General Knowledge

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি ‘বঙ্গবন্ধু’ নামে ছবির শুটিং শুরু হলেও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দে নাম পরিবর্তন করে ‘মুজিব : একটি জাতির রূপকার’ রাখা হয়।

‘মন্থন’ খ্যাত খ্যাতিমান ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল ছবিটির পরিচালক। চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেছার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ও শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া। এছাড়া অভিনয় করেন দেশি-বিদেশি শতাধিক অভিনয়শিল্পী।

২০২১

  • ২২ জানুয়ারি : ভারতের মুম্বাইয়ে চলচ্চিত্রটির নির্মাণ শুরু হয়
  • ১৮ ডিসেম্বর : বাংলাদেশে চলচ্চিত্রটির শুটিং শেষ হয়।

২০২২

  • ১৭ মার্চ : বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে প্রথম পোস্টার প্রকাশ করা হয়
  • ৩ মে : দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়
  • ১৯ মে : ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে চলচ্চিত্রটির ১ মিনিট ৩০ সেকেন্ডের ট্রেলার প্রকাশ করা হয়।

২০২৩

  • ৩১ জুলাই : বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র লাভ করে
  • ১৩ সেপ্টেম্বর : ৪৮তম টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়
  • ১ অক্টোবর : চলচ্চিত্রটির ট্রেলার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়
  • ১৩ অক্টোবর : চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তি পায়
  • ২৭ অক্টোবর : ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পায় ।

FACT FILE

  • ইংরেজি নাম : MUJIB: THE MAKING OF A NATION
  • পরিচালক : শ্যাম বেনেগাল
  • সহযোগী পরিচালক : দয়াল নিহালানি
  • শিল্প নির্দেশনা : নীতিশ রায়
  • চিত্রনাট্যকার : অতুল তিওয়ারি ও শামা জায়েদি
  • সুরকার : শান্তনু মৈত্র
  • চিত্রগ্রাহক : আকাশদীপ পাণ্ডে
  • প্রযোজনা কোম্পানি : বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (BFDC) ও জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (NFDC), ভারত
  • পরিবেশক : জাজ মাল্টিমিডিয়া
  • মুক্তি : ১৩ অক্টোবর ২০২৩ (বাংলাদেশ) ও ২৭ অক্টোবর ২০২৩ (ভারতসহ বিশ্বব্যাপী)
  • দৈর্ঘ্য : ১৭৮ মিনিট
  • নির্মাণ ব্যয় : ৮৩ কোটি টাকা (বাংলাদেশ ৫০ কোটি ও ভারত ৩৩ কোটি)
  • এ চলচ্চিত্রে ‘অচিন মাঝি’ শিরোনামে গানটির গীতিকার জাহিদ আকবর আর কন্ঠ দেন রথিজিৎ ভট্টাচার্য।

বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত আরও কিছু চলচ্চিত্র

চলচ্চিত্র পরিচালক নির্মাণের বিষয়বস্তু মুক্তি
টুঙ্গিপাড়ার মিয়া ভাই সেলিম খান শৈশব ও কৈশরের ঘটনা নিয়ে ২ এপ্রিল ২০২১
আগস্ট ১৯৭৫ সেলিম খান হত্যাকাণ্ড পরবর্তী ঘটনা নিয়ে  ২২ আগস্ট ২০২১
মুজিব আমার পিতা সোহেল মোহাম্মদ রানা ‘শেখ মুজিব আমার পিতা’ গ্রন্থ অবলম্বনে ১ অক্টোবর ২০২১
চিরঞ্জীব মুজিব নজরুল ইসলাম অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে ৩১ ডিসেম্বর ২০২১
রেডিও অনন্য মামুন ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ অবলম্বনে ১৭ মার্চ ২০২৩
মাইক এফ এম শাহীন ও হাসান জাফল বিপুল ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ অবলম্বনে ১১ আগস্ট ২০২৩
দুঃসাহসী খোকা মুশফিকুর রহমান গুলজার ছেলেবেলা নিয়ে ২৯ সেপ্টেম্বর ২০২৩
৫৭০ আশরাফ শিশির বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ঘটনা নিয়ে মুক্তি পায়নি

 প্রামাণ্য বা তথ্যচিত্র

নাম পরিচালক
মধুমতী পারের মানুষটি : শেখ মুজিবুর রহমান তানভীর মোকাম্মেল
Rahman – The Father of Bengal নাগাসি ওসিমা (জাপান)
The Speech ফাখরুল আরেফিন খান
পলাশী থেকে ধানমন্ডি আবদুল গাফ্ফার চৌধুরী

অভিনয়ে বঙ্গবন্ধু

মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘সংগ্রাম’-এর পরিচালক চাষী নজরুল ইসলাম। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধু ছোট্ট এক ভূমিকায় হাজির হন। চলচ্চিত্রটির শেষের দিকে, মুক্তিযুদ্ধের পর সদ্য স্বাধীন দেশের সামরিক বাহিনী বঙ্গবন্ধুকে স্যালুট করছে। ১৮ জানুয়ারি ১৯৭৪ চলচ্চিত্রটি মুক্তি পায়।

Related Post

Leave a Comment