সাম্প্রতিক সাধারণ জ্ঞান জানুয়ারি ২০২৪ এর ৫০টি এমসিকিউ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই গুরুত্বপূর্ণ। নিচে উত্তর দেওয়া হয়েছে মিলিয়ে নিন।

বাংলাদেশ বিষয়াবলী

১. ২১ নভেম্বর ২০২৩ কোন দেশ বাংলাদেশে নিজেদের দূতাবাস বন্ধ করে দেয়?
ক) লাওস
খ) আফগানিস্তান
গ) মিয়ানমার
ঘ) উত্তর কোরিয়া

২. জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি কবে গঠন করা হয়?
ক) ৭ নভেম্বর ২০২৩
খ) ১৪ নভেম্বর ২০২৩
গ) ৭ ডিসেম্বর ২০২৩
ঘ) ১৭ ডিসেম্বর ২০২৩

৩. বাংলাদেশের সংবিধান নিয়ে ভাস্কর্য ‘ধ্রুব-৭২’ কোথায় অবস্থিত?
ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়
খ) ইসলামী বিশ্ববিদ্যালয়
গ) বরিশাল বিশ্ববিদ্যালয়
ঘ) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

৪. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য কে?
ক) আনোয়ারা বেগম
খ) ফারজানা ইসলাম
গ) হাফিজা খাতুন
ঘ) ড. সাদেকা হালিম

৫. ঢাকা-কক্সবাজার রেলপথে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেনের নাম কী?
ক) কক্সবাজার এক্সপ্রেস
খ) সৈকত এক্সপ্রেস
গ) বঙ্গবন্ধু এক্সপ্রেস
ঘ) আইকনিক এক্সপ্রেস

আরো পড়ুন : সাম্প্রতিক ১৫০টি এমসিকিউ সাধারণ জ্ঞান ২০২৩

৬. UNESCO ঘোষিত বাংলাদেশের প্রথম অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি?
ক) বাউল সঙ্গীত
খ) জামদানি বুনন শিল্প
গ) মঙ্গল শোভাযাত্রা
ঘ) শীতলপাটির বুনন পদ্ধতি

৭. ৬ ডিসেম্বর ২০২৩ বাংলাদেশের কোনটিকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষণা করা হয়?
ক) ঢাকাই মসলিন
খ) ঢাকার রিকশা ও রিকশাচিত্র
গ) নাটোরের কাঁচাগোল্লা
ঘ) বগুড়ার দই

৮. বর্তমানে দেশে কতটি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে?
ক) ৩টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ৬টি

আন্তর্জাতিক বিষয়াবলী

৯. বর্তমানে আফিম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
ক) থাইল্যান্ড
খ) আফগানিস্তান
গ) মিয়ানমার
ঘ) উত্তর কোরিয়া

১০. ২০২৩ সালের অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ কোনটি?
ক) Authentic
খ) Rizz
গ) Matilda
ঘ) AI

১১. বর্তমানে স্বল্পোন্নত দেশ (LDC) কতটি?
ক) ৪৩টি
খ) ৪৪টি
গ) ৪৫টি
ঘ) ৪৬টি

১২. স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হয়েছে কতটি দেশ?
ক) ৬টি
খ) ৭টি
গ) ৮টি
ঘ) ৯টি

১৩. সর্বশেষ কোন দেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটে?
ক) ভুটান
খ) বাংলাদেশ
গ) নেপাল
ঘ) লাওস

18. Pre-Exposure Prophylaxis (PrEP) নামের ঔষধ কোন রোগের জন্য কার্যকর?
ক) COVID-19
খ) ডেঙ্গু
গ) HIV AIDS
ঘ) ম্যালেরিয়া

১৫. জেএন.১ (JN.1) কী?
ক) ছায়াপথ
খ) নভোযান
গ) করোনার উপধরণ
ঘ) উপগ্রহ

১৬. বৈশ্বিক টিকাদান কর্মসূচি কোভ্যাক্স-এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় কবে?
ক) ২১ ডিসেম্বর ২০২৩
খ) ২৭ ডিসেম্বর ২০২৩
গ) ২৯ ডিসেম্বর ২০২৩
ঘ) ৩১ ডিসেম্বর ২০২৩

অর্থ-বাণিজ্য

১৭. বাংলাদেশে ব্যাংকাসুরেন্স প্রবর্তন করা হয় কবে?
ক) ১০ ডিসেম্বর ২০২৩
খ) ১২ ডিসেম্বর ২০২৩
গ) ১৪ ডিসেম্বর ২০২৩
ঘ) ১৭ ডিসেম্বর ২০২৩

১৮. ব্যাংকাসুরেন্স কোন ভাষার শব্দ?
ক) ল্যাটিন
খ) সংস্কৃত
গ) ফরাসি
ঘ) গ্রিক

১৯. কোন ব্যাংকে বঙ্গবন্ধুর শেয়ার রয়েছে?
ক) জনতা ব্যাংক পিএলসি
খ) উত্তরা ব্যাংক পিএলসি
গ) অগ্রণী ব্যাংক পিএলসি
ঘ) সোনালী ব্যাংক পিএলসি

সংস্থার প্রধান

২০. ১ জানুয়ারি ২০২৪ বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক) হেলেন ক্লার্ক
খ) অ্যামি ই. পোপ
গ) ফাতিমাত ধিয়ানা সাঈদ
ঘ) সেলেস্তে সাওলো

২১. ১ জানুয়ারি ২০২৪ G7’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক) ইমানুয়েল ম্যাক্রোঁ (ফ্রান্স)
খ) জর্জিয়া মেলোনি (ইতালি)
গ) জো বাইডেন (যুক্তরাষ্ট্র)
ঘ) ফুমিও কিশিদা (জাপান)

২২. ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (IPU)-এর বর্তমান প্রেসিডেন্ট কে?
ক) আহমদ ফাতি সরুর (মিসর)
খ) তুলিয়া আকসন (তানজানিয়া)
গ) মার্টিন চুংগং (ক্যামেরুন)
ঘ) থিও-বেন গুরিরাব (নামিবিয়া)

সংস্থার সদস্য

২৩. ইন্টারপোলের বর্তমান সদস্য কত?
ক) ১৯৪টি
খ) ১৯৬টি
গ) ১৯৮টি
ঘ) ২০০টি

২৪. ২৮ নভেম্বর ২০২৩ কোন দেশ ইন্টারপোলের ১৯৬তম সদস্যপদ লাভ করে?
ক) মাইক্রোনেশিয়া
খ) পালাউ
গ) সলোমন দ্বীপপুঞ্জ
ঘ) ভানুয়াতু

২৫. ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (IPU)-এর বর্তমান সদস্য কত?_
ক) ১৭২টি
খ) ১৭৪টি
গ) ১৭৮টি
ঘ) ১৮০টি

২৬. ২৪ অক্টোবর ২০২৩ কোন দেশ IPU’র ১৮০তম সদস্যপদ লাভ করে?
ক) বাহামাস
খ) ইরান
গ) ভুটান
ঘ) টোঙ্গা

২৭. ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন (IHO)-এর বর্তমান সদস্য কত?
ক) ৯৬টি
খ) ৯৭টি
গ) ৯৮টি
ঘ) ৯৯টি

২৮. ১৬ নভেম্বর ২০২৩ কোন দেশ IHO’র ৯৯তম সদস্যপদ লাভ করে?
ক) ইরাক
খ) কেপভার্দে
গ) আলবেনিয়া
ঘ) অ্যাঙ্গোলা

২৯. East African Community (EAC)-এর বর্তমান সদস্য কত?
ক) ৮টি
খ) ৯টি
গ) ১০টি
ঘ) ১১টি

৩০:১৫ ডিসেম্বর ২০২৩ কোন দেশ EAC’র ৮ম সদস্যপদ লাভ করে?
ক) কেনিয়া
খ) তানজানিয়া
গ) সোমালিয়া
ঘ) উগান্ডা

সম্মেলন

৩১. ২০২৪ সালে ২৯তম জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP 29) কোথায় অনুষ্ঠিত হবে?
ক) সংযুক্ত আরব আমিরাত
খ) আজারবাইজান
গ) ব্রাজিল
ঘ) ভারত

৩২. ২০২৫ সালে ৩০তম জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP 30) কোথায় অনুষ্ঠিত হবে?
ক) চীন
খ) ব্রাজিল
গ) অস্ট্রেলিয়া
ঘ) যুক্তরাজ্য

রিপোর্ট-সমীক্ষা

৩৩. EIU’র ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি?
ক) জুরিখ ও সিঙ্গাপুর
খ) হংকং ও জেনেভা
গ) তেলআবিব ও কোপেনহেগেন
ঘ) তেহরান ও ত্রিপোলি

৩৪. EIU’র ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে সস্তা শহর কোনটি?
ক) ত্রিপলি (লিবিয়া)
খ) দামেস্ক (সিরিয়া)
গ) তেহরান (ইরান)
ঘ) তিউনিস (তিউনিসিয়া)

৩৫. Forbes’র ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ক্ষমতাধর নারী কে?
ক) ক্রিস্তিন লাগাদ
খ) কমলা হ্যারিস
গ) জর্জিয়া মেলোনি
ঘ) উরসুলা ভন ডার লেন

৩৬. Forbes’র ২০২৩ সালের বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কত?
ক) ৩৯তম
খ) ৪২তম
গ) ৪৩তম
ঘ) ৪৬তম

৩৭. প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) ভারত
গ) মেক্সিকো
ঘ) ফিলিপাইন

৩৮. প্রবাসী আয়ে বাংলাদেশ বিশ্বে কততম?
ক) সপ্তম
খ) অষ্টম
গ) দশম
ঘ) একাদশ

৩৯. প্রবাসী আয়ে GDPতে অবদানে শীর্ষ দেশ কোনটি?
ক) লেবানন
খ) তাজিকিস্তান
গ) নেপাল
ঘ) টোঙ্গা

FAO পরিসংখ্যান বর্ষপঞ্জি ২০২৩

৪০. বিশ্বে খাদ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) বাংলাদেশ
গ) ফিলিপাইন
ঘ) ভারত

৪১. বিশ্বে খাদ্য আমদানিতে বাংলাদেশ কত?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ

৪২. বিশ্বে খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) জার্মানি
গ) যুক্তরাজ্য
ঘ) চীন

৪৩. আলু উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
ক) বাংলাদেশ
খ) ভারত
গ) ইউক্রেন
ঘ) চীন

৪৪. পাম অয়েল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
ক) ইন্দোনেশিয়া
খ) থাইল্যান্ড
গ) মালয়েশিয়া
ঘ) চীন

৪৫. গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) মালয়েশিয়া
খ) তুরস্ক
গ) চীন
ঘ) ইন্দোনেশিয়া

৪৬. চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) থাইল্যান্ড
খ) ভারত
গ) মিয়ানমার
ঘ) ভিয়েতনাম

পুরস্কার

৪৭. ২০২৩ সালের বুকার পুরস্কার লাভ করেন কে?
ক) মার্গারেট অটউড (কানাডা)
খ) বার্নারডাইন এভারিস্টো (যুক্তরাজ্য)
গ) পল লিঞ্চ (আয়ারল্যান্ড)
ঘ) শিহান করুনাতিলকা (শ্রীলংকা),

৪৮. কোন উপন্যাসের জন্য ২০২৩ সালের বুকার পুরস্কার প্রদান করা হয়?
ক) The Black Snow
খ) Prophet Song
গ) Red Sky in Morning
ঘ) Beyond the Sea

ক্রীড়াঙ্গন

৪৯. ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ কতটি টেস্ট ম্যাচে জয় লাভ করে?
ক) ১৯টি
খ) ২২টি
গ) ২৩টি
ঘ) ২৪টি

৫০. অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
ক) বাংলাদেশ
খ) আরব আমিরাত
গ) ভারত
ঘ) পাকিস্তান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান জানুয়ারি ২০২৪ সাম্প্রতিক সাধারণ জ্ঞান জানুয়ারি ২০২৪

Related Post

Leave a Comment