সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২৭ অক্টোবর, ২০২৩ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইনশা আল্লাহ!
প্রশ্ন : বাংলাদেশ বিশ্বের কততম বৃহত্তম অর্থনীতির দেশ?
উত্তর : ৩৫তম (৪৬৫ বিলিয়ন ডলার)।
প্রশ্ন : বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম কী?
উত্তর : আরপানেট ।
প্রশ্ন : ব্যবসায়িক ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর ইউরোপীয় ইউনিয়নের দেয়া বিশেষ সুবিধার নাম কী?
উত্তর : GSP + (Generalised Scheme of Preferences Plus)
প্রশ্ন : অটোমোবাইল কোম্পানি ‘হোন্ডা (Honda )’ কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান?
উত্তর : জাপান
প্রশ্ন : আইনের শাসন সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১২৭ তম (১৪২টি দেশের মধ্যে)।
প্রশ্ন : আইনের শাসন সূচকে বর্তমানে শীর্ষে রয়েছে কোন দেশ?
উত্তর : ডেনমার্ক।
প্রশ্ন : ইসরাইল কোন আন্তর্জাতিক সংগঠনের কর্মীদের ইসরাইলের ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে?
উত্তর : জাতিসংঘের কর্মীদের।
প্রশ্ন : ওয়ানডে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিয়ান কে?
উত্তর : অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (৪০ বলে)।
প্রশ্ন : কোন দেশকে ‘Land of Fire and Ice’ বলা হয়?
উত্তর : আইসল্যান্ড
প্রশ্ন : কোন সাহিত্যিককে ‘ফিলিস্তিনের জাতীয় কবি’ হিসেবে বিবেচনা করা হয়?
উত্তর : মাহমুদ দারুঈশ (Mahmoud Darwish )
প্রশ্ন : ক্রিকেটে থার্ড আম্পায়ার দ্বারা আউট হওয়া প্রথম ব্যাটসম্যান কে?
উত্তর : শচিন টেন্ডুলকার (১৯৯২ সালে)।
প্রশ্ন : ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম-২০২৩ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে কোথায় অনুষ্ঠি
প্রশ্ন : ‘দ্য বাইসাইকেল থিফ’ চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর : ভিত্তোরিও দে সিকা ।
প্রশ্ন : প্রখ্যাত বাংলা লোকসঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমদ কবে জন্মগ্রহণ করেন?
উত্তর : ২৭ অক্টোবর ১৯০১।
প্রশ্ন : প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন কে?
উত্তর : রেমন্ড স্যামুয়েল টমলিনসন
প্রশ্ন : বঙ্গবন্ধু টানের দৈর্ঘ্য কত?
উত্তর : ৩.৪ কিলোমিটার।
প্রশ্ন : বঙ্গবন্ধু টানেল প্রকল্পে মূল টানেলের দৈর্ঘ্য কত?
উত্তর : ৩.৩১৫ কিলোমিটার
প্রশ্ন : বঙ্গবন্ধু টানেলের মোট প্রাক্কলিত ব্যয় কত?
উত্তর : ১০ হাজার ৬৮ ৭১ লাখ টাকা ।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দুই সুড়ঙ্গের মধ্যে যাতায়াতের জন্য কয়টি ক্রস প্যাসেজ বা সংযোগ পথ রয়েছে?
উত্তর : ৩টি।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত?
উত্তর : ১.৩২ কিলোমিটার ।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সর্বোচ্চ গভীরতা কত?
উত্তর : নদীর তলদেশে থেকে ৩১ মিটার।
প্রশ্ন : গ্রাম প্রতিরক্ষা বাহিনী ( Ansar VDP)-এর বাংলাদেশ আনসার ও গ্রাম সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : খিলগাঁও, ঢাকা
প্রশ্ন : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, বর্তমানে বাংলাদেশে বেকারের সংখ্যা কত?
উত্তর : ২৫ লাখ ৮২ হাজার।
প্রশ্ন : ভারত আপাতত কয়টি ক্ষেত্রে কানাডার নাগরিকদের পুনরায় ভিসা দেওয়া শুরু করে?
উত্তর : চারটি ক্ষেত্রে (এন্ট্রি ভিসা, বিজনেস ভিসা, মেডিকেল ভিসা ও কনফারেন্স ভিসা)।
প্রশ্ন : যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নতুন স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন কে?
উত্তর : মাইক জনসন ।
প্রশ্ন : লি কেকিয়াং গণপ্রজাতন্ত্রী চীনের কততম প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তর : ৭ম প্রধানমন্ত্রী। (তিনি ২৭ অক্টোবর, ২০২৩ মৃত্যুবরণ করেন)।
প্রশ্ন : সম্প্রতি মহাকাশে সর্বকনিষ্ঠ নভোচারী পাঠাচ্ছে কোন মহাকাশযানে ?
উত্তর : সেনঝু-১৭ (চীন)।
প্রশ্ন : সম্প্রতি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন কে?
উত্তর : মাইক জনসন (রিপাবলিকান পার্টি)
প্রশ্ন : সম্প্রতি সিঙ্গাপুরের সম্মানজনক ‘ন্যাশনাল অ্যাওয়ার্ডস’এর পাবলিক সার্ভিস মেডেল (কোভিড-১৯) লাভ করেন কোন বাংলাদেশি?
উত্তর : মুহাম্মদ আজিজ খান ।
প্রশ্ন : সিঙ্গাপুরের জাতীয় পুরস্কার ‘পাবলিক সার্ভিস মেডেল (কোভিড-১৯) পেয়েছেন কোন বাংলাদেশি?
উত্তর : মুহাম্মদ আজিজ (সামিট গ্রুপের চেয়ারম্যান)।
প্রশ্ন : স্পাইডার ও ডেভিড প্লিং কোন দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থ
উত্তর : ইসরাইলের।
Leave a Comment