সম্প্রতি বিভিন্ন সরকারি ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার (সাধারণ) এবং অফিসার (ক্যাশ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাংকে চাকরি প্রার্থীদের প্রস্তুতিকে শাণিত করতে আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আয়োজনের এ সংখ্যায় থাকছে বাংলা ৷
প্রশ্ন : শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
উত্তর : জলাঙ্গী।
প্রশ্ন : শামসুর রাহমানের একটি উপন্যাস
উত্তর : নিয়ত মন্তাজ।
প্রশ্ন : মতিচূর গ্রন্থের রচয়িতা
উত্তর : রোকেয়া সাখাওয়াত হোসেন।
প্রশ্ন : ‘একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু।’ পঙ্ক্তিটির রচয়িতা
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন : একুশের পটভূমিতে মুনীর চৌধুরী রচিত প্রথম বাংলা নাটক
উত্তর : কবর।
প্রশ্ন : ‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই, সে মানুষ নহে’ বিখ্যাত উক্তিটি করেন
উত্তর : মীর মশাররফ হোসেন।
প্রশ্ন : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে উপন্যাসে প্রকৃতি ও মানব মনের সম্পর্ক তুলে ধরেন
উত্তর : আরণ্যক।
প্রশ্ন : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস
উত্তর : কপালকুণ্ডলা।
প্রশ্ন : বাংলা ভাষায় চলিত রীতিতে লেখা প্রথম গ্ৰন্থ
উত্তর : বীরবলের হালখাতা।
প্রশ্ন : দীনবন্ধু মিত্র রচিত ঢাকা থেকে প্রথম প্রকাশিত
উত্তর : নাটক নীলদর্পণ।
প্রশ্ন : ‘হাসু’ শিশুতোষ গ্রন্থের লেখক
উত্তর : জসীমউদ্দীন।
প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ
উত্তর : রাজবন্দীর জবানবন্দী।
প্রশ্ন : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যঙ্গাত্মক রচনা
উত্তর : ব্রজবিলাস।
প্রশ্ন : “বিদীর্ণ দর্পণে মুখ’ কাব্যগ্রন্থের কবি
উত্তর : আহসান হাবীব।
প্রশ্ন : ‘মিলির হাতে স্টেনগান’ ছোট গল্পটির লেখক
উত্তর : আখতারুজ্জামান ইলিয়াস।
প্রশ্ন : সিকান্দার আবু জাফরের ঐতিহাসিক নাটক
উত্তর : সিরাজউদ্দৌলা।
প্রশ্ন : ‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’ বিখ্যাত পঙ্ক্তিটির রচয়িতা
উত্তর : সুকান্ত ভট্টাচার্য।
প্রশ্ন : ‘সাঁঝের মায়া’ গ্রন্থটির রচয়িতা
উত্তর : সুফিয়া কামাল।
প্রশ্ন : বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয়
উত্তর : উনিশ শতকে।
প্রশ্ন : ডাক ও খনার বচনের একটি বিশেষ বৈশিষ্ট্য
উত্তর : ভণিতার উপস্থিতি।
প্রশ্ন : কৃষিভিত্তিক ছড়া
উত্তর : খনার বচন।
প্রশ্ন : বৈষ্ণব পদাবলির উল্লেখযোগ্য কবি
উত্তর : জ্ঞানদাস।
প্রশ্ন : বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বোঝায়
উত্তর : ১২০১-১৩৫০ পর্যন্ত সময়কালকে।
প্রশ্ন : মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন
উত্তর : শ্রীকৃষ্ণকীর্তন।
প্রশ্ন : বৈষ্ণব পদাবলির অধিকাংশ পদ রচিত হয়
উত্তর : ব্রজবুলি ভাষায় ৷
প্রশ্ন : “কড়চা” শব্দ দ্বারা বোঝায়
উত্তর : সংক্ষিপ্ত দিনপঞ্জি বা রোজনামচা।
প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি
উত্তর : শাহ মুহম্মদ সগীর।
প্রশ্ন : আলাওল হিন্দিকাব্য ‘পদুমাবৎ’ অবলম্বনে রচনা করেন
উত্তর : পদ্মাবতী।
প্রশ্ন : কবি কঙ্ক রচিত ‘বিদ্যাসুন্দর’ একটি
উত্তর : মৈমনসিংহ গীতিকা
প্রশ্ন : বাংলা লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি
উত্তর : প্রবচন, ছড়া ও ধাঁধা।
প্রশ্ন : পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক
উত্তর : ফকির গরীবুল্লাহ্।
প্রশ্ন : জয়দেব রচিত ‘গীতগোবিন্দ’ যে ভাষার
উত্তর : সংস্কৃত।
প্রশ্ন : বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন
উত্তর : রাজা রামমোহন রায়।
প্রশ্ন : বুদ্ধদেব বসু সম্পাদিত বিখ্যাত পত্রিকা
উত্তর : কবিতা।
প্রশ্ন : বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তক
উত্তর : প্রমথ চৌধুরী।
প্রশ্ন : প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকার সময়কাল
উত্তর : ১৯১৪ সাল।
প্রশ্ন : ‘কাশবনের কন্যা’ যে জাতীয় রচনা
উত্তর : উপন্যাস।
প্রশ্ন : মমতাজউদ্দীন আহমদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক
উত্তর : কী চাহ শঙ্খচিল।
প্রশ্ন : ট্র্যাডেজি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য
উত্তর : জীবানুভূতির গভীরতায়।
প্রশ্ন : ‘অবিশ্বাস্য’ উপন্যাসটির রচয়িতা
উত্তর : সৈয়দ মুজতবা আলী।
প্রশ্ন : আসাদ চৌধুরীর কাব্যগ্রন্থ
উত্তর : বিত্ত নাই বেসাতি নাই।
প্রশ্ন : সামাজিক ছোটগল্প ‘পোস্টমাস্টার’ এর লেখক
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন : শান্তিপুরের কবি মোজাম্মেল হকের পত্রিকা
উত্তর : মোসলেম ভারত।
প্রশ্ন : ‘কল্পতরু’ বাংলা সাহিত্যের
উত্তর : প্রথম ব্যঙ্গ উপন্যাস।
প্রশ্ন : প্রাচীন যুগের কবি
উত্তর : জয়নন্দী বা জয়নন্দীপা
প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম ইতিহাসগ্রন্থ
উত্তর : বঙ্গভাষা ও সাহিত্য।
প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির
উত্তর : চন্দ্রাবতী।
প্রশ্ন : ‘কালপুরুষ’ যে লেখকের ছদ্মনাম
উত্তর : জীবনানন্দ দাশ।
প্রশ্ন : ‘ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু’ গানটির রচয়িতা
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন : বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র
উত্তর : ইন্দ্রনাথ (শ্রীকান্ত)।
প্রশ্ন : মহাকাব্য ২ ভাগে বিভক্ত
উত্তর : জাত মহাকাব্য এবং সাহিত্যিক বা অনুকৃত মহাকাব্য।
প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম আধুনিক বা বিদ্রোহী কবি
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
প্রশ্ন : ‘গাঙ্গের পাড়’ গানের সংকলনটির রচয়িতা
উত্তর : জসীমউদ্দীন।
প্রশ্ন : রাজশেখর বসুর ছোট গল্প
উত্তর : গড্ডলিকা।
প্রশ্ন : অবক্ষয় যুগের কবি হলেন
উত্তর : ঈশ্বরচন্দ্র গুপ্ত।
প্রশ্ন : ‘মৈথিলি কোকিল’ নামে খ্যাত
উত্তর : বিদ্যাপতি।
অসূর্যম্পশ্যা, ইতোমধ্যে, ইতঃপূর্বে, উদীচী, ঐকতান, গষ, তিতিক্ষা, ন্যূনাধিক, পাণিনি, প্রাতরাশ, বয়ঃসন্ধি, ভবিষ্যদ্বাণী, মাতৃস্বসা, মুহুর্মুহু, রূপায়ণ, শশিভূষণ, স্নেহাস্পদ, সুষুপ্ত, সমভিব্যাহারে, স্বাচ্ছন্দ্য।
Leave a Comment