সাম্প্রতিক সাধারণ জ্ঞান ০৪ অক্টোবর ২০২৩ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইনশা আল্লাহ!
প্রশ্ন : ‘ছৌপদী’ প্রথা কী ?
উত্তর : নেপালের শতবর্ষের কুসংস্কার ।
প্রশ্ন : ২০২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার জয়ের মূল প্রতিপাদ্য কি ছিল ?
উত্তর : ইলেক্ট্রন গতিবিদ্যায় অবদানের জন্য ।
প্রশ্ন : ২০২৩ সালে রসায়নবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তর : মুনজি বাউন্ডি (যুক্তরাষ্ট্র), লু ব্রুস (যুক্তরাষ্ট্র) ও অ্যালেক্সাই ইকিমভ (যুক্তরাষ্ট্র)।
প্রশ্ন : ২০২৩ সালের ১৩তম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি?
উত্তর : ভারত (উদ্বোধনী ম্যাচ ৫ অক্টোবর) ।
প্রশ্ন : ২০২৪ সালে গুগল তাদের কোন পরিষেবাটি বন্ধ ঘোষণা করবে ?
উত্তর : গুগল পডকাস্ট ।
প্রশ্ন : আইএমএফ এর বর্তমান নির্বাহী পরিচালক কে?
উত্তর : কৃষ্ণমূর্তি ভি সুব্রামানিয়ান ।
প্রশ্ন : এক সেকেন্ডের এক বিলিয়ন ভাগের এক ভাগের ভাগের এক ভাগের আরও এক বিলিয়ন ভাগ করলে যে ক্ষুদ্রাতিক্ষুদ্র সময় পাওয়া যায়, তাকে কী বলে?
উত্তর : অ্যাটোসেকেন্ড ।
প্রশ্ন : একাধিক প্রযুক্তি উদ্যোগের নিয়ন্ত্রক কোম্পানি ‘অ্যালফাবেট’ এর প্রতিষ্ঠাতা-
উত্তর : গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ এবং সের্গেই ব্রিন (২০১৫ সালের ২ অক্টোবর প্রতিষ্ঠিত হয়)।
প্রশ্ন : কসোভার জনপ্রতিনিধি সমাজ কবে একতরফাভাবে কসোভোর স্বাধীনতা ঘোষণা করে?
উত্তর : ১৭ ফেব্রুয়ারি, ২০০৮।
প্রশ্ন : কোন ক্ষেত্রে অবদানের জন্য ২০২৩ সালে রসায়নবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
উত্তর : কোয়ান্টাম কণা আবিষ্কার ও সংশ্লেষণর জন্য।
প্রশ্ন : চীনকে টক্কর দিতে কোন দেশ তাদের নৌশক্তি বাড়ানোর সিদ্ধা নিয়েছে ?
উত্তর : ভারত ।
প্রশ্ন : চোখের কোণের কোন গ্রন্থি থেকে ক্রমাগত পানি বের হয়ে চোখের মণি চোখকে সিক্ত রাখে?
উত্তর : ল্যাক্রিমাল গ্রন্থি ।
প্রশ্ন : ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কবে রেল চলাচল শুরু করবে?
উত্তর : ১০ অক্টোবর
প্রশ্ন : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনারের নাম কী?
উত্তর : হাবিবুর রহমান ।
প্রশ্ন : দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক পরিষদের চেয়ারম্যান হয়েছেন কোন বাংলাদেশী?
উত্তর : শ্যাম সুন্দর শিকদার। (বর্তমান বিটিআরসি চেয়ারম্যান)।
প্রশ্ন : নিউজক্লিক’ কোন দেশভিত্তিক সংবাদমাধ্যম?
উত্তর : ভারত।
প্রশ্ন : প্রতিবছর কত তারিখে জার্মানিতে ‘পুনঃএকত্রীকরণ দিবস’ পালন করা হয়?
উত্তর : ৩ অক্টোবর।
প্রশ্ন : বিশ্বব্যাংকের তথ্যমতে, বাংলাদেশে ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে প্রতিবছর গড়ে কত শতাংশীয় পয়েন্ট হারে দারিদ্র্য কমেছে?
উত্তর : ১
প্রশ্ন : বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী চলতি অর্থবছর শেষে বাংলাদেে জিডিপি প্রবৃদ্ধির পরিমাণ কত হতে পারে?
উত্তর : ৫.৬ শতাংশ।
প্রশ্ন : ভারতের নৌবাহিনী কর্তৃক পরিকল্পিত স্থানীয়ভাবে তৈরি করতে চাওয়া বিমানবাহী রণতরীর নাম কী?
উত্তর : ইনডিজেনাস এয়ারক্রাফ্ট ক্যারিয়ার (আইএসি)।
প্রশ্ন : ম্যারিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কে ?
উত্তর : কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) ।
প্রশ্ন : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ কতদিনের জন্য সর্বপ্রথম পিতৃকালীন লদেশকতদিনেরজন্যস ছুটির অনুমোদন করেন?
উত্তর : ১৫ দিন।
প্রশ্ন : রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম হস্তান্তর হবে কত তারিখে ?
উত্তর : ৫ অক্টোবর ২০২৩।
প্রশ্ন : সম্প্রতি আইএমএফ হতে প্রাপ্ত ৪৭০ কোটি ডলার ঋণ এর বিপরীতে বাংলাদেশকে কয়টি শর্ত প্রদান করেছিল?
উত্তর : ৩৮ টি।
প্রশ্ন : সম্প্রতি আফগানিস্তান কোন দেশের সাথে তাদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে?
উত্তর : ভারত।
প্রশ্ন : সম্প্রতি জেমস ওয়েব টেলিস্কোপ আকাশে যে ভাসমান গ্রহের সন্ধান পেয়েছে তার নাম কি দেয়া হয়েছে ?
উত্তর : জুপিটার ম্যাস বাইনারি অবজেক্টস (সংক্ষেপে জাম্বু ) ।
প্রশ্ন : সম্প্রতি দেশের কোথায় ১০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ?
উত্তর : ফেনীর সোনাগাজী উপজেলা ।
প্রশ্ন : সম্প্রতি মার্কিন সরকারের শাটডাউন এড়াতে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে পাস হওয়া স্পিকার ম্যাকার্থি কর্তৃক প্রস্তাবিত বিলটির নাম কী?
উত্তর : স্টপগ্যাপ তহবিল বিল ।
Leave a Comment