সাম্প্রতিক সাধারণ জ্ঞান মে ২০২৪ থেকে ৫০টি এমসিকিউ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। উত্তর দেখতে নিচের পিডিএফটি পড়ুন।
১. স্বাধীন বাংলাদেশের মানচিত্রখচিত পতাকার নকশাকার কে?
ক) মোহাম্মদ ইদ্রিস
খ) কামরুল হাসান
গ) নিত্যানন্দ সাহা
ঘ) শিবনারায়ণ দাস
২. বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়?
ক) জংখা
খ) মালয়
গ) অসমীয়া
ঘ) মারাঠি
৩. দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত?
ক) দৌলতপুর, খুলনা
খ) লোহাগড়া, নড়াইল
গ) কেরাণীগঞ্জ, ঢাকা
ঘ) ফুলগাজী, ফেনী
৪. ২৩ এপ্রিল ২০২৪ বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে?
ক) নেদারল্যান্ডস
খ) কাতার
গ) ভুটান
ঘ) ওমান
৫. বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংক একীভূত করার জন্য নীতিমালা জারি করে কবে?
ক) ১ এপ্রিল ২০২৪
খ) ২ এপ্রিল ২০২৪
গ) ৩ এপ্রিল ২০২৪
ঘ) ৪ এপ্রিল ২০২৪
আরো পড়ুর : ২০২৪ সালের বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে আসা ৮০টি এমসিকিউ
৬. ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে?
ক) কুড়িগ্রাম
খ) নীলফামারী
গ) গাইবান্ধা
ঘ) পঞ্চগড়
৭. দেশের প্রথম ‘এপিআই শিল্প পার্ক’ কোথায় স্থাপিত হয়েছে?
ক) শ্রীপুর, গাজীপুর
খ) গজারিয়া, মুন্সীগঞ্জ
গ) সাভার, ঢাকা
ঘ) রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
৮. দখলদার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান প্রথম সরাসরি হামলা করে কবে?
ক) ১-২ এপ্রিল ২০২৪
খ) ৫-৬ এপ্রিল ২০২৪
গ) ১১-১২ এপ্রিল ২০২৪
ঘ) ১৩-১৪ এপ্রিল ২০২৪
৯. ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলার সামরিক শিরোনাম কী?
ক) Operation New Life
খ) Operation Truthful
গ) Promise Operation
ঘ) True Promise Operation Provide Promise
১০. জিম্বাবুয়ের নতুন মুদ্রা চালু হয় কবে?
ক) ৪ এপ্রিল ২০২৪
খ) ৮ এপ্রিল ২০২৪
গ) ১১ এপ্রিল ২০২৪
ঘ) ১৫ এপ্রিল 2024
১১. জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম কী?
ক) CFA franc
খ) Zimbabwe Gold
গ) Zimbabwean Dollar
ঘ) Euro
১২. বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
ক) নেপাল
খ) ভারত
গ) রুয়ান্ডা
ঘ) বাংলাদেশ
১৩. বিশ্বের মোট হাতির এক-তৃতীয়াংশ বাস করে কোন দেশে?
ক) বতসোয়ানা
খ) জিম্বাবুয়ে
গ) তানজানিয়া
ঘ) গ্যাবন
১৪. International Year of Volunteers for Sustainable Development কোন সাল?
ক) ২০২৪
খ) ২০২৫
গ) ২০২৬
ঘ) ২০২৭
১৫. ১৯ এপ্রিল ২০২৪ কোন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?
ক) বার্বাডোস
খ) ফ্রান্স
গ) আয়ারল্যান্ড
ঘ) স্পেন
১৬. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান কে?
ক) ইলেন জনসন
খ) ম্যানুয়েলা রোকা
গ) জুডিথ সুমিনওয়া
ঘ) এনগোজি ওকোঞ্জো
১৭. আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী (Taoiseach) কে?
ক) লিও ভারাদকার
খ) সিমন হ্যারিস
গ) ব্রায়েন কোয়েন
ঘ) এন্ডা কেনি
১৮. সিঙ্গাপুরের পরবর্তী প্রধানমন্ত্রী কে?
ক) তান কিন লিয়ান
খ) এনজি কোক সং
গ) থারমান শানমুগারাতনাম
ঘ) লরেন্স ও
১৯. সেনেগালের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে?
ক) উসমানে সোনকো
খ) বাসিরু দিওমায়ে ফায়ে
গ) মাকাই সল
ঘ) খলিফা সল
২০. আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস কবে?
ক) ৩০ মার্চ
খ) ১১ এপ্রিল
গ) ২২ মে
ঘ) ১৫ জুন
২১. চ্যাটজিপিটির নির্মাতা OpenAI এশিয়ায় প্রথম কার্যালয় চালু করে কোথায়?
ক) চেন্নাই, ভারত
খ) বেইজিং, চীন
গ) টোকিও, জাপান
ঘ) সিউল, দক্ষিণ কোরিয়া
২২. গাইয়া বিএইচ৩ (Gaia BH3) কী?
ক) ড্রোন
খ) ক্ষেপণাস্ত্র
গ) কৃষ্ণগহ্বর
ঘ) উপগ্রহ
২৩.অত্যাধুনিক Rampage (তাণ্ডব) ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
ক) ইসরায়েল
খ) রাশিয়া
গ) ইরান
ঘ) ফ্রান্স
২৪.১৩ মার্চ ২০২৪ কোন দেশ ইউরোপের পরমাণু গবেষণা সংস্থা CERN’র সহযোগী সদস্যপদ লাভ করে?
ক) ব্রাজিল
খ) ভারত
গ) ইরাক
ঘ) দক্ষিণ কোরিয়া
২৫.২৫ আগস্ট ২০২৪ কোন দেশ পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID) ত্যাগ করবে?
ক) হন্ডুরাস
খ) মঙ্গোলিয়া
গ) মালি
ঘ) মোজাম্বিক
২৬. ICSID’র বর্তমান সদস্য দেশ কতটি?
ক) ১৫৬টি
খ) ১৫৮টি
গ) ১৬০টি
ঘ) ১৬২টি
২৭.বর্তমানে শেনজেনভুক্ত দেশ কতটি?
ক) ২৭টি
খ) ২৮টি
গ) ২৯টি
ঘ) ৩০টি
২৮.৩১ মার্চ ২০২৪ কোন কোন দেশ শেনজেনভুক্ত হয়?
ক) আয়ারল্যান্ড ও সাইপ্রাস
খ) রোমানিয়া ও বুলগেরিয়া
গ) কসোভো ও মন্টিনেগ্রো
ঘ) সার্বিয়া ও ইউক্রেন
২৯. ইউরোপীয় ইউনিয়নের কোন সদস্য দেশ শেনজেনভুক্ত নয়?
ক) আয়ারল্যান্ড
খ) ক্রোয়েশিয়া
গ) সাইপ্রাস
ঘ) ক+খ
৩০.১৫তম OIC শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
ক) ৪-৫ মে ২০২৪
খ) ৪-৫ জুন ২০২৪
গ) ৪-৫ জুলাই ২০২৪
ঘ) ৪-৫ আগস্ট ২০২৪
৩১. ১৫তম OIC শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক) ইস্তানবুল, তুরস্ক
খ) তেহরান, ইরান
গ) বানজুল, গাম্বিয়া
ঘ) দোহা, কাতার
৩২. Forbes এর ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে?
ক) ইলন মাস্ক ও তার পরিবার
খ) জেফ বেজোস ও তার পরিবার
গ) বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার
ঘ) বিল গেটস ও তার পরিবার
৩৩.Forbes’র ২০২৪ সালের শীর্ষ ধনীর তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি কে?
ক) আবদুল মাতলুব আহমাদ
খ) সালমান এফ রহমান
গ) আজিজ খান
ঘ) আহমেদ আকবর সোবহান
৩৪.বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) ভারত
খ) চীন
গ) ফ্রান্স
ঘ) জাপান
৩৫.বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) যুক্তরাষ্ট্র
গ) যুক্তরাজ্য
ঘ) জাপান
৩৬. WTO’র প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) জার্মানি
গ) চীন
ঘ) নেদারল্যান্ডস
৩৭. WTO’র প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) যুক্তরাষ্ট্র
গ) জার্মানি
ঘ) জাপান
৩৮.বিশ্বে মোট জনসংখ্যা কত?
ক) ৭৯৯.৬০ কোটি
খ) ৮০৪.৭০ কোটি
গ) ৮০৯.৮০ কোটি
ঘ) ৮১১.৯০ কোটি
৩৯.জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) ভারত
গ) যুক্তরাষ্ট্র
ঘ) ইন্দোনেশিয়া
৪০.বাংলাদেশের জনসংখ্যা কত?
ক) ১৭.১০ কোটি
খ) ১৭.২৫ কোটি
গ) ১৭.৩৫ কোটি
ঘ) ১৭.৪৭ কোটি
৪১. জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
ক) ষষ্ঠ
খ) সপ্তম
গ) অষ্টম
ঘ) নবম
৪২.শীর্ষ দেশ কোনটি?
ক) সুইজারল্যান্ড
খ) নরওয়ে
গ) মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
ঘ) আয়ারল্যান্ড
৪৩.সর্বনিম্ন দেশ কোনটি?
ক) হংকং
খ) দক্ষিণ সুদান
গ) মালি
ঘ) সোমালিয়া
৪৪.বাংলাদেশের অবস্থান কত?
ক) ১২৯তম
খ) ১৪৩তম
গ) ১২৭ তম
ঘ) ১৩২তম
৪৫.গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
ক) সুইজারল্যান্ড
খ) হংকং
গ) জাপান
ঘ) সিঙ্গাপুর
৪৬. গড় আয়ুতে সর্বনিম্ন কোন দেশ?
ক) মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
খ) লেসেথো
গ) শাদ
ঘ) খ + গ
৪৭.মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?
ক) লিচটেনস্টাইন
খ) সিঙ্গাপুর
গ) কাতার
ঘ) লুক্সেমবার্গ
৪৮.মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি?
ক) কঙ্গো প্রজাতন্ত্র
খ) দক্ষিণ সুদান
গ) মালাবি
ঘ) বুরুন্ডি
৪৯ ২২ এপ্রিল ২০২৪ পর্যন্ত আন্তর্জাতিক নারী টি- ২০ ক্রিকেটে মোট হ্যাটট্রিক হয়েছে কতটি?
ক) ৩৯টি
খ) ৪০টি
গ) ৪১টি
ঘ) ৪২টি
৫০.আন্তর্জাতিক নারী টি-২০ ক্রিকেটে একাধিক হ্যাটট্রিক করা তৃতীয় বোলার কে?
ক) কন্সি এউকৌ (উগান্ডা)
খ) ক্যারি চ্যান (হংকং)
গ) ফারিহা ইসলাম তৃষ্ণা (বাংলাদেশ)
ঘ) নোম্ভেল সিবান্দা (জিম্বাবুয়ে)
Leave a Comment