সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিয়ষাবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।

বাংলাদেশ প্রসঙ্গ

প্র: ১৪ ডিসেম্বর বিবিএস প্রকাশিত ‘খানা আয়-ব্যয় জরিপ-২০২২’- এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী দেশে মাথাপিছু আয় কত টাকা?
উ : ৭৬১৪ টাকা ।

প্র: দেশে ‘সুপ্রিম কোর্ট দিবস’ কবে পালিত হয়?
উ : ১৮ ডিসেম্বর ।

প্র: শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী?
উ : বঙ্গমাতা ।

প্ৰ : ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে কোন পণ্যটি রপ্তানিতে চীনকে পেছনে ফেলে শীর্ষে উঠেছে বাংলাদেশ?
উ : নিট পোশাক ।

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”এই বিভাগ থেকে আরো পড়ুন” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”cat” orderby=”rand”]

প্র: দেশের কোন কারখানা ১২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে?
উ : গাজীপুরের এসএম সোর্সিং ।

প্র : নভেম্বরের শেষ সপ্তাহে দেশের কোন আইনে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়?
উ : ‘আমদানি ও রপ্তানি (নিয়ন্ত্রণ) আইন ।

প্র: ২৮ নভেম্বর অনুষ্ঠিত আইওএম- এর ১১৪তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কয়টি পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা?
উ : পাঁচটি ।

প্র: কোন দেশ থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ?
উ : নেপাল ৷

প্র : কবে বাংলাদেশের জন্য বরাদ্দকৃত ঋণ প্যাকেজের দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার অনুমোদন করে আইএমএফ?
উ : ১২ ডিসেম্বর ।

প্র : ৩০ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান কোন নারী?
উ : অধ্যাপক সাদেকা হালিম ।

প্র: ১০ ডিসেম্বর প্রকাশিত তথ্যানুযায়ী দেশের কোন গ্যাসক্ষেত্রে প্রতি ঘণ্টায় ৩৫ ব্যারেল (১৫৯ লিটার) তেলের প্রবাহ পাওয়া গেছে?
উ : সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপে ।

প্র: কত তারিখে ১০২ কিলোমিটার দীর্ঘ দোহাজারী-কক্সবাজার রেলপথে বাণিজ্যিক রেল চলাচল শুরু হয়?
উ : ১ ডিসেম্বর।

প্র : ২ ডিসেম্বর কোন চুক্তিটির ২৬ বছর পূর্তি উদ্যাপিত হয়?
উ : পার্বত্য শান্তি চুক্তি।

প্র : ১৯ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী বঙ্গবন্ধুর উত্তরা ব্যাংকের শেয়ার পেয়েছেন কে?
উ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা ।

আন্তর্জাতিক প্রসঙ্গ

প্র: কপ-২৮-এর ঘোষণা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ কত গুণ বৃদ্ধি পাবে?
উ : তিন গুণ ।

প্র : ২৭ নভেম্বর কোন ব্যক্তি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন?
উ: ক্রিস্টোফার লুক্সন (ডানপন্থী ন্যাশনাল পার্টি)।

প্র: পোল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ২০১৪-২০১৯ মেয়াদে কোন সংস্থার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন?
উ : ইউরোপিয়ান কাউন্সিল ।

প্র: ২ ডিসেম্বর ‘চায়না স্লোস ইন্ডিয়া গ্রোস’ শিরোনামের প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা?
উ : এসঅ্যান্ডপি।

প্র: ২২ ডিসেম্বর আফ্রিকার কোন দেশ থেকে ফরাসি সৈন্য প্রত্যাহার করা হয়?
উ : নাইজার ।

প্র : বিশ্ব খাদ্য ও কৃষি বিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা ২০২৩ অনুসারে, খাদ্য রপ্তানির দিক থেকে বিশ্বের শীর্ষ পাঁচ দেশ কোনগুলো?
উ : যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, চীন ও ফ্রান্স ।

প্র: ১১ ডিসেম্বর সার্কের কোথায় সার্ক সনদ দিবস উদযাপিত হয়?
উ : কাঠমান্ডু, নেপাল ।

প্র : ১৬ ডিসেম্বর মৃত্যুবরণকারী কুয়েতের আমিরের নাম কী?
উ : শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ

প্র: গাজায় ত্রাণ সরবরাহে নিরাপত্তা পরিষদে কবে প্রস্তাব পাশ হয়?
উ : ২২ ডিসেম্বর ২০২৩।

প্র : ইউরো-২০২৪ ফুটবল চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
উ : জার্মানি ৷

প্র: ২০ ডিসেম্বর কোন দেশ চাঁদে মানুষ পাঠানোর ঘোষণা দেয়?
উ : যুক্তরাষ্ট্র

প্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বর্তমানে করোনার কোন উপ- ধরনটি বিশ্বজুড়ে দ্রুত ছড়াচ্ছে?
উ : জেএন.১।

প্র: ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্ট?
উ : কলোরাডো ।

প্র: ৩০ নভেম্বর প্রকাশিত ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সর্বোচ্চ ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে রয়েছে কোন দেশ?
উ : সুইজারল্যান্ডের জুরিখ ও সিঙ্গাপুরের সিঙ্গাপুর।

প্র: মুসলমানদের কোন ধর্মীয় ঐতিহ্যকে ইউনেস্কো ইনট্যানজিবল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়?
উ : রমজান মাসের ইফতারকে।

Related Post

Leave a Comment