সাম্প্রতিক সাধারণ জ্ঞান মার্চ ২০২৪ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। উত্তরগুলো নিচের পিডিএফ থেকে মিলিয়ে নিন।
প্রশ্ন : ১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নিযুক্ত সায়মা ওয়াজেদ নারী হিসেবে এই দায়িত্বে কততম?
ক) প্ৰথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
প্রশ্ন : সংস্কারের পর কত তারিখে ‘ঢাকা গেট’ উদ্বোধন করা হয়?
ক) ২২ জানুয়ারি ২০২৪
খ) ২৪ জানুয়ারি ২০২৪
গ) ২৬ জানুয়ারি ২০২৪
ঘ) ২৮ জানুয়ারি ২০২৪
প্রশ্ন : ১৭ ফেব্রুয়ারি কোন জেলায় দেশের প্রথম প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ প্ল্যান্ট উদ্বোধন করা হয়?
ক) চট্টগ্রাম
খ) খুলনা
গ) সিলেট
ঘ) ঢাকা
প্রশ্ন : ফেব্রুয়ারিতে প্ৰকাশিত বিবিএসের প্রতিবেদন মতে, দেশের ইতিহাসে ২০২৩ সালে সর্বোচ্চ কত কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে?
ক) ১১ লাখের বেশি
খ) ১৩ লাখের বেশি
গ) ১৪ লাখের বেশি
ঘ) ১৫ লাখের বেশি
প্রশ্ন : ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ- ভারতের নৌ-প্রটোকলের আওতায় চালু হওয়া সুলতানগঞ্জ নৌবন্দর কোন জেলায় অবস্থিত?
ক) চাপাইনবাবগঞ্জ
খ) দিনাজপুর
গ) রাজশাহী
ঘ) খুলনা
প্রশ্ন : ২৩ জানুয়ারি রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে ভারত সরকার কোন পদকে ভূষিত করেন?
ক) পদ্মশ্ৰী
খ) পদ্মভূষণ
গ) ভারতরত্ন
ঘ) পদ্মভূষণ
প্রশ্ন : ৩০ জানুয়ারি সংরক্ষিত পুরাকীর্তির স্বীকৃতি পাওয়া বলিহার রাজবাড়ি কোন জেলায় অবস্থিত?
ক) চাপাইনবাবগঞ্জ
খ) নওগাঁ
গ) রাজশাহী
ঘ) খুলনা
প্রশ্ন : ৫ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে বাংলাদেশের কয়টি আন্তর্জাতিক রুটে বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত গৃহীত হয়?
ক) ৩টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ৭টি
প্রশ্ন : ১ ফেব্রুয়ারি প্রাচীন ও মধ্যযুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের স্বীকৃতি পাওয়া বিরাট রাজার ঢিবি কোথায় অবস্থিত?
ক) চাপাইনবাবগঞ্জ
খ) দিনাজপুর
গ) গাইবান্ধা
ঘ) রংপুর
প্রশ্ন : ৩০ জানুয়ারি শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান সিসিমপুর কোন পুরস্কার লাভ করে?
ক) কিডস্কিন অ্যাওয়ার্ড
খ) জাতীয় শিশু পুরস্কার
গ) ইন্টারন্যাশনাল অ্যানথেম অ্যাওয়ার্ড
ঘ) জাতীয় চলচ্চিত্র পুরস্কার
প্রশ্ন : ৮ ফেব্রুয়ারি শুরু দেশের জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজনটির সংক্ষেপিত নাম কী?
ক) বাজুস ফেয়ার
খ) বাণিজ্য মেলা
গ) বিসিক ফেয়ার
ঘ) শিল্প মেলা
প্রশ্ন : অর্থনৈতিক উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে দেশের রপ্তানি আয় কত ডলার?
ক) ৫৩ দশমিক ৮০ মিলিয়ন
খ) ৫৩ দশমিক ৫৬ মিলিয়ন
গ) ৫৫ দশমিক ৭০ মিলিয়ন
ঘ) ৫৫ দশমিক ৫৬ মিলিয়ন
প্রশ্ন : ৩১ জানুয়ারি প্রকাশিত স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস, ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, কোন বিভাগে জন্মহার সবচেয়ে বেশি ?
ক) চট্টগ্রাম
খ) ঢাকা
গ) রাজশাহী
ঘ) বরিশাল
প্রশ্ন : ২০ জানুয়ারি এথেন্সে অনুষ্ঠিত ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল কয়টি পদক অর্জন করে?
ক) ১৫টি
খ) ১৩টি
গ) ১১টি
ঘ) ৯টি
প্রশ্ন : দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী কয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করেন?
ক) ৩৫টি
খ) ৪০টি
গ) ৪৫টি
ঘ) ৫৫টি
প্রশ্ন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক একাত্তরের শহিদ বুদ্ধিজীবীর তালিকায় অন্তর্ভুক্ত মোট বুদ্ধিজীবী কতজন ?
ক) ৪৪২ জন
খ) ৪৩৮ জন
গ) ৪৩৫ জন
ঘ) ৪৩০ জন
প্রশ্ন : ১৩ ফেব্রুয়ারি একনেকে অনুমোদিত তরুণ ফ্রিল্যান্সার তৈরির প্রকল্পটি কয়টি জেলায় বাস্তবায়িত হবে?
ক) ৩০ জেলা
খ) ৩৫ জেলা
গ) ৪৮ জেলা
ঘ) ৫০ জেলা
প্রশ্ন : ১২ ফেব্রুয়ারি কোন খেলোয়াড় তিন ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন?
ক) নাজমুল হোসেন শান্ত
খ) সাকিব আল হাসান
গ) মুমিনুল হক
ঘ) মুশফিকুর রহিম
প্রশ্ন : ফিলিস্তিন প্রসঙ্গে বাংলাদেশ কত তারিখে আইসিজের শুনানিতে অংশগ্রহণ করে?
ক) ১৭ ফেব্রুয়ারি
খ) ১৮ ফেব্রুয়ারি
গ) ২০ ফেব্রুয়ারি
ঘ) ২২ ফেব্রুয়ারি
প্রশ্ন : ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে নারীদের কোন ক্রীড়া আয়োজনটি বাংলাদেশে অনুষ্ঠিত হবে ?
ক) টি-২০ বিশ্বকাপ
খ) এসএ গেমস
গ) ফিফা নারী বিশ্বকাপ
ঘ) এএফসি মহিলা এশিয়ান কাপ
প্রশ্ন : জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ- ২০২৪-এ দেশের দ্রুততম মানব-মানবী কারা হন?
ক) মাহবুব আলম ও সুমাইয়া দেওয়ান
খ) শাসসুন্নাহার রত্না ও মোহাম্মদ ইসমাইল
গ) ইমরানুর রহমান ও শিরিন আক্তার
ঘ) রাকিবুল হাসান ও উম্মে হাফসা রুমকী
প্রশ্ন : পরিবেশ সংক্রান্ত অভিযোগ জানাতে ৬ ফেব্রুয়ারি উদ্বোধিত হেল্পলাইন নম্বরটি কত?
ক) 333-4
খ) 332-4
গ) ৩৩৩-৫
ঘ) ৩৩৩-৬
প্রশ্ন : ২ জানুয়ারি কোন বাংলাদেশি পণ্যকে ভারত জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়?
ক) নরসিংদীর অমৃত সাগর কলা
খ) টাঙ্গাইল শাড়ি
গ) মৌলভীবাজারের আগর আতর
ঘ) জামালপুরের নকশি কাঁথা
প্রশ্ন : আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৪ অর্থবছরে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত হবে?
ক) 3.1%
গ) 3.3%
খ) 3.2%
ঘ) 3.8%
প্রশ্ন : ৩০ জানুয়ারি ইলন মাস্ক ঘোষিত ও মানব মস্তিষ্কে স্থাপিত চিপটির নাম কী?
ক) নিউরোপ্যাথি
খ) নিউরোহিপ
গ) টেলিপ্যাথি
ঘ) টেলিনিউরো
প্রশ্ন : ১ ফেব্রুয়ারি কোন সংস্থা ইউক্রেনকে ৫ হাজার কোটি ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দেয়?
ক) আফ্রিকার ইউনিয়ন
খ) ইউরোপীয় ইউনিয়ন
গ) জি-৭
ঘ) ন্যাটো
প্রশ্ন : ২০২৩ সালে বাংলাদেশসহ সদস্য দেশগুলোর জলবায়ু খাতে কত বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দেয় এশীয় উন্নয়ন ব্যাংক?
ক) ১০ বিলিয়ন ডলার
খ) ১১ বিলিয়ন ডলার
গ) ১২ বিলিয়ন ডলার
ঘ) ১৩ বিলিয়ন ডলার
প্রশ্ন : যুক্তরাষ্ট্র কোন দুটি দেশে অবস্থিত ইরানি লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে?
ক) সিরিয়া ও লিবিয়া
খ) মিসর ও লেবানন
গ) সিরিয়া ও লেবানন
ঘ) সিরিয়া ও ইরাক
প্রশ্ন : ৩১ জানুয়ারি নিচের কোন দুটি দেশ ব্রিকসের নতুন সদস্য হয়নি?
ক) বলিভিয়া ও আর্জেন্টিনা
খ) মিশর ও ইথিওপিয়া
গ) ইরান ও সৌদি আরব
ঘ) সংযুক্ত আরব আমিরাত ইরান
প্রশ্ন : ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে কবে শুনানি শুরু হয়?
ক) ১৮ ফেব্রুয়ারি
খ) ১৯ ফেব্রুয়ারি
গ) ২০ ফেব্রুয়ারি
ঘ) ২৬ ফেব্রুয়ারি
প্রশ্ন : ১ ফেব্রুয়ারি ভারতের কাছে কত কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়?
ক) ১০০
গ) ৩০০
খ) ২০০
ঘ) ৪০০
প্রশ্ন : ৩ ফেব্রুয়ারি বিশাখাপট্টনম টেস্টে ভারতের ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে কে ডাবল সেঞ্চুরি করেন?
ক) ইষান কিষান
খ) রোহিত শর্মা
গ) জয়সওয়াল
ঘ) শুভমান গিল
প্রশ্ন : ৩১ জানুয়ারি মার্কিন সিনেটে অনুষ্ঠিত ‘বিগ টেক অ্যান্ড দ্য অনলাইন চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন ক্রাইসিস’ শীর্ষক শুনানিতে কে ক্ষমা প্রার্থনা করেন?
ক) জাকারবার্গ
খ) জেফ বেজোস
গ) ইলন মাস্ক
ঘ) বিল গেটস
প্রশ্ন : পাকিস্তানে ১৬তম জাতীয় পরিষদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
ক) ৮ ফেব্রুয়ারি
খ) ৯ ফেব্রুয়ারি
গ) ১০ ফেব্রুয়ারি
ঘ) ১১ ফেব্রুয়ারি
প্রশ্ন : ৪ ফেব্রুয়ারি কোন সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠার দুই দশক পূর্ণ করেছে?
ক) লিংকডইন
খ) ফেসবুক
গ) টুইটার
ঘ) ইউটিউব
প্রশ্ন : ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে গ্র্যামি অ্যাওয়ার্ডসের কততম আসর বসে?
ক) ৯৯তম
খ) ৮৮তম
গ) ৭৭তম
ঘ) ৬৬তম
প্রশ্ন : ৬ ফেব্রুয়ারি কোন দুটি দেশে সংঘটিত প্রলংঙ্করী ভূমিকম্পের বর্ষপূর্তি হয়?
ক) তুরস্ক-গ্রিস
খ) সিরিয়া-লেবানন
গ) তুরস্ক-সিরিয়া
ঘ) তুরস্ক-লেবানন
প্রশ্ন : ৬ ফেব্রুয়ারি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সেবাস্তিয়ান পিনেরা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
ক) ব্রাজিল
খ) চিলি
গ) বলিভিয়া
ঘ) আর্জেন্টিনা
প্রশ্ন : ২০২৩ সালে প্রথমবারের মতো বছরজুড়ে বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা রেকর্ড কত ডিগ্রি সেলসিয়াস ছিল?
ক) ১ ডিগ্রি
খ) ১.৩ ডিগ্রি
গ) ১.৫ ডিগ্রি
ঘ) 2 ডিগ্রি
প্রশ্ন : ৯ ফেব্রুয়ারি কোন দেশে ১৬টি শরীয়াহ আইনকে অসাংবিধানিক ঘোষণা করা হয়?
ক) মালয়েশিয়া
খ) মালদ্বীপ
গ) কাতার
ঘ) ইন্দোনেশিয়া
প্রশ্ন : ৮ ফেব্রুয়ারি গুগলের এআই ‘বার্ড’-এর নাম বদলে কোনটি রাখা হয়েছে?
ক) জেনিমি
খ) জেমিনি
গ) পিকাসা
ঘ) কিউই
প্রশ্ন : ১০ ফেব্রুয়ারি চীনে পালিত বর্ষবরণ উৎসবের অন্যতম অনুষঙ্গ ছিল কোনটি?
ক) ঘোড়া
খ) হাতি
গ) ড্রাগন
ঘ) গাধা
প্রশ্ন : সম্প্রতি ন্যাটোতে সুইডেনের সদস্যপদ অনুমোদনের জন্য সম্মত হয়েছে কোন দেশ?
ক) সার্বিয়া
খ) গ্রিস
গ) তুরস্ক
ঘ) হাঙ্গেরি
প্রশ্ন : ১০ ফেব্রুয়ারি কাতারে আয়োজিত এএফসি এশিয়ান কাপের ফাইনালে জর্ডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
ক) জাপান
খ) সৌদি আরব
গ) কাতার
ঘ) দক্ষিণ কোরিয়া
প্রশ্ন : ১৩ ফেব্রুয়ারি ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে সহায়তার জন্য মার্কিন সিনেট কত ডলারের বিল অনুমোদন দিয়েছে?
ক) ৯৪ বিলিয়ন
খ) ৯৫ বিলিয়ন
গ) ৯৬ বিলিয়ন
ঘ) ৯৭ বিলিয়ন
প্রশ্ন : ১১ ফেব্রুয়ারি আইভরি কোস্টে আয়োজিত ৩৪তম আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে নাইজেরিয়াকে হারিয়ে শিরোপা জিতে কোন দেশ?
ক) ঘানা
খ) আইভরি কোস্ট
গ) সেনেগাল
ঘ) মরক্কো
প্রশ্ন : পৃথিবীর সমুদ্র ও বায়ুমণ্ডল পর্যবেক্ষণের জন্য ৮ ফেব্রুয়ারি নাসা কর্তৃক উৎক্ষেপিত স্যাটেলাইটটির নাম কী?
ক) কেইস
খ) অডিমেরাস
গ) জিইসি
ঘ) পেইস
প্রশ্ন : ফেব্রুয়ারি মাসে হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ভারতীয় পেসারদের মধ্যে প্রথমমারের মতো কে শীর্ষে ওঠেন?
ক) মোহাম্মদ সিরাজ
খ) মোহাম্মদ শামি
গ) জাসপ্রিত বুমরাহ
ঘ) ভুবনেশ্বর কুমার
সাম্প্রতিক সাধারণ জ্ঞান মার্চ ২০২৪
[button color=”red” size=”medium” link=”https://bcspreparation.net/wp-content/uploads/2024/03/সাম্প্রতিক-সাধারণ-জ্ঞান-মার্চ-২০২৪.pdf” icon=”download ” target=”false” center=”true” nofollow=”false” sponsored=”false”]PDF Download Here[/button]
Leave a Comment