সাম্প্রতিক সাধারণ জ্ঞান ০৫ নভেম্বর ২০২৩ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইনশা আল্লাহ!
প্রশ্ন : ‘ক্যাপিটাল হিল’ কোথায় অবস্থিত?
উত্তর : ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
প্রশ্ন : ‘গাবখান চ্যানেল’ কোন জেলায় অবস্থিত?
উত্তর : ঝালকাঠি।
প্রশ্ন : ‘থর মরুভূমি (The Thar Desert)’ কোন দেশে অবস্থিত?
উত্তর : ভারত ও পাকিস্তানে
প্রশ্ন : ‘শোনো, একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি’ গানটির রচয়িতা/ গীতিকার কে?
উত্তর : গৌরীপ্রসন্ন মজুমদার ।
প্রশ্ন : ২০২৩-২৪ অর্থবছরে প্রথম তিন মাসের বাণিজ্য ঘাটতি কত টাকা?
উত্তর : ১৮১ কোটি ৮০ লাখ ডলার।
প্রশ্ন : ২০৩০ সারের ২৪তম বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কোনটি?
উত্তর : মরক্কো, স্পেন ও পর্তুগাল ।
প্রশ্ন : ‘ETPLF’ কোন দেশের সশস্ত্র গোষ্ঠী?
উত্তর : ইথিওপিয়া।
প্রশ্ন : MRT-5 কোন রুটে চলাচল করবে?
উত্তর : নর্দান রুট (হেমায়েতপুর- ভাটারা)
প্রশ্ন : OIC এবং সৌদি সরকারের যৌথ উদ্যোগে জেদ্দায় অনুষ্ঠিত নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের শিরোনাম কি?
উত্তর : ‘ইসলামে নারী: মর্যাদা ও ক্ষমতায়ন’।
প্রশ্ন : অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী ?
উত্তর : অ্যান্থনি আলবানিজ ।
প্রশ্ন : ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করায় সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কোন কোন দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে?
উত্তর : চীন, তুর্কিয়ে এবং সংযুক্ত আরব আমিরাত।
প্রশ্ন : ইসলামে নারীবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : সৌদি আরব (৬ ও ৮ নভেম্বর, ২০২৩)।
প্রশ্ন : উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের কয়টি স্টেশন রয়েছে?
উত্তর : ১৬ টি।
প্রশ্ন : একমাত্র ক্রিকেটার হিসেবে অভিষেক বিশ্বকাপে কিংবদন্তী শচীন টেন্ডুলকারকে পিছনে ফেলে তিনটি শতক হাঁকিয়েছে কোন খেলোয়ার ?
উত্তর : রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড)।
প্রশ্ন : ওআইসি ও সৌদি সরকারের উদ্যোগে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে-
উত্তর : জেদ্দা, সৌদি আরব।
প্রশ্ন : কম্পিউটার সিডি থেকে কী দিয়ে তথ্য সংগ্রহ করে?
উত্তর : আলোক সংকেত।
প্রশ্ন : কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে?
উত্তর : অ্যালান টুরিং।
প্রশ্ন : কোন সাহিত্যিক ‘অনিলা দেবী’, ‘অপরাজিতা দেবী’ ইত্যাদি ছদ্মনামে লিখতেন?
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
প্রশ্ন : গাজায় জাতিসংঘের শরণার্থী শিবির কোন শহরে অবস্থিত?
উত্তর : খান ইউনিস শহরে।
প্রশ্ন : গাজায় নির্বিচারে হামলা বন্ধে কোন দেশ ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে ?
উত্তর : তুরস্ক ( ৪ নভেম্বর, ২০২৩)।
প্রশ্ন : ঘোড়াশাল পলাশ সার কারখানা কোথায় নির্মিত হচ্ছে ?
উত্তর : নর ডেল্টা প্ল্যানের আওতায়
প্রশ্ন : কোন নদীকে ছোট করে ৬ কি.মি কর পরিকল্পনা নিয়েছিল পানিসম্পদ মন্ত্রণালয় ?
উত্তর : যমুনা নদী ।
প্রশ্ন : নেপালের কোন শহরটি সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হয়েছে?
উত্তর : জাজারকোট
প্রশ্ন : বর্তমানে দেশে কয়টি নন লাইফ বা সাধারণ বিমা কোম্পানি আছে?
উত্তর : ৪৭ টি।
প্রশ্ন : বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত মোট রাজনৈতিক দল কতটি?
উত্তর : ৪৪ টি।
প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) বাণিজ্য ঘাটতি কত?
উত্তর : ১৮১ কোটি ৮০ লাখ ডলার ।
প্রশ্ন : বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎকেন্দ্র কোন জেলায় অবস্থিত?
উত্তর : কক্সবাজার।
প্রশ্ন : মধ্যযুগের বিখ্যাত কবি শেখ সাদি কোন ভাষার সাহিত্য রচনা করতেন?
উত্তর : ফারসি
প্রশ্ন : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি লাইন-৫ এর হেমায়েতপুর- ভাটারা রুটের নির্মাণ কাজ উদ্বোধন করেন কবে?
উত্তর : ৪ নভেম্বর ২০২৩।
প্রশ্ন : সম্প্রতি কোন দেশ ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে?
উত্তর : তুরস্ক।
প্রশ্ন : সম্প্রতি কোন দেশে ভয়াবহ ভূমিকম্পে ১৫৭ জন নিহত হয়েছে ?
উত্তর : নেপালে (৫.৬ মাত্রায় ভূমিকম্প)।
প্রশ্ন : সম্প্রতি কোন দেশে সামরিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়েছে ?
উত্তর : মিয়ানমার ।
প্রশ্ন : সম্প্রতি নির্মাণ কাজের উদ্বোধন হওয়া MRT-5 এর দৈর্ঘ্য কত?
উত্তর : ২০ কি.মি.
প্রশ্ন : সম্প্রতি নেপালের জাজারকোটে কত মাত্রার ভূমিকম্প আঘাত হানে?
উত্তর : ৬.৪ মাত্রার (নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের মতে)।
প্রশ্ন : সিনাই উপদ্বীপ কোথায় অবস্থিত?
উত্তর : মিশরে।
প্রশ্ন : সিলিন্ডারে যে গ্যাস বিক্রি হয়, তার নাম কী?
উত্তর : বিউটেন।
প্রশ্ন : ১৪তম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলন (এসএইএস) কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর : ঢাকা।
Leave a Comment