বাংলা সাহিত্য

রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক

রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক। ‘গুরুদেব’, ‘কবিগুরু’ ও ‘বিশ্বকবি’ হিসেবে অভিহিত কবির জন্মদিন ৭ মে উপলক্ষ্যে আমাদের এই বিশেষ আয়োজন ।

  • জন্ম : ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮)।
  • মৃত্যু : ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮)।
  • জন্মস্থান : কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবার ।
  • পিতা : মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
  • পিতামহ : প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
  • মাতা : সারদাসুন্দরী দেবী।
  • পারিবারিক উপাধি : কুশারী ।
  • বংশ: পিরালি ব্রাহ্মণ ।
  • শিক্ষা : কবিগুরু বাল্যকালে গৃহশিক্ষকের কাছে পড়াশুনা করেন। ১৮৭৮ সালে তাঁকে ইংল্যান্ডে পাঠানো হয়। শিক্ষা অসম্পূর্ণ রেখে তিনি দেশে ফিরে আসেন।
  • ছদ্মনাম : ভানুসিংহ ঠাকুর, অকপট চন্দ্র, দিকশূন্য ভট্টাচার্য, আন্নাকালী পাকড়াশী ।
  • সম্পাদিত পত্রিকা : বঙ্গদর্শন (১৯১০), ভারতী (১৮৯৮), সাধনা (১৮৯৪), তত্ত্ববোধিনী (১৯১১)।
  • ঢাকা আগমন : প্রথমবার ১৮৯৮ সালে। ১৯২৬ সালে দ্বিতীয়বার এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি বক্তব্য রাখেন।
  • প্রথম বক্তব্য ছিল — The Meaning of Arts ও দ্বিতীয়টি— The Big and The Complex
  • বাংলাদেশে স্মৃতিবিজড়িত স্থান : শিলাইদহ, শাহজাদপুর, পতিসর, দক্ষিণডিহি ।
  • আদি বাসস্থান : খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রাম ।

উল্লেখযোগ্য সাহিত্যকর্ম

  • কাব্যগ্রন্থ : কবি কাহিনী (১৯৭৮, প্রথম), বনফুল (১৯৮০), ভানুসিংহ ঠাকুরের পদাবলী (১৮৮৪), সোনার তরী (১৮৯৪), ক্ষণিকা, বলাকা, গীতাঞ্জলি (১৯১০)।
  • উপন্যাস : করুণা (১৮৭৮), বৌ-ঠাকুরাণীর হাট (১৮৮৩, প্রথম), চোখের বালি (১৯০৩), নৌকাডুবি (১৯০৬), গোরা (১৯১০), ঘরে বাইরে, শেষের কবিতা ।
  • নাটক: বাল্মীকির প্রতিভা (১৮৮১, প্রথম), বসন্ত, রক্তকরবী, ডাকঘর, অচলায়তন, কালের যাত্রা।
  • প্রহসন: বৈকুন্ঠের খাতা (১৮৯৭), চিরকুমার সভা, গোড়ায় গলদ ।
  • ছোটগল্প : ভিখারিনী, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, জীবিত ও মৃত, ক্ষুধিত পাষাণ ।
  • আত্মজীবনী : জীবনস্মৃতি, আত্মপরিচয়, ছেলেবেলা ।
  • ভ্রমণ কাহিনি : য়ুরোপ প্রবাসীর পত্র, জাপান-যাত্ৰী, রাশিয়ার চিঠি, জাভা-যাত্রীর পত্র।
  • সংকলন : চয়নিকা, সঞ্চয়িতা।
  • প্রবন্ধ : কালান্তর, সভ্যতার সংকট, মানুষের ধর্ম।
  • উৎসর্গকৃত গ্রন্থ : বসন্ত— কাজী নজরুল ইসলামকে, তাসের দেশ— সুভাষ চন্দ্র বসুকে, কালের যাত্রা— শরৎচন্দ্রকে, পূরবী— আর্জেটিনার কবি ভিক্টোরিয়া ওকাম্পোকে।

পুরস্কার/সম্মাননা

  • ১৯১৩ সালের ১৩ নভেম্বর ‘গীতাঞ্জলি’ কাব্যের ইংরেজি সংস্করণ Song Offerings এর জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান।
  • ১৯১৫ সালের ৩ জুন ব্রিটিশ সরকার তাঁকে ‘নাইটহুড’ উপাধি প্রদান করে।
  • ১৯১৯ সালের ১৩ এপ্রিল সংঘটিত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ২৭ মে কবিগুরু এই উপাধি ত্যাগ করেন ।
  • ডি.লিট (১৯৪০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়, ১৯৩৫ সালে কাশী বিশ্ববিদ্যালয়)।

বিশেষ তথ্য

  • কবিগুরু ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ লেখেন— ‘ব্রজবুলি’ ভাষায়।
  • ‘গতিবাদের কাব্য’ বলা হয়— ‘বলাকা’ কাব্যগ্রন্থকে।
  • ১৮৬৩ সালে পশ্চিমবঙ্গের বীরভূমের বোলপুরে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন— শান্তিনিকেতন ।
  • ১৯০১ সালে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেন— ‘ব্রহ্মচর্যাশ্রম’।
  • ‘ব্রহ্মচর্যাশ্রম’-কে পরে ‘বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়’- এ উন্নীত করা হয়— ১৯২১ সালে ।
  • বাংলায় টি এস এলিয়টের কবিতা প্রথম অনুবাদ করেন— রবীন্দ্রনাথ ঠাকুর।
  • “আমার সোনার বাংলা’ কবিতাটি ‘সঞ্জীবনী’ ও ‘বঙ্গদর্শন’ পত্রিকায় প্রকাশিত হয় – ১৯০৫ সালে ।
  • ‘বনফুল’ কাব্যকে কাব্যোপন্যাস বলে অভিহিত করেন— সুকুমার সেন ।
  • রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন— ১৯০১ সাল থেকে ।
  • জাতীয় সংগীত হিসেবে বাংলাদেশের মন্ত্রিসভায় ‘আমার সোনার বাংলা’ গানটির দশ লাইন গৃহীত হয়— ১৯৭২ সালের ১৩ জানুয়ারি ।
  • ১৯১২ সালে ‘লন্ডন ইন্ডিয়া সোসাইটি’ প্রথম প্রকাশ করে— ইংরেজি ‘গীতাঞ্জলি’ ।
  • রবীন্দ্রনাথ ইংরেজি ‘গীতাঞ্জলি’ কাব্য উৎসর্গ করেন— ইংরেজ বন্ধু রোদেনস্টাইনকে।
  • ‘ Song Offerings’ কাব্যের ভূমিকা লেখেন— W.B. Yeats

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button