বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিভিন্ন পদের প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ২৪ ফেব্রুয়ারি ২০২৪। এই দিন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর ইন্সপেক্টর, সিনিয়র অফিসার ও নিরাপত্তা কর্মকর্তার পরীক্ষা অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ প্রশ্নের সমাধান নিচে দেওয়া হলো। আসা এটা আপনার জন্য সহায়ক হবে।
১. বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় কত শতকে?
ক. ১৮
খ. ১৭
গ. ১৯
ঘ. ২০
উ. গ
২. ‘চর্যাপদ’ এর প্রাপ্তিস্থান কোথায়?
ক. বাংলাদেশ
খ. নেপাল
গ. উড়িষ্যা
ঘ. ভুটান
উ. খ
৩. ‘মর্সিয়া’ কি?
ক. আনন্দ গীতি
খ. চমাক গীতি
গ. শোক গীতি
ঘ. পল্লী গীতি
উ. গ
৪. ‘লিপিমালা’ রচনা করেছেন কে?
ক. কাশীরাম দাস
খ. রামরাম বসু
গ. দ্বিজরামাদেব
ঘ. মুক্তরাম সেন
উ. খ
৫. ‘প্রাকৃত’ শব্দটির অর্থ-
ক. প্রকৃত
খ. যথার্থ
গ. যা করা হয়েছে
ঘ. স্বাভাবিক
উ. ঘ
৬. সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় ‘ঋ’ কোন বর্ণের মধ্যে রক্ষিত?
ক. উষ্ম বর্ণ
খ. স্বরবর্ণ
গ. ব্যঞ্জন বর্ণ
ঘ. ঘোষ বর্ণ
উ. খ
৭. ‘দুঃখ’ কোন প্রকার বিশেষ্য পদ?
ক. সংজ্ঞাবাচক
খ. গুণবাচক
গ. ভাববাচক
ঘ. জাতিবাচক
উ. খ
৮. খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
ক. পরা
খ. ইতি
গ. অধি
ঘ. পরি
উ. খ
৯. ‘ফোঁড়ন’ শব্দটি গঠিত হয়েছে-
ক. প্রত্যয়যোগে
খ. সমাসযোগে
গ. উপসর্গযোগে
ঘ. সন্ধিযোগে
উ. ক
১০. কোনটি প্রথমা বিভক্তির বহুবচন?
ক. এর
খ. এরা
গ. দিগকে
ঘ. দিগের
উ. খ
১১. ‘বঙ্গীয় শব্দকোষ’ এর প্রণেতা-
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. মুহম্মদ হাবিবুর রহমান
গ. হরিচরণ বন্দ্যোপাধ্যায়
ঘ. ফাদার ম্যানুএল
উ. গ
১২. ‘Amplitude’ বাংলা পরিভাষা কোনটি?
ক. বিস্তৃত
খ. বিস্তার
গ. প্রসার
ঘ. প্রসারিত
উ. খ
১৩. ঋতু পরিবর্তনের সাথে বায়ুর যে দিক পরিবর্তন হয়, তাকে কি বলে?
ক. অয়নবায়ু
খ. প্রত্যয়ন বায়ু
গ. মৌসুমী বায়ু
ঘ. স্থানীয় বায়ু
উ. গ
১৪. বাংলাদেশের সংবিধানের সপ্তদশ সংশোধনী পাশ হয় কবে?
ক. ৮ জুলাই, ২০১৮
খ. ১২ জুলাই, ২০১৮
গ. ৮ আগস্ট, ২০১৮
ঘ. ১২ আগস্ট, ২০১৮
উ. ক
১৫. ‘দেশান্তর’ কোন সমাসের উদাহরণ?
ক. বহুব্রীহি
খ. কর্মধারয়
গ. নিত্য সমাস
ঘ. অলুক তৎপুরুষ সমাস
উ. গ
১৬. ‘অহরহ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. অহ+রহ
খ. অহঃ+রহ
গ. অহঃ+অহ
ঘ. অহ+অহ
উ. গ
১৭. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি?
ক. ৭টি
খ. ৯টি
গ. ৮টি
ঘ. ১০টি
উ. ঘ
১৮. ‘মনীষা’ শব্দের বিপরীত শব্দ?
ক. নির্বোধ
খ. প্ৰভা
গ. মনন্বিতা
ঘ. স্থিরতা
উ. ক
১৯. শব্দ ও ধাতুর মূলকে বলে-
ক. বিভক্তি
খ. ধাতু
গ. প্রকৃতি
ঘ. কারক
উ. গ
২০. কোন বাক্যে ক্রিয়া অনুক্ত?
ক. খুব শীত লাগছে।
খ. মনটা ভালো নেই আমার।
গ. করিম স্কুলে যায়।
ঘ. আজ প্রচণ্ড গরম।
উ. ঘ
২১. xyz = 280 হলে কোনটি y এর মান হতে পারে না?
ক. 0
খ. 5
গ. 3
ঘ. 2
উ. ক
২২. x ও y উভয় বিজোড় সংখ্যা হলে, নিচের কোনটি জোড় সংখ্যা?
ক. xy
খ. x + y
গ. x + y + 1
ঘ. xy + 4
উ. খ
২৩. ০.১, ০.০০০৯, ০.০২০ এবং ০.০০১ সংখ্যাগুলোর বৃহত্তম সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাকে গুণ করলে গুণফল হবে-
ক. ০.০০০০৯
খ. ০.০০০৩
গ. ০.০০১৮
ঘ. ০.০০০১৮
উ. ক
২৪. একটি রাশি অপর একটি রাশির ৬৪% হলে, রাশি দুটির অনুপাত কত হবে?
ক. ১৪ ১৫
খ. ১৬ : ২৫
গ. ১৩ : 25
ঘ. ১২ : ২৪
উ. খ
২৫. একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট, সংখ্যাটি কত?
ক. ৩৪০
গ. ৩৪৪
খ. ৩৪২
ঘ. ৩৪১
উ. ঘ
২৬. তিনটি সংখ্যা জোড়ায় জোড়ায় যোগ করলে যোগফল ২0, ২৭ এবং ২৩ হয়। সংখ্যা তিনটি কত?
ক. ৬, ৪ এবং ১৫
খ. ৯, ১১ এবং ১৪
গ. ১০, ৮ এবং ১৭
ঘ. ৮, ১২ এবং ১৫
উ. ঘ
২৭. x এর মান 2 থেকে হ্রাস পেয়ে -2 হলে, নিচের কোনটি অবশ্যই বৃদ্ধি পাবে?
ক. 1/x – 3
খ. 1 + 1/x
গ. 5 – x2
ঘ. 2 + x
উ. ক
২৮. √2 সংখ্যাটি একটি-
ক. স্বাভাবিক সংখ্যা
খ. মূলদ সংখ্যা
গ. অমূলদ সংখ্যা
ঘ. পূর্ণ সংখ্যা
উ. গ
২৯. দুই অংক বিশিষ্ট সংখ্যার অংকদ্বয় স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল ১২ হলে, সংখ্যাটি কত হবে?
ক. ৩৯
খ. ৫৭
গ. ৯৩
ঘ. ৭৫
উ. ক
৩০. একটি বইয়ের মূল্য ২৪ টাকা। এই মূল্য বই তৈরির ব্যায়ের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন?
ক. ৬
খ. ৭
গ. ৫
ঘ. ৯
উ. ক
৩১. x2 + x – 20 এর উৎপাদকে বিশ্লেষণ কত হবে?
ক. (x – 5) (x – 4 )
খ. (x + 5) (x – 4 )
গ. (x – 5) (x + 4 )
ঘ. (x + 5) (x + 4 )
উ. খ
৩২. দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কি কি?
ক. ৭ ও ১১
খ. ১২ ও ১৮
গ. ১০ ও ২৪
ঘ. ১০ ও ১৬
উ. ঘ
৩৩. ২৫০ মি.লি আয়তনের পানির ওজন কত কেজি?
ক. ২৫০
খ. ০.২৫
গ. ২.৫০
ঘ. ২৫.০০
উ. খ
৩৪. ১৮ কেজি ভরের বস্তুর ওজন চাঁদে কত নিউটন হবে?
ক. ২৯.৪
খ. ১৯.৪
গ. ৩৯.৪
ঘ. ৪৯.৪
উ. ক
৩৫. ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-
ক. ৩১৪৭
খ. ২২৮৭
গ. ২৯৮৭
ঘ. ২১৮৭
উ. ঘ
৩৬. নিচের কোন সংখ্যাটি মৌলিক?
ক. ১০৫
খ. ৫৩
গ. ২১
ঘ. ১২৪
উ. খ
৩৭.১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৫৫ সে.মি.। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
ক. ১৫.৫ সে.মি.
খ. ১৫.৪ সে.মি.
গ. ১৫.৯৫ সে.মি.
ঘ. ১৬.৫৫ সে.মি.
উ. গ
৩৮. ১ + ৫ + ৯ + ১৩ ….. ধারাটির ১৫তম পদ হবে-
ক. ৫৭
খ. ৬১
গ. ৪৭
ঘ. ৬৫
উ. ক
৩৯. দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে, ল.সা.গু কত?
ক. ২০০
খ. ২২৪
গ. ২৪৮
ঘ. ২৪০
উ. ঘ
৪০. আসাদ ৩০০ টাকা কেজি দরে খেজুর বিক্রি করে। আসাদের ত্রুটিপূর্ণ পাল্লা ৯০০ গ্রামকে ১ কেজি দেখায়। রমজান মাসে ১০% মূল্য হ্রাসে খেজুর বিক্রি করে আসাদ কোন লাভ বা লোকসান না করলে, খেজুরের ক্রয়মূল্য কত টাকা?
ক. ২৮৮
খ. ২৬৭
গ. ২৭৬
ঘ. ৩১০
উ. খ
41. Choose the appropriate pronoun : Any of you may take it; I don’t care-
ক. which
খ. what
গ. who
ঘ. whom
উ. গ
42. The plural number of Oasis’ is-
ক. oasies
খ. oasises
গ. oases
ঘ. oasisees
উ. গ
43. Which expression is correct?
ক. Ten cattles
খ. One cattles
গ. Ten head of cattle
ঘ. Ten heads of cattle
উ. গ
44. ……. of what he said was very sensible.
ক. Many
খ. Much
গ. A few
ঘ. Few
উ. খ
45. The pen is inferior … your pen.
ক. than
খ. that
গ. to
ঘ. from
উ. গ
46. Can this machine be adapted …… farm work?
ক. in
খ. to
গ. into
ঘ. for
উ. খ
47. I shall ring you up as soon as ….
ক. I will arrive
খ. I shall arrive
গ. I arrive
ঘ. I shall be arriving
উ. গ
48. All the books have been sold. There … left.
ক. are none
খ. is none
গ. none
ঘ. not any
উ. ক
49. অন্ধজনে দেহ আলো – Translate into English:
ক. The body of the blind gives light.
খ. The blind holds the light.
গ. Give light to the body of the blind.
ঘ. Give light to the blind.
উ. ঘ
50. The idiomatic expression hold good’ means-
ক. respectable
খ. praiseworthy
গ. up-to-date
ঘ. valid
উ. ঘ
51. Choose the correct spelling:
ক. aumature
খ. ammateur
গ. amatear
ঘ. amateur
উ. ঘ
52. Antonym of word ‘native’ is-
ক. alien
খ. congeuial
গ. inborn
ঘ. local
উ. ক
53. ‘Come to light’ means-
ক. to publish
খ. in danger
গ. valid
ঘ. lighting
উ. ক
54. ‘Theology’ is a term related to-
ক. study of education
খ. study of vote
গ. study of religion
ঘ. study of politics
উ. গ
55. The young man seems very-
ক. sensible
খ. sensibly
গ. sensiblely
ঘ. sensitively
উ. ক
56. He is a man … letters.
ক. about
খ. off
গ. of
ঘ. in
উ. গ
57.The judge … my objection.
ক. set forth
খ. set down
গ. set in
ঘ. set off
উঃ খ
58. Sweet … the uses of adversity.
ক. is
খ. are
গ. has
ঘ. have
উ. খ
59. Neither Bulbul nor his parents… come.
ক. have
খ. has
গ. has to
ঘ. have to
উ. ক
60. She told that she ( visit ) London next month.
ক. visited
খ. will visit
গ. had visited
ঘ. would visit
উ. ঘ
৬১.১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে কার সভাপতিত্বে ছাত্র যুবক সমাবেশ হয়?
ক. আব্দুল মতিন
খ. গাজীউল হক
গ. কাজী গোলাম মাহবুব
ঘ. অলি আহাদ
উ. খ
৬২.বাংলা একাডেমি কত সাল থেকে প্রাতিষ্ঠানিকভাবে বই মেলা আয়োজন করে আসছে?
ক. ১৯৭২
খ. ১৯৭৭
গ. ১৯৭৮
ঘ. ১৯৮৩
উ. ঘ
৬৩. বাংলাদেশে বর্তমানে উচ্চ শিক্ষায় নারী শিক্ষার্থীর হার কত শতাংশ?
ক. ৩৪
খ. ৩৮
গ. ৪৮
ঘ. ৪৯
উ. গ
৬৪. সম্প্রতি বাংলাদেশে কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মোচিত নতুন বাংলা ফন্টের নাম কী?
ক. পূর্ণ
খ. বর্ণ
গ. উচ্চারণ
ঘ. কথা
উ. ক
৬৫. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা কত ছিল?
ক. ১৯২০
খ. ১৯৫০
গ. ১৯৭০
ঘ. ২১২৩
উ. গ
৬৬. এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে?
ক. ৩ নভেম্বর
খ. ৪ নভেম্বর
গ. ৫ নভেম্বর
ঘ. ৭ নভেম্বর
উ. গ
৬৭. International Civil Aviation Organization প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৪৫
খ. ১৯৪৭
গ. ১৯৫০
ঘ. ১৯৬১
উ. খ
৬৮. কোন বৃক্ষটি সুন্দরবনে পাওয়া যায় না?
ক. গড়ান
খ. গামার
গ. বাইন
ঘ. পশুর
উ. খ
৬৯.বাংলাদেশের জাতীয় আয় গণনায় অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয়?
ক. ১২
খ. ১৩
গ. ১৫
ঘ. ১৯
উ. ঘ
৭০. দেশের প্রথম নারী উপাচার্য কে?
ক. আনোয়ারা বেগম
খ. ফারজানা ইসলাম
গ. খালেদা একরাম
ঘ. সাদেকা হালিম
উ. খ
৭১. বায়ু বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
ক. হল্যান্ড
খ. ব্রাজিল
গ. চীন
ঘ. যুক্তরাষ্ট্র
উ. গ
৭২. কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে?
ক. চীন
খ. যুক্তরাজ্য
গ. যুক্তরাষ্ট্র
ঘ. রাশিয়া
উ. গ
৭৩. সম্প্রতি বিশ্বব্যাংকের দেশ অঞ্চলের শ্রেণিকরণে উচ্চ মধ্যম আয় থেকে নিম্ন মধ্যম আয়ে অবনতি ঘটে কোন দেশের?
ক. গায়ানা
খ. জর্ডান
গ. ইন্দোনেশিয়া
ঘ. এল সালভাদর
উ. খ
৭৪.বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের স্পন্সর কোন মোবাইল কোম্পানি?
ক. গ্রামীণ ফোন
খ. রবি
গ. বাংলালিংক
ঘ. টেলিটক
উ. খ
৭৫. ‘পারকি’ সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত?
ক. কক্সবাজার
খ. পটুয়াখালী
গ. চট্টগ্রাম
ঘ. ভোলা
৭৬. মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথা বিলুপ্ত হয় কত সালে?
ক. ১৮৬৩
খ. ১৮৭২
গ. ১৮৭৭
ঘ. ১৮৮৩
উ. ক
৭৭. কোন দুই রঙের মিশ্রণে বেগুনি রঙ তৈরি হয়?
ক. লাল ও আকাশী
খ. নীল ও সাদা
গ. সবুজ ও নীল
ঘ. সাদা ও আকাশী
উ. ক
৭৮. বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে উৎপত্তি ও সমাপ্ত নদী কোনটি?
ক. সুরমা
খ. সাঙ্গু
গ. কর্ণফুলী
ঘ. পদ্মা
ব্যাখ্যা: সঠিক উত্তর হালদা নদী ।
৭৯. ৫০ বছর পর কোন দেশ চাঁদে মাহাকাশযান প্রেরণ করেছে?
ক. চীন
খ. রাশিয়া
গ. যুক্তরাষ্ট্র
ঘ. ফ্রান্স
উ. গ
৮০. শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা সম্প্রতি ভারতের কোন পদক পেয়েছেন?
ক. পদ্মভূষণ
খ. পদ্মশ্ৰী
গ. বঙ্গবিভূষণ
ঘ. কোনটিই নয়
উ. খ
Leave a Comment