যুক্তরাজ্যে অভিবাসন রোধে আশ্রয়প্রার্থীদের এক বিশাল ‘ভাসমান কারাগারে’ স্থানান্তর করা হচ্ছে। জাহাজের মতো দেখতে আবদ্ধ কারাগারটির নাম ‘বিবি স্টকহোম’ ।

৫০০ লোকের ধারণক্ষমতা সম্পন্ন জাহাজটি ৭ আগস্ট ২০২৩ থেকে চালু করা হয় । এদিন সকালে ‘জাহাজ বাড়িতে’ পৌঁছে আশ্রয়প্রার্থীদের প্রথম ৫০ জনের একটি দল।

যুক্তরাজ্যের অভিবাসীদের আশ্রয়দাতা বিবি স্টকহোমের রয়েছে কলঙ্কের ইতিহাস । ৪৭ বছর ধরে ভাসমান এ জাহাজ মৃত্যু, বোমার হুমকি এবং নানা অপরাধের সাক্ষী।

বিবি স্টকহোম ১৯৭৬ সালে ডাচ কোম্পানি নেদারল্যান্ডসে স্কিপসবোর কারখানায় নির্মিত। প্রাথমিকভাবে এটি ইউরোপজুড়ে ছন্নছাড়াদের ঘুমের জন্য ব্যবহৃত হতো।

পরে ১৯৯২ সালে এটি আশ্রয়কেন্দ্র হিসেবে রূপান্তরিত হয়। জাহাজটিতে ৫০০ জনেরও বেশি মানুষ আশ্রয় নিতে পারলেও এটি মূলত ২২২ জনের জন্য তৈরি করা হয় । পরে ডেক ব্যবস্থার মাধ্যমে আবাসন বাড়ানো হয় ।

Related Post

Leave a Comment