সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২৬ অক্টোবর, ২০২৩ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইনশা আল্লাহ!
প্রশ্ন : ‘জাভেনটেম’ বিমানবন্দর কোথায় অবস্থিত?
উত্তর : ব্রাসেলস, বেলজিয়াম ।
প্রশ্ন : ‘দ্য ওম্যান ইন মি’ আত্মজীবনীমূলক গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ব্রিটনি স্পিয়ার্স।
প্রশ্ন : ‘বিশকেক’ কোন দেশের রাজধানী ?
উত্তর : কিরগিজস্তানের।
প্রশ্ন : ২০২৩-২৪ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি কত টাকা?
উত্তর : ২,৭৪,৬৭৪ কোটি টাকা ।
প্রশ্ন : সম্প্রতি প্রকাশিত আইনের শাসন সূচকে শীর্ষে রয়েছে কোন দেশ?
উত্তর : ডেনমার্ক (স্কোর- ০.৯)।
প্রশ্ন : আইনের শাসন সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত ?
উত্তর : ১২৭ (১৪২টি দেশের মধ্যে ) ।
প্রশ্ন : ইউরোপিয়ান দেশ লুক্সেমবার্গ এর রাজধানীর নাম কী ?
উত্তর : লুক্সেমবার্গ সিটি
প্রশ্ন : ইউরোপীয় কমিশনের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর : বেলজিয়াম ব্রাসেলস,
প্রশ্ন : ইউরোপীয় কমিশনের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর : উরসুলা ফন ডার লিয়েন
প্রশ্ন : ইসরাইল-হামাস যুদ্ধ অবসানে ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ বৈঠক অনুষ্ঠিত হয়েছে কোন দেশে?
উত্তর : কায়রো, মিশর ।
প্রশ্ন : এ পর্যন্ত আরব ও ইসরায়ের মধ্যে কতটি যুদ্ধ হয়েছে?
উত্তর : পাঁচটি (১৯৪৮, ১৯৫৬, ১৯৬৭, ১৯৭৩ ও ১৯৮২)।
প্রশ্ন : ইসরায়েল রাষ্ট্রকে সৰ্বপ্ৰথম স্বীকৃতি দেয় কোন দেশ?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড কোন দেশের?
উত্তর : অস্ট্রেলিয়া (৩০৯ রানের জয়, বিপক্ষ: নেদারল্যান্ডস)
প্রশ্ন : ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে বড় রান ব্যবধানে জয় কোন দেশের?
উত্তর : অস্ট্রেলিয়া, প্রতিপক্ষ: নেদারল্যান্ডস (৩০৯ রানের ব্যবধানে জয়)।
প্রশ্ন : কোন খাতে সহায়তার জন্য সম্প্রতি বাংলাদেশ, ইআইবি ও ইউরোপীয় কমিশনের মধ্যে তিনটি ঋণ ও অনুদান চুক্তি হয়েছে?
উত্তর : নবায়নযোগ্য জ্বালানি
প্রশ্ন : কোন ব্যক্তি অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটি প্রথম প্ৰকাশ করেছিলেন?
উত্তর : অ্যাডা লাভলেস।
প্রশ্ন : ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড কার?
উত্তর : মাহমুদুল্লাহ রিয়াদ (৩টি)।
প্রশ্ন : গ্রাম আদালত আইন অনুযায়ী সর্বোচ্চ কত টাকা পর্যন্ত জরিমানা করতে পারে?
উত্তর : ৩ লাখ টাকা ।
প্রশ্ন : ঘূর্ণিঝড় ‘হামুন’-এর নামকরণ করে কোন দেশ?
উত্তর : ইরান।
প্রশ্ন : চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কতটাকার স্মারক নোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ?
উত্তর : ৫০ টাকা মূল্যমানের
প্রশ্ন : চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে সর্বো রেমিট্যান্স আয় করেছে?
উত্তর : সংযুক্ত আরব আমিরাত (২য় সৌদি আরব)
প্রশ্ন : চীন কোন মহাকাশযানে করে চীনের ইতিহাসে সর্বকনিষ্ঠ নভোচারাকে মহাকাশে পাঠাতে যাচ্ছে?
উত্তর : সেনঝু-১৭ (বহনকারী রকেট- লং মার্চ টুএফ)।
প্রশ্ন : চীনের মহাকাশ স্টেশনের নাম কী?
উত্তর : তিয়ানগং।
প্রশ্ন : দেশে বর্তমানে গ্যাসক্ষেত্র কতটি ?
উত্তর : ২৮টি (সূত্র-প্রথম আলো)
প্রশ্ন : দেশে সরকারিভাবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি শুরু হয় কত সালে?
উত্তর : ২০১৮ সালে
প্রশ্ন : বঙ্গবন্ধু টানেল এর উদ্বোধন করা হবে কবে?
উত্তর : ২৮ অক্টোবর ২০২৩।
প্রশ্ন : বঙ্গবন্ধু টানেল-এর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কত টাকার স্বারক নোট মুদ্রণ করেছে?
উত্তর : ৫০ টাকার। (টানেলের আনুষ্ঠানিক উদ্বোধন-২৮ অক্টোবর)
প্রশ্ন : ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কত টাকা মূল্যমানের স্মারক নোট প্রকাশ করেছে?
উত্তর : ৫০ টাকা
প্রশ্ন : বর্তমানে বিশ্বকাপ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক কোন খেলোয়ার ?
উত্তর : গ্লেন ম্যাক্সওয়েল (৪০ বলে শতরান
প্রশ্ন : বাংলাদেশ ২০২৬ সালের এলডিসি থেকে উত্তরণের পর উন্নয়ন সহায়তা জন্য কাদের নিকট জিএসপি প্লাস সুবিধা চেয়েছে?
উত্তর : ইউরোপিয় ইউনিয়ন।
প্রশ্ন : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (২০২২) জরিপ অনুযায়ী বাংলাদেশে বর্তমানে বেকারের সংখ্যা কত ?
উত্তর : ২৫ লাখ ৮২ হাজার (সূত্র – প্ৰথম আলো)।
প্রশ্ন : বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশ হিসেবে গণ্য হবে-
উত্তর : ২৪ নভেম্বর ২০২৬।
প্রশ্ন : বাংলাদেশে কতটি বিদেশী দূতাবাস আছে?
উত্তর : ৫২টি।
প্রশ্ন : বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে কতটি দেশে?
উত্তর : ৬০টি দেশে।
প্রশ্ন : বাংলাদেশের প্রচলিত সব আইন একত্র করে নির্মিত বইয়ের নাম কী?
উত্তর : দ্য বাংলাদেশ কোড
প্রশ্ন : বাংলার চলচ্চিত্রের প্রাণপুরুষ বলা হয় কাকে?
উত্তর : হীরালাল সেন ।
প্রশ্ন : বাংলার বাঘ হিসেবে খ্যাত এ.কে. ফজলুল হক জন্মগ্রহণ করেন কবে?
উত্তর : ২৬ অক্টোবর, ১৮৭৩।
প্রশ্ন : বিনিয়োগখাত সংশ্লিষ্ট BIDA এর পূর্ণরূপ-
উত্তর : Bangladesh Investment Development Authority
প্রশ্ন : বিশ্ব বাণিজ্য সংস্থার ১৩তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত ।
প্রশ্ন : বিশ্বকাপ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেছেন কে?
উত্তর : গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)।
প্রশ্ন : বিশ্ববাজারে খনিজ গ্রাফাইটের কত শতাংশ সরবরাহ চীন থেকে
উত্তর : ৬৭ শতাংশ।
প্রশ্ন : বেতার যন্ত্রের আবিষ্কারক কে?
উত্তর : গুগলিয়েলেমো মার্কনি ।
প্রশ্ন : ভারতীয় বিজ্ঞানীদের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী?
উত্তর : আর্যভট্ট।
প্রশ্ন : মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার পদের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন-
উত্তর : মাইক জনসন ।
প্রশ্ন : সম্প্রতি ইসরাইল কোন আন্তর্জাতিক সংগঠনের কর্মীদের ইসরাইলে ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে ?
উত্তর : জাতিসংঘের কর্মীদের
প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম কি ?
উত্তর : ঘূর্ণিঝড় হামুন (আঘাত হানে – ২৪ অক্টোবর) ।
প্রশ্ন : সম্প্রতি মহাকাশে সর্বকনিষ্ঠ নভোচারী পাঠাচ্ছে কোন দেশ ?
উত্তর : চীন (যাদের গড় বয়স ৩৮ বছর)।
প্রশ্ন : সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) কর্তৃক প্রকাশিত বৈশ্বিক আইনের শাসন সূচক অনুযায়ী, ১৪২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১২৭ তম (স্কোর- ০.৩৮)।
প্রশ্ন : সম্প্রতি শ্রীলঙ্গা কতটি দেশের পর্যটকের জন্য ভিসামুক্ত ভ্রমণ সুবিধা চালু করেছে?
উত্তর : ৭টি দেশের।
প্রশ্ন : সাগরের উপর নির্মিত বিশ্বের সবচেয়ে বড় সেতুর নাম কী?
উত্তর : হংকং- ঝুহাই-ম্যাকাও সেতু।
প্রশ্ন : স্পাইডার ও ডেভিড স্লিং কী ?
উত্তর : ইসরাইলের দুটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা।
প্রশ্ন : স্বল্পপাল্লার রকেট ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম কী?
উত্তর : আয়রন ডোম ।
Leave a Comment