক্টোবর ২০২৩।
প্রশ্ন : ইসরায়েল ‘অপারেশন আয়রন সোর্ডস’ নামে গাজায় নির্বিচারে হামলা চালায়
উত্তর : ৭ অক্টোবর ২০২৩ ।
প্রশ্ন : ২০২৩ সালে ১৯তম নারী হিসেবে শান্তিতে নোবেল লাভ করেন
উত্তর : নার্গিস মোহাম্মদি ।
আরো পড়ুন : বিসিএস প্রস্তুতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
প্রশ্ন : মালয়েশিয়ার নতুন রাজার নাম
উত্তর : ইব্রাহীম সুলতান ইস্কান্দার ।
প্রশ্ন : আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এর বর্তমান সদস্য দেশ
উত্তর : ১২৪টি।
প্রশ্ন : আন্তর্জাতিক ক্রিকেটে টাইমড আউট হওয়া প্রথম ক্রিকেটার
উত্তর : অ্যাঞ্জেলা ম্যাথিউস ।
প্রশ্ন : ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে
উত্তর : ৫ নভেম্বর ২০২৪।
প্রশ্ন : COP28 অনুষ্ঠিত হয়
উত্তর : দুবাই, সংযুক্ত আরব আমিরাত
প্রশ্ন : ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের বর্তমান সদস্য
উত্তর : ১৮০টি।
প্রশ্ন : বৈশ্বিক টিকা কার্যক্রম সংস্থা কোভ্যাক্স (COVAX) কার্যক্রম বন্ধ করে দেয়
উত্তর : ৩১ ডিসেম্বর ২০২৩।
প্রশ্ন : সংযুক্ত আরব আমিরাত-কলম্বিয়া CEPA চুক্তি স্বাক্ষরিত হয়
উত্তর : ২ ডিসেম্বর ২০২৩।
প্রশ্ন : FAO’র বর্ষপঞ্জি ২০২৩ অনুযায়ী, আলু উৎপাদনে শীর্ষ দেশ
উত্তর : চীন ।
প্রশ্ন : কুয়েতের বর্তমান আমির হলো
উত্তর : শেখ মিশেল আল-আহমেদ আল সাবাহ্
প্রশ্ন : ১৭ ডিসেম্বর ২০২৩ উদ্বোধন করা বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন
উত্তর : সুরাট ডায়মন্ড বোর্স ।
প্রশ্ন : বিশ্বে বর্তমানে স্বল্পোন্নত দেশ (LDC) রয়েছে
উত্তর : ৪৫টি।
প্রশ্ন : ভ্লাদিমির ইলিচ উইলিয়ানভ লেলিনের মৃত্যুর শতবর্ষ পালিত হয়
উত্তর : ২১ জানুয়ারি ২০২৪।
প্রশ্ন : বিশ্বে প্রথমবারের মতো ম্যালেরিয়ার গণ-টিকাদান কর্মসূচি শুরু হয়
উত্তর : ক্যামেরুনে ।
প্রশ্ন : তুরস্কের প্রথম নভোচারী হিসেবে মহাকাশে যান
উত্তর : আলপার গেজারভচি ।
প্রশ্ন : ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু উদ্বোধন করা হয়
উত্তর : ১২ জানুয়ারি ২০২৪।
প্রশ্ন : ‘স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন’ যে দেশের চন্দ্রযান
উত্তর : জাপান ।
প্রশ্ন : ১৩তম ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়
উত্তর : অস্ট্রেলিয়া।
Leave a Comment