সাধারন বিজ্ঞান

সাধারণ বিজ্ঞান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর [পিডিএফ]

সাধারণ বিজ্ঞান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর [পিডিএফ] নিয়ে নিচে আলোচনা করা হলো। আসা করি লেখাটি আপনাদের উপকারে আসবে।

সাধারণ বিজ্ঞান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর [পিডিএফ]

সাধারণ বিজ্ঞান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর [পিডিএফ]

প্রশ্ন : আতসবাজি ও ফটোগ্রাফির ফ্লাস পাউডারে ব্যবহৃত হয়
উত্তর : ম্যাগনেশিয়াম।

প্রশ্ন : শামুক ও ঝিনুকের খােলস যা দিয়ে তৈরি
উত্তর : ক্যালসিয়াম কার্বনেট।

প্রশ্ন : রক্তের হিমােগ্লোবিন
উত্তর : আমিষ জাতীয় পদার্থ।

প্রশ্ন : মানবদেহের সর্বাধিক প্রয়ােজনীয় খনিজ লবণ
উত্তর : সােডিয়াম।

প্রশ্ন : লাফিং গ্যাস বলে
উত্তর : নাইট্রাস অক্সাইডকে (N2O)।

প্রশ্ন : আসল হীরার ভিতর দিয়ে যেতে পারে না
উত্তর : রঞ্জন রশ্মি।

সাধারণ বিজ্ঞান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর [পিডিএফ]

প্রশ্ন : সূর্যই সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী ও গ্রহগুলাে তার চার দিকে ঘুরে চলছে এ মতবাদটি
উত্তর : নিকোলাস কোপার্নিকাস।

প্রশ্ন : UPS এর পূর্ণরূপ
উত্তর : Uninterrupted Power Supply

প্রশ্ন : সূর্যের আলাে থেকে তৈরি বিদুৎকে বলে
উত্তর : সােলার ফটোভােল্ট।

প্রশ্ন : টেপরেকর্ডার ও কম্পিউটার স্মৃতির ফিতায় ব্যবহৃত হয়
উত্তর : সিরামিক চুম্বক।

প্রশ্ন : জাংশন ডায়ােডের অপর নাম
উত্তর : অর্ধপরিবাহী রেকটিফায়ার।

প্রশ্ন : ১৮৯৬ সালে সর্বপ্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন
উত্তর : হেনরি বেকেরেল।

প্রশ্ন : জলাভূমিতে উৎপন্ন মিথেনকে বলে
উত্তর : মার্স গ্যাস।

প্রশ্ন : লােহার প্রধান আকরিক হলাে
উত্তর : হেমাটাইট।

প্রশ্ন : ফসফরাস হলাে
উত্তর : একটি গ্রিক শব্দ যার অর্থ দীপ্তিমান।

প্রশ্ন : ১৮৬৮ সালে সর্বপ্রথম কোষে DNA আবিষ্কার করেন
উত্তর : বিজ্ঞানী মিসার।

প্রশ্ন : প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার ফারমেন্টশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়
উত্তর : বায়োগ্যাস।

প্রশ্ন : প্রাণিজগতের উৎপত্তি ও বংশগতির বিদ্যাকে বলে
উত্তর : জেনেটিকস।

প্রশ্ন : মানুষের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত বৃদ্ধিনিয়ন্ত্রণকারী হরমােন
উত্তর : সােমাটোট্রপিন।

প্রশ্ন : হরমােন, রক্তচাপ ও শরীরের তাপনিয়ন্ত্রণ করে মস্তিষ্কের
উত্তর : হাইপােথ্যালামাস।

প্রশ্ন : স্মৃতিকে সংরক্ষণ করে মস্তিষ্কের
উত্তর : হিপােকাম্পাস।

প্রশ্ন : বসন্ত হলাে
উত্তর : ভাইরাসজনিত রােগ।

প্রশ্ন : ম্যালেরিয়া হলাে
উত্তর : এক ধরনের জ্বর।

প্রশ্ন : গুটি বসন্তের টিকা আবিষ্কৃত হয়
উত্তর : ১৭৯৬ সালে।

প্রশ্ন : ক্যালসিয়ামের অভাবে যে রােগ হয়
উত্তর : রিকেটস ও অস্টিওম্যালেসিয়া ।

প্রশ্ন : ম্যারাসমাস রােগ হয়
উত্তর : আমিষের অভাবে।

প্রশ্ন : রক্তকণিকাগুলাে সৃষ্টি হয়
উত্তর : হাড়ের ভিতর অবস্থিত লােহিত অস্থিমজ্জায়।

প্রশ্ন : রক্ত এক প্রকার
উত্তর : ঈষৎ ক্ষারীয় তরল যােজক কলা।

প্রশ্ন : আমিষ জাতীয় খাদ্য পরিপাক শুরু হয়
উত্তর : পাকস্থলীতে।

প্রশ্ন : পৃথিবীর সর্ববৃহৎ গবেষণাগার হলাে
উত্তর : লার্জ হ্যাড্রন কলাইডর।

প্রশ্ন : কোয়ান্টাম তত্ত্বের অপর নাম
উত্তর : ফোটন তত্ত্ব।

প্রশ্ন : মহাজাগতিক রশ্মি
উত্তর : বিদ্যুৎ চার্জযুক্ত।

প্রশ্ন : সৌরজগতের ক্ষুদ্রতম ও দ্রুততম গ্রহ
উত্তর : বুধ।

প্রশ্ন : মহাশূন্য থেকে আগত রশি বা কণাকে বলে
উত্তর : কসমিক রে।

প্রশ্ন : গ্রাফিন (graphene) এর বহুরুপী
উত্তর : কার্বন।

প্রশ্ন : সােডিয়াম ধাতুকে পােড়ালে যে বর্ণের শিখা উৎপন্ন করে
উত্তর : উজ্জ্বল হলুদ।

প্রশ্ন : ইস্পাতে কার্বন থাকে
উত্তর : 0.15-1.5%।

প্রশ্ন : পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে ব্যবহৃত হয়
উত্তর : সােডিয়াম ধাতু।

প্রশ্ন : ফুটন্ত সাবানে লবণের পানি ঢালাকে বলে
উত্তর : গ্রেইনিং।

প্রশ্ন : আঙ্গুরে পাওয়া যায়
উত্তর : টারটারিক এসিড।

প্রশ্ন : প্রােটিন ফ্যাক্টরি বলা হয়
উত্তর : রাইবােজোম।

প্রশ্ন : সর্বাপেক্ষা বৃহৎ মুকুল
উত্তর : বাঁধাকপি।

প্রশ্ন : বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ভ্রণ বদল হয়
উত্তর : ৫ মে ১৯৯৫।

প্রশ্ন : চোখের রং নিয়ন্ত্রণকারী পদার্থ হলাে
উত্তর : মেলানিন।

প্রশ্ন : মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর
উত্তর : নাইট্রোজেন।

প্রশ্ন : মাশরুম এক ধরনের
উত্তর : ফাঙ্গাস।

প্রশ্ন : রুটির ছত্রাক বলা হয়
উত্তর : মিউকরকে।

প্রশ্ন : ‘জীব থেকে জীবের উৎপত্তি হয়’—এ মতবাদের প্রবক্তা
উত্তর : লুই পাস্তুর।

প্রশ্ন : যে ধাতু দিয়ে তার বানানাে সহজ
উত্তর : তামা।

প্রশ্ন : সবুজ কাচ পাওয়া যায়
উত্তর : ক্রোমিয়াম হতে।

প্রশ্ন : মাকসুদুল আলম জন্মগ্রহণ করেন
উত্তর : ফরিদপুরে।

প্রশ্ন : মানবদেহের সবচেয়ে ছােট কোষ
উত্তর : শ্বেত রক্তকণিকা।

প্রশ্ন : রাসায়নিক পদার্থসমূহের রাজা
উত্তর : সালফিউরিক এসিড।

প্রশ্ন : এককোষী হলাে
উত্তর : ব্যাকটেরিয়া, অ্যামিবা, ম্যালেরিয়া।

প্রশ্ন : আলাের তরঙ্গদৈর্ঘ্য যতকম হবে তার বিক্ষেপণ তত
উত্তর : বেশি হবে।

প্রশ্ন : কমুটেটর থাকে
উত্তর : ডিসি জেনারেটরে।

প্রশ্ন : ISD-এর পূর্ণরূপ হলাে
উত্তর : International Subscriber Dialing.

প্রশ্ন : দুটি তড়িৎদ্বার বায়ুশূন্য বাল্বকে বলে
উত্তর : ডায়েট।

প্রশ্ন : যে তাপমাত্রায় একটি চুম্বকের চুম্বকত্ব সম্পূর্ণ বিলুপ্ত হয় তাকে বলে
উত্তর : কুরি বিন্দু।

প্রশ্ন : নারভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে বলা হয়
উত্তর : নিউরন।

প্রশ্ন : আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক
উত্তর : কিলােগ্রাম।

প্রশ্ন : পৃথিবী ও চন্দ্রের মধ্যে আকর্ষণ বলকে বলে
উত্তর : অভিকর্ষ।

প্রশ্ন : মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা
উত্তর : 98.4°F বা 36.9°C।

প্রশ্ন : হীরকের ক্রান্তিকোণ
উত্তর : 24°।

প্রশ্ন : ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ
উত্তর : ৪৫-৪৬%।

প্রশ্ন : যেসব ব্যাকটেরিয়া রােগ সৃষ্টি করে তাদেরকে বলে
উত্তর : Pathogenic

প্রশ্ন : উদ্ভিদের প্রয়ােজনীয় পুষ্টি উপাদান মােট
উত্তর : ১৬টি।

প্রশ্ন : রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়াকে বলে
উত্তর : হাইপােগ্লাইসেমিয়া।

প্রশ্ন : দেহের রােগ প্রতিরােধ ক্ষমতা বৃদ্ধি করে
উত্তর : শ্বেত রক্তকণিকা।

প্রশ্ন : কর্কট রােগ বলতে বােঝায়
উত্তর : ক্যান্সারকে।

প্রশ্ন : উচ্চ রক্তচাপের জন্য দায়ী
উত্তর : অ্যাড্রিনালিন গ্রন্থি।

প্রশ্ন : ‘ইকোলজি’ শব্দ সর্বপ্রথম ব্যবহার করেন
উত্তর : আর্নেস্ট হেকেল।

প্রশ্ন : E-৪ হলাে
উত্তর : পরিবেশ দূষণকারী ৮টি দেশ।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button