পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ও ধ্রুপদি সাংস্কৃতিক ঐতিহ্যের দেশ গ্রিস। গণতন্ত্রের ধারণার সূতিকাগার ও অলিম্পিকের প্রবর্তক প্ৰাচীন দেশটির সভ্যতা প্রায় তিন হাজার বছরের পুরোনো। আধুনিক বিজ্ঞান, শিল্পকলা ও দর্শনের ওপর সবচেয়ে বেশি প্রভাব গ্রিক সভ্যতা ও সংস্কৃতির।
ইউরোপের দক্ষিণ-পূর্বাংশে এবং বলকান উপদ্বীপের সর্বদক্ষিণে গ্রিসের অবস্থান। এজিয়ান, আয়োনিয়ান ও ভূমধ্যসাগরের অসংখ্য দ্বীপমালা নিয়ে গড়ে উঠেছে দেশটি। বৃহত্তম ও সবচেয়ে জনবহুল দ্বীপ ক্রিট ৮০ শতাংশ ভূভাগ পাহাড়-পর্বতে ঘেরা। মাউন্ট অলিম্পাস (গ্রিক পুরানের দেবতাদের আবাসস্থল দেশটির উচ্চতম পর্বতমালা। জলবায়ু মূলত ভূমধ্যসাগরীয় । উত্তর- পশ্চিমাঞ্চলের জলবায়ু আলপাইন তথা পার্বত্য ।
খ্রিষ্টপূর্ব ৩১০০-২০০০ অব্দে নবোপলীয় যুগে ক্রিট দ্বীপে ইউরোপের প্রাচীনতম ‘মিনোয়ান সভ্যতা’ গড়ে ওঠে। এ সময় সেখানে ‘লিনিয়ার এ’ নামের লিখন পদ্ধতির উদ্ভব হয়। ব্রোঞ্জ যুগে খ্রিষ্টপূর্ব ১৪৫০-১১০০ অব্দে গ্রিসের মূল ভূখণ্ডে গড়ে ওঠে ‘মাইসেনিয়ান সভ্যতা’। এটি ছিল গ্রিসের প্রথম অগ্রসর সভ্যতা।
এ সময়কার লিখন পদ্ধতি ছিল ‘লিনিয়ার বি’। এই সভ্যতার হঠাৎ পতন ঘটলে প্রায় তিনশ বছরের জন্য গ্রিস প্রবেশ করে অন্ধকার যুগে । খ্রিষ্টপূর্ব অষ্টম শতকে অন্ধকার যুগের অবসানের পর যে সভ্যতার জন্ম হয় তার তুমুল প্রভাব আধুনিক সময়কেও আলোকিত করছে। এই অতি-অগ্রসর সভ্যতার ব্যাপ্তিকাল ছিল ৫ম খ্রিষ্টাব্দ পর্যন্ত নগর-রাষ্ট্রগুলোর বিকাশের মাধ্যমে গড়ে ওঠা এ সভ্যতায় গ্রিক বর্ণমালার উদ্ভব ঘটে ও সাহিত্যের বিপুল বিকাশ হয়।
খ্রিষ্টপূর্ব চতুর্থ শতক থেকে শুরু গ্রিক সভ্যতার ধ্রুপদি যুগের। এ- সময় সেখানে রাজনীতি, দর্শন, বিজ্ঞান ও শিল্পকলার পরম বিকাশ ঘটে । খ্রিষ্টপূর্ব ৩২৩-৩১ সময়কাল ছিল হেলেনিস্টিক যুগ। এ-সময় মেসিডনের সম্রাট দ্বিতীয় ফিলিপ ও তাঁর পুত্র আলেকজান্ডার দ্য গ্রেট বেশিরভাগ গ্রিক নগর-রাষ্ট্র জয় করেন ।
খ্রিষ্টপূর্ব ২৭ অব্দে রোমান সম্রাট অগাস্টাস গ্রিসকে তাঁর সাম্রাজ্যভুক্ত করে নিলে শুরু হয় গ্রেকো-রোমান যুগ। প্রথম সহস্রাব্দের প্রথম কয়েক শতক গ্রিস ছিল বাইজান্টাইন শাসনের অধীনে। চতুর্থ শতকে গ্রিসের সমৃদ্ধ সময়ের অবসান ঘটে। বাইজান্টাইনদের পতনের পর দেশটি কয়েক শতক অটোমান শাসনের অধীনে থাকার পর ১৮২২ সালের ১৫ জানুয়ারি স্বাধীন হয় ।
নগর-রাষ্ট্র : সাংস্কৃতিক ও ভাষাগত দিক থেকে অভিন্ন শত শত নগর- রাষ্ট্রের নেতৃত্বে ছিল এথেন্স। স্পার্টা ছিল প্রধান সামরিক কেন্দ্র। অ্যাসেম্বলিগুলোতে বিশ বছরের বেশি বয়সি সকল পুরুষ নাগরিকের ভোটাধিকার ছিল।
শিক্ষা-সংস্কৃতি : ইউরোপে প্রথম বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে পঞ্চম শতকের কনস্টানটিনোপলে। ৭৭৬ খ্রিষ্টপূর্বাব্দে গ্রিসে প্রথম অলিম্পিক শুরু হয়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ট্র্যাজেডি ও কমেডির জন্ম হয়। নাটক ও ক্রীড়া পরিবেশনের জন্য পাহাড়ের পাদদেশে অর্ধবৃত্তাকারে গড়ে তোলা হতো অ্যাম্ফিথিয়েটার। ট্র্যাজেডির জনক এস্কাইলাসের ‘অ্যাগামেমনন’ ও ‘প্রমিথিউস বাউন্ড’, সোফোক্লিসের ‘ইডিপাস’, এবং ইউরিপিডিসের ‘ওরেস্তেস’ আজও বিশ্বে ব্যাপকভাবে পঠিত ।
সাহিত্য ও দর্শন : হোমারের ‘ইলিয়াড’ এবং ‘ওডিসি’ বিশ্বসাহিত্যের অমূল্য সম্পদ। পিথাগোরাস, হিরাক্লিটাস, ডিমোক্রিটাস, সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটল বিশ্বের এ-যাবতকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ দার্শনিক। প্লেটোর ‘রিপাবলিক’ এবং অ্যারিস্টটলের ‘পলিটিকস’ দর্শনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। খ্রিষ্টপূর্ব ৪৫০-৪২০ অব্দে ‘হিস্টোরিজ’ রচনা করেন ইতিহাসের জনক হিরোডিটাস ।
গ্রিস একটি উন্নত অর্থনীতি। শিল্প খাতে প্রধান অবদান পর্যটন ও শিপিং-এর। অসামান্য সব প্রত্ন- নিদর্শনের জন্য পর্যটনে ২০২২ সালে গ্রিস ছিল বিশ্বে নবম অবস্থানে। বিশ্বের বৃহত্তম বাণিজ্য ও মালামাল পরিবহন ব্যবস্থা হলো গ্রিসের ‘হেলেনিক মার্চেন্ট নেভি’। বিশ্বের সমুদ্র বাণিজ্যের ৫ ভাগের ১ ভাগের বেশি এককভাবে নিয়ন্ত্রণ করে গ্রিক কোম্পানিগুলো।
তুলা, চাল, জলপাই, তরমুজ, বাদাম ও টমেটো উৎপাদনে গ্রিস অন্যতম শীর্ষ দেশ। ১৯৭৪ সালে গৃহীত গণভোটের মাধ্যমে দেশটিতে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে পার্লামেন্টারি ব্যবস্থা গৃহীত হয়। ১৮৯৬ সালে গ্রিসে আধুনিক অলিম্পিকের প্রথম আসর বসে। এরপর ২০০৪ সালে দেশটি দ্বিতীয়বারের মতো অলিম্পিকের আয়োজন করে। প্রাচীন অলিম্পিকের প্রবর্তক হিসেবে প্রতিটি অলিম্পিকের প্যারেডে গ্রিস প্রথম দল হিসেবে প্রবেশ করে।
Leave a Comment