জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি ‘বঙ্গবন্ধু’ নামে ছবির শুটিং শুরু হলেও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দে নাম পরিবর্তন করে ‘মুজিব : একটি জাতির রূপকার’ রাখা হয়।
‘মন্থন’ খ্যাত খ্যাতিমান ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল ছবিটির পরিচালক। চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেছার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ও শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া। এছাড়া অভিনয় করেন দেশি-বিদেশি শতাধিক অভিনয়শিল্পী।
চলচ্চিত্র | পরিচালক | নির্মাণের বিষয়বস্তু | মুক্তি |
টুঙ্গিপাড়ার মিয়া ভাই | সেলিম খান | শৈশব ও কৈশরের ঘটনা নিয়ে | ২ এপ্রিল ২০২১ |
আগস্ট ১৯৭৫ | সেলিম খান | হত্যাকাণ্ড পরবর্তী ঘটনা নিয়ে | ২২ আগস্ট ২০২১ |
মুজিব আমার পিতা | সোহেল মোহাম্মদ রানা | ‘শেখ মুজিব আমার পিতা’ গ্রন্থ অবলম্বনে | ১ অক্টোবর ২০২১ |
চিরঞ্জীব মুজিব | নজরুল ইসলাম | অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে | ৩১ ডিসেম্বর ২০২১ |
রেডিও | অনন্য মামুন | ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ অবলম্বনে | ১৭ মার্চ ২০২৩ |
মাইক | এফ এম শাহীন ও হাসান জাফল বিপুল | ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ অবলম্বনে | ১১ আগস্ট ২০২৩ |
দুঃসাহসী খোকা | মুশফিকুর রহমান গুলজার | ছেলেবেলা নিয়ে | ২৯ সেপ্টেম্বর ২০২৩ |
৫৭০ | আশরাফ শিশির | বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ঘটনা নিয়ে | মুক্তি পায়নি |
নাম | পরিচালক |
মধুমতী পারের মানুষটি : শেখ মুজিবুর রহমান | তানভীর মোকাম্মেল |
Rahman – The Father of Bengal | নাগাসি ওসিমা (জাপান) |
The Speech | ফাখরুল আরেফিন খান |
পলাশী থেকে ধানমন্ডি | আবদুল গাফ্ফার চৌধুরী |
মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘সংগ্রাম’-এর পরিচালক চাষী নজরুল ইসলাম। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধু ছোট্ট এক ভূমিকায় হাজির হন। চলচ্চিত্রটির শেষের দিকে, মুক্তিযুদ্ধের পর সদ্য স্বাধীন দেশের সামরিক বাহিনী বঙ্গবন্ধুকে স্যালুট করছে। ১৮ জানুয়ারি ১৯৭৪ চলচ্চিত্রটি মুক্তি পায়।
Leave a Comment