বাংলাদেশ বিষয়াবলীসাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর বাংলাদেশ বিষয়াবলী

সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর বাংলাদেশ বিষয়াবলী নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন বা করবেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইনশাল্লাহ!

সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর বাংলাদেশ বিষয়াবলী

☛ প্রশ্ন : বাংলাদেশ সরকারের ব্যাংকার কে?
বাংলাদেশ ব্যাংক

☛ প্রশ্ন : “বেইল আউট” শব্দটি কিসের সাথে জড়িত?
➥ অর্থনীতি।

☛ প্রশ্ন : Blue chip শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
➥ শেয়ার বাজারে।

☛ প্রশ্ন : কে ট্রেজারী বিল ক্রয় করতে পারেন?
➥ বানিজ্যিক ব্যাংক।

☛ প্রশ্ন : কোনটি বিশেষায়িত ব্যাংক নয়?
➥ ইসলামী ব্যাংক।

☛ প্রশ্ন : ট্যাক্স হলিডে কি?
➥ সাময়িক ভাবে ট্যাক্স মওকুফ করা।

☛ প্রশ্ন : ডি ম্যাট কি?
➥ শেয়ার লেনদেনের ইলেক্ট্রনিক প্রক্রিয়া।

☛ প্রশ্ন : প্রত্যক্ষ কর কোনটি?
➥ আয়কর।

☛ প্রশ্ন : বাংলাদেশ শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে?
➥ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন।

☛ প্রশ্ন : বাংলাদেশে কোন প্রতিষ্ঠানের শেয়ার সর্বপ্রথম লন্ডনে স্টক মার্কেটে লেনদেন শুরু হয়?
➥ বেক্সিমকো ফার্মা ।

☛ প্রশ্ন : বাংলাদেশে কয়টি পুঁজিবাজার আছে?
➥ ২টি।

☛ প্রশ্ন : শেয়ার বাজার কোন বাজারের অন্তর্ভূক্ত?
➥ অর্থ বাজার ।

☛ প্রশ্ন : বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়?
➥ ১৯৯১ সালে ।

☛ প্রশ্ন : বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মূদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
➥ তৈরি পোষাক ।

সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর বাংলাদেশ বিষয়াবলী

☛ প্রশ্ন : বাংলাদশে প্রথম রেডিক্যাশ চালু করে?
➥ জনতা ব্যাংক ।

☛ প্রশ্ন : ব্যাংক অর্থের প্রধান উৎস কি?
➥ আমানত।

☛ প্রশ্ন : বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কতটি?
➥ ৬টি।

☛ প্রশ্ন : সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত?
➥ ৬০ ভাগ।

☛ প্রশ্ন : ভোমরা স্থল বন্দর কোন জেলায় অবস্থিত?
➥ সাতক্ষীরা।

☛ প্রশ্ন : বাংলাদেশে প্রথম কবে চা চাষ আরম্ভ হয় ?
➥ ১৮৪০ সালে।

☛ প্রশ্ন : গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
➥ ৯ বর্গ কিলোমিটার ।

☛ প্রশ্ন : অভিষেক ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন?
➥ বাংলাদেশের মোঃ আশরাফুল ।

☛ প্রশ্ন : প্রান্তিক হ্রদ কোন জেলার অবস্থিত?
➥ বান্দরবান।

☛ প্রশ্ন : বাংলাদেশে কোন বোলার টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করেন?
➥ অলক কাপালী ।

☛ প্রশ্ন : ইতিহাসে অভিষেক ইনিংসে ১০ নম্বরে ব্যাটকরতে নেমে সবচেয়ে বেশি বাউন্ডারী মারেন কে?
➥ আবুল হাসান রাজু ।

☛ প্রশ্ন : অভিষেক টেস্ট সেরা বলিং করেন কোন বাংলাদেশী?
➥ সোহাগ গাজী ।

☛ প্রশ্ন : বাংলাদেশ কততম টেস্ট প্লেয়িং দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে?
➥ ১০ম ।

☛ প্রশ্ন : বাংলাদেশ প্রথম কোন সালে অলিম্পক অংশগ্রহন করে?
➥ ১৯৮৪সালে।

☛ প্রশ্ন : বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারন করেছে?
➥ ভৈরব।

☛ প্রশ্ন : বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?
➥ লসএঞ্জেলেস।

☛ প্রশ্ন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?
➥ ১৯৯৯সালে ।

☛ প্রশ্ন : বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন?
➥ ব্রজেন দাস ।

☛ প্রশ্ন : বিশ্বকাপে ক্রিকেটে প্রথম কোন দলের বিরুদ্ধে বাংলাদেশ জয় লাভ করে?
➥ স্কটল্যান্ড।

☛ প্রশ্ন : ক্রিকেট বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায় ?
➥ ২০০০ সালে ।

☛ প্রশ্ন : বাংলাদেশ কবে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে?
➥ ১০ নভেম্বর,২০০০সালে।

☛ প্রশ্ন : প্রতি বছর কোন তারিখে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়?
➥ ১৪ ডিসেম্বর ।

☛ প্রশ্ন : প্রতি বছর কোন তারিখে শহীদ দিবস পালিত হয়?
➥ ২১ ফেব্রুয়ারী ।

☛ প্রশ্ন : প্রতি বছর কোন তারিখে স্বাধীনতা দিবস পালিত হয়?
➥ ২৬ মার্চ।

☛ প্রশ্ন : কোন দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপিত হয়?
➥ ২১ নভেম্বর।

☛ প্রশ্ন : কোন দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষনা করা হয়েছে?
➥ ১ডিসেম্বর।

☛ প্রশ্ন : প্রতি বছর কোন তারিখ জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়?
➥ ১৫ই আগষ্ট ।

☛ প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?
➥ ১৭ মার্চ ১৯২০ খৃঃ

☛ প্রশ্ন : বাংলাদেশের একমাত্র উপজাতীয় কালচারাল একাডেমী কোন জেলায় অবস্থিত?
➥ নেত্রকোনা।

☛ প্রশ্ন : বাংলাদেশের কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি?
➥ চাকমা।

☛ প্রশ্ন : ‘মারমা’ উপজাতিরা কোথায় বাস করে?
➥ বান্দরবনের চিম্বুক পাহাড়ের পাদদেশে।

☛ প্রশ্ন : আন্তর্জাতিক নারী দিবস কবে?
➥ ৮ই মার্চ।

☛ প্রশ্ন : খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?
➥ পুঞ্জি।

☛ প্রশ্ন : প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কী ?
➥ বরিশাল।

☛ প্রশ্ন : চাকমা গ্রামের প্রধান কে?
➥ কার্বারী।

☛ প্রশ্ন : চাকমা সমাজের প্রধান কে?
➥ রাজা।

☛ প্রশ্ন : ত্রিপুরা জাতি কোন বংশোদ্ভূত?
➥ মঙ্গোলীয়।

☛ প্রশ্ন : বাংলাদেশে সবচেয়ে বেশী বাস করে কোন উপজাতি?
➥ চাকমা।

☛ প্রশ্ন : হাজংদের অধিবাস কোথায়?
➥ ময়মনসিংহ ও নেত্রকোনা ।

☛ প্রশ্ন : বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?
➥ সিলেট।

☛ প্রশ্ন : বহুস্বামী বিবাহভিত্তিক পরিবার কোন সমাজে দেখা যায়?
➥ টোডা উপজাতি ।

☛ প্রশ্ন : শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা কে?
➥ মানবেন্দ্র নারায়ণ লারমা ।

☛ প্রশ্ন : ইসলামাবাদ কার পূর্ব নাম?
➥ চট্টগ্রামের।

☛ প্রশ্ন : কুমিল্লার পূর্ব নাম?
➥ ত্রিপুরা।

☛ প্রশ্ন : নোয়াখালি জেলার পূর্ব নাম কি?
➥ সুধারাম।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button