১৮তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা ২০২৪ এর সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ১৫ মার্চ ২০২৪। এই দিন ১৮তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ প্রশ্নের সমাধান নিচে দেওয়া হলো। আসা এটা আপনার জন্য সহায়ক হবে।
১. বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি?
ক. চর্যাপদ
খ. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
গ. বঙ্গবাণী
ঘ. অন্নদামঙ্গল কাব্য
উত্তর : ক
২. মধ্যযুগের শেষ কবি কে?
ক. আব্দুল হাকিম
খ. বড়ু চণ্ডীদাস
গ. আলাওল
ঘ. ভারতচন্দ্র রায়গুণাকর
উত্তর : ঘ
৩. যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে?
ক. বিহারীলাল চক্রবর্তী
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. ভারতচন্দ্র রায়গুণাকর
ঘ. আলাওল
উত্তর : খ
৪. চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. অমিয় চক্রবর্তী
ঘ. বিষ্ণু দে
উত্তর : ক
৫. কোনটি সঠিক বানান?
ক. নিশিথিনী
খ. নীশিথিনী
গ. নিশীথিনী
ঘ. নিশিথিনি
উত্তর : গ
৬. ‘রিক্সা’ কোন ভাষার শব্দ?
ক. তুর্কি
খ. কোরিয়ান
গ. জাপানি
ঘ. পর্তুগিজ
উত্তর : গ
৭. ‘ভানুসিংহ’ কার ছদ্মনাম?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
উত্তর : ক
৮. কত সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জুলিও কুরি’ পদকে ভূষিত করা হয়?
ক. ১৯৬৮
খ. ১৯৭১
গ. ১৯৭২
ঘ. ১৯৭৩
উত্তর : ঘ
৯. ‘সঞ্চয়িতা’ কার রচনা?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. জসীমউদ্দীন
উত্তর : খ
১০. কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. মাসিক মোহাম্মদি
খ. সাপ্তাহিক বিজলী
গ. দৈনিক নবযুগ
ঘ. ধুমকেতু
উত্তর : খ
১১. ‘পাবক’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. অগ্নি
খ. নয়ন
গ. পুত্ৰ
ঘ. অধিপতি
উত্তর : ক
১২. ‘অলীক’ এর বিপরীত শব্দ কোনটি?
ক. মিথ্যা
খ. সত্য
গ. সচল
ঘ. হিংসা
উত্তর : খ
১৩. ‘সুলতানার স্বপ্ন’ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত-
ক. উপন্যাস
খ. কাব্যগ্রন্থ
গ. প্রবন্ধ গ্রন্থ
ঘ. নাটক
উত্তর : ক
১৪. ‘বন্দী শিবির থেকে’ গ্রন্থটি কার লেখা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. শামসুর রাহমান
গ. আহসান হাবীব
ঘ. আবুল হাসান
উত্তর : খ
১৫. ‘আকাশ কুসুম’ বাগধারাটির অর্থ কী?
ক. আকাঙ্ক্ষিত বস্তু
খ. অপ্রত্যাশিত
গ. প্রচুর ব্যবধান
ঘ. অসম্ভব কল্পনা
উত্তর : ঘ
১৬. ‘Ratio’ শব্দটির পারিভাষিক রূপ কোনটি?
ক. নিত্যক্ৰম
খ. ভগ্নাংশ
গ. অনুপাত
ঘ. সারি
উত্তর : গ
১৭. অর্থানুসারে শব্দ কত প্রকার?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
উত্তর : খ
১৮.‘বাবা বাড়ি নেই’- বাক্যটিতে ‘বাড়ি’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় শূন্য
খ. করণে শূন্য
গ. অপাদানে শূন্য
ঘ. অধিকরণে শূন্য
উত্তর : ঘ
১৯. ‘তেপান্তর’ কোন সমাসের উদাহরণ?
ক. দ্বন্দ্ব সমাস
গ. দ্বিগু সমাস
খ. অব্যয়ীভাব সমাস
ঘ. কর্মধারয় সমাস
উত্তর : গ
২০.’অন্যদিকে মন নেই যার’ বাক্যটিতে এক কথায় প্রকাশ কোনটি?
ক. অনন্যমনা
খ. অন্যপেক্ষ
গ. অগত্যা
ঘ. অনন্যোপায়
উত্তর : ক
২১. ‘বনস্পতি’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. বনস+পতি
খ. বনঃ+পতি
গ. বন+পতি
ঘ.বনো+পতি
উত্তর : খ
২২. ‘কর্তব্য’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. কব+তব্য
খ. কব+তব্য
গ. কর্তা+অব্য
ঘ. কৃ+তব্য
উত্তর : ঘ
২৩. উপসর্গ কোন জাতীয় শব্দাংশ?
ক. বিশেষ্য
গ. অব্যয়
খ. সর্বনাম
ঘ. বিশেষণ
উত্তর : গ
২৪.কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে?
ক. দাঁড়ি (।)
খ. কোলন (:)
গ. সেমিকোলন (:)
ঘ. ড্যাস (-)
উত্তর : গ
২৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্বিবিদ্যালয়?
ক. কলিকাতা বিশ্ববিদ্যালয়
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
গ. বিশ্বভারতী
ঘ. শান্তিনিকেতন
উত্তর : খ
২৬. ‘To read between the lines’ means-
ক. to concentrate
খ. to read leaving space
গ. to grasp the hidden meaning
ঘ. to read quickly
উত্তর : গ
27. ………………. mother rose in her.
ক. the
খ. a
গ. an
ঘ. no article
উত্তর : ক
২৮. …… I would have called her.
ক. If I saw him
খ. If Rina had seen me
গ. If Rina sees me
ঘ. If Rina would seen me
উত্তর : খ
২৯. Do you enjoy teaching? the underlined word
ক. noun
খ. participle
গ. gerund
ঘ. pronoun
উত্তর : গ
৩০. English…….. across the world.
ক. speaks
খ. is spoken
গ. is speaking
ঘ. has been spoken
উত্তর : খ
৩১. Who will help you? the passive form is ….
ক. By whom will you be helped?
খ. By whom you will be helped?
গ. By whom will you helped?
ঘ. By whom would be helped?
উত্তর : ক
৩২. I am used … in crowded places.
ক. to study
খ. to studying
গ. to studied
ঘ. studing
উত্তর : খ
৩৩. A speech full of many words is-
ক. a large speech
খ. an ornamental speech
গ. maiden speech
ঘ. a verbose speech
উত্তর : ঘ
৩৪. The enemy gave in at last. Here ‘gave in’ means-
ক. fled away
খ. fainted
গ. moved back
ঘ. yielded
উত্তর : ঘ
৩৫. The phrase ‘get the axe’ means-
ক. get a new job
খ. lose the job
গ. cut off relationship
ঘ. get an opportunity
উত্তর : খ
৩৬. The spectator was a lady,….?
ক. isn’t she
খ. was she
গ. wasn’t she
ঘ. was she not
উত্তর : গ
৩৭. Now many women are working …. home with men.
ক. out
খ. off
গ. staying out
ঘ. outside
উত্তর : ঘ
৩৮. The verb form of ‘deceit’ is-
ক. deceive
খ. decisive
গ. deceiving
ঘ. deceitful
উত্তর : ক
৩৯. The singular form of ‘criteria’ is-
ক. criterium
খ. criterion
গ. criteri
ঘ. criterious
উত্তর : খ
৪০. The ‘adjective’ form of ‘contribution’ is-
ক. contributative
খ. contribute
গ. contributional
ঘ. contributed
ব্যাখ্যা: সঠিক উত্তর: Contributory
৪১. Move and die.- Make it simple-
ক. If you move, you will die.
খ. By moving you will die.
গ. Without moving you will die.
ঘ. If you do not move, you will die.
উত্তর : খ
৪২. The synonym of ‘intimidate’ is-
ক. weaken
খ. depress
গ. encourage
ঘ. frighten
উত্তর : ঘ
৪৩. Choose the correct answer :
ক. A few number of students were present.
খ. A few number of students was present.
গ. A few number of student were present.
ঘ. A small number of students were present.
উত্তর : ক
৪৪. The antonym of the word ‘delete’ is-
ক. start
খ. delay
গ. insert
ঘ. hide
উত্তর : গ
৪৫. A letter is going to be written by me’- Make it active:
ক. I am going to write a letter.
খ. I will write a letter.
গ. I am writting a letter.
ঘ. I will be going to write a letter.
উত্তর : ক
৪৬. Beat about the bush – এর সঠিক অনুবাদ:
ক. অথৈ সাগরে ভাসা
খ. অন্ধের কিবা রাত্রি কিবা দিন
গ. যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই
ঘ. তন্ন তন্ন করে খোঁজা
উত্তর : ক
৪৭. ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর- Correct translation in English.
ক. Smoking is bad for health.
খ. Smoking is telling upon health.
গ. Smoking was a bad habit.
ঘ. Smoking is dangerous for health.
উত্তর : ঘ
৪৮. He visits the school off and on. Off and on’ means:
ক. regularly
খ. frequently
গ. never at all
ঘ. occasionally
উত্তর : ঘ
৪৯. I have left the room but he (enter) the room:
ক. enters
খ. entered
গ. has entered
ঘ. is entering
উত্তর : গ
৫০. What is the time … your watch?
ক. in
খ. at
গ. by
ঘ. to
উত্তর : গ
৫১. ৯ জন শ্রমিক ৪ দিনে ১৮০০ টাকা আয় করেন। ৬ জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন?
ক. ৫ ১/৩
খ. ৬
গ. ৯
ঘ. ১৮
উত্তর : খ
৫২. পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য ২০। ৮ বছর পর তাদের বয়সের সমষ্টি ৭২ বছর হলে পুত্রের বর্তমান বয়স-
ক. ১৮ বছর
খ. ১৬ বছর
গ. ১২ বছর
ঘ. ৮ বছর
উত্তর : ক
৫৩. ৬৩০০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?
ক. ২
খ. ৩
গ. ৫
ঘ. ৭
উত্তর : ঘ
৫৪. একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত ১৫.০০ টাকা করে চাঁদা দেওয়ায় মোট ৭৩৫ টাকা হলো। সদস্য সংখ্যা কত?
ক. ৩ জন
খ. ৫ জন
গ. ৭ জন
ঘ. ১৫ জন
উত্তর : গ
৫৫. সরল সুদে কোনো আসল ১২ বছরে সুদে-আসলে চারগুণ হলে সুদের হার কত?
ক. ৫%
খ. ১০%
গ. ১২%
ঘ. ২৫%
উত্তর : ঘ
৫৬. ২৪০ টাকায় ১২টি কমলা ক্রয় করে ২০০ টাকায় ৮টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক. ২৫% লাভ
খ. ২৫% ক্ষতি
গ. ২০% লাভ
ঘ. ২০% ক্ষতি
উত্তর : ক
৫৭. দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ১৬০ হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত?
ক. ৩২
খ. ৪০
গ. ৪২
ঘ. ৪৫
উত্তর : ক
৫৮. কোনো একটি শ্রেণিতে ১১ জন শিক্ষার্থীর বয়সের গড় ১৩ বছর। ৩ শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় বয়সের গড় হলো ১২ বছর। নতুন ৩ জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত বছর?
ক. ২৫
খ. ৩৫
গ. ৪৫
ঘ. ৫২
উত্তর : ক
৫৯. ৫০ ও ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
ক. ৭৪
খ. ৭৫
গ. ৭৬
ঘ. ৭৭
উত্তর : খ
৬০. sec⍬ = 2 হলে cot⍬ এর মান-
ক. 1/√5
খ. 1/√3
গ. √3
ঘ. √5
উত্তর : খ
৬১. x + y + z = 7 এবং xy + yz + zx = 10 হলে x2 + y2 + z2 এর মান-
ক. 29
খ. 32
গ. 35
ঘ. 45
উত্তর : ক
৬২. 2 x 43x-5 = 512 হলে x এর মান-
ক. 2
খ. 3
গ. 4
ঘ. 5
উত্তর : খ
৬৩. x2 – 3x + 1 = 0 হলে (x – 1/x)4 -এর মান-
ক. 3
খ. 7
গ. 25
ঘ. 52
উত্তর : গ
৬৪. a + b = √7, a -b = √3 হলে 5ab এর মান-
ক. √3
খ. √7
গ. 5
ঘ. 7
উত্তর : গ
৬৫. 3√x = 1/10 হলে x এর মান-
ক. 0.00001
খ. 0.0001
গ. 0.001
ঘ. 0.01
উত্তর : গ
৬৬. log2√2 x = 4 হলে x এর মান –
ক. 16
খ. 32
গ. 48
ঘ. 64
উত্তর : ঘ
৬৭. x- 1/ x= 6 হলে x /x2 + 7x – 1 এর মান-
ক. 1/7
খ. 1/9
গ. 1/11
ঘ. 1/13
উত্তর : ঘ
৬৮. x – y = 3 হলে x3-y3-9xy এর মান –
ক. 27
খ. 18
গ. 9
ঘ. 6
উত্তর : ক
৬৯. একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ-
ক. 30°
খ. 45°
গ. 60°
ঘ. 90°
উত্তর : ক
৭০. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত একক?
ক. 4
খ. 8
গ. 16
ঘ. 32
উত্তর : গ
৭১. একটি আয়তক্ষেত্রের পরিসীমা 44 মিটার। এর দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। উহার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
ক. 2 : 3
খ. 5 : 6
গ. 6 : 5
ঘ. 13 : 9
উত্তর : ঘ
৭২. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১০ সেমি. ও ৮ সেমি.। উহার ক্ষেত্রফল ৬৩ বর্গসেমি. হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেমি?
ক. 7
খ. 14
গ. 21
ঘ. 63
উত্তর : ক
৭৩. একটি বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে পরিধির অনুপাত হলো-
ক. জ্যা
খ. ব্যাস
গ. ব্যাসার্ধ
ঘ. বৃত্তকলা
উত্তর : গ
৭৪. একটি বৃত্তে একটি চাপের উপর অবস্থিত কেন্দ্ৰেস্থ কোণ 140° হলে, উক্ত চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণের মান-
ক. 10°
খ. 60°
গ. 70°
ঘ. 280°
উত্তর : গ
৭৫. ABCD রম্বসের ∠ABC = 120° এবং কর্ণদ্বয়ের ছেদবিন্দু O। OE⊥AB হলে, ∠BOE = কত?
ক. 30°
খ. 45°
গ. 60°
ঘ. 120 °
উত্তর : ক
৭৬. পুন্ড্রনগর কোন জেলায় অবস্থিত?
ক. কুমিল্লা
খ. নওগাঁ
গ. বগুড়া
ঘ. দিনাজপুর
উত্তর : গ
৭৭. বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
ক. কক্সবাজার
খ. নোয়াখালী
গ. বরগুনা
ঘ. ভোলা
উত্তর : ক
৭৮. পুলিশী সাহায্য পাওয়ার শর্টকোড কোনটি?
ক. ১০৬
খ. ৩৩৩
গ. ৯৯৯
ঘ. ১২১
উত্তর : গ
৭৯. দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক. ২.৪৫
খ. ৩.৩২
গ. ৩.৪০
ঘ. ৩.৪৩
উত্তর : খ
৮০. বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয়?
ক. আসামদিয়া
খ. মোহাম্মদপুর বিধবা পল্লী
গ. চুকনগর
ঘ. রায়ের বাজার
উত্তর : গ
৮১. ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কী?
ক. চন্দ্রযান-৩
খ. চন্দ্রযান-২
গ. বিক্রম
ঘ. অশোক
উত্তর : ক
৮২. সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২৩ পাস হয় কবে?
ক. ১৪ জানুয়ারি-২০২৩
খ. ২৪ জানুয়ারি-২০২৩
গ. ১৫ অক্টোবর-২০২৩
ঘ. ২৫ অক্টোবর-২০২৩
উত্তর : খ
৮৩. ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?
ক. মওলানা ভাসানী
খ.আবুল ফজল
গ. শহীদুল্লা কায়সার
ঘ. শেখ মুজিবুর রহমান
উত্তর : ঘ
৮৪. ‘সিন্দুরী’ বাংলাদেশর কৃষিক্ষেত্রে কীসের নাম?
ক. বেগুন
খ. আম
গ. আলু
ঘ. টমেটো
উত্তর : গ
৮৫.জাতীয় পতাকা ১৯৭১ সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয়?
ক. ২৬ মার্চ
খ. ২৫ মার্চ
গ. ৭ মার্চ
ঘ. ২ মার্চ
উত্তর : ঘ
৮৬. ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক. নার্গিস মোহাম্মাদী
খ. শিরিন এবাদী
গ. নাগিব মাহফুজ
ঘ. প্রফেসর আবদুস সালাম
উত্তর : ক
৮৭. বান্দুং শহরটি কোন দেশে অবস্তিত?
ক. চীন
খ. ইন্দোনেশিয়া
গ. মালয়েশিয়া
ঘ. যুগোস্লাভিয়া
উত্তর : খ
৮৮. গ্রিন পিস কী?
ক. জাতীয়তাবাদী সংগঠন
খ. রাজনৈতিক সংগঠন
গ. মানবতাবাদী সংগঠন
ঘ. পরিবেশবাদী সংগঠন
উত্তর : ঘ
৮৯. খাদ্যশক্তি কীসের মাধ্যমে পরিমাপ করা হয়?
ক. জুল
খ. কিলো জুল
গ. ক্যালোরি
ঘ. কিলো ক্যালোরি
উত্তর : ঘ
৯০. অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে?
ক. চন্দ্ৰ
খ. তারকা
গ. সূর্য
ঘ. ব্লাকহোল
উত্তর : গ
৯১. কম্পিউটার শব্দের অর্থ কী?
ক. হিসাবকারী যন্ত্র
খ. গণনাকারী যন্ত্র
গ. পরীক্ষার যন্ত্র
ঘ. বিমান চালানোর যন্ত্র
উত্তর : খ
৯২. বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশীলা কোথায় অবস্থিত?
ক. নেপাল
খ. শ্রীলংকা
গ. পাকিস্তান
ঘ. থাইল্যান্ড
উত্তর : গ
৯৩. কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম?
ক. ভূ-পৃষ্ঠে
খ. মেরু অঞ্চলে
গ. নিরক্ষীয় অঞ্চলে
ঘ. পৃথিবীর কেন্দ্রে
উত্তর : গ
৯৪. জাতীয় সংবিধান দিবস কত তারিখে পালিত হয়?
ক. ৩ ডিসেম্বর
খ. ৩ নভেম্বর
গ. ৪ ডিসেম্বর
ঘ. ৪ নভেম্বর
উত্তর : ঘ
৯৫. কোনটি উপদ্বীপ ?
ক. জার্মান
খ. কোরিয়া
গ. সৌদি আরব
ঘ. মিয়ানমার
উত্তর : খ
৯৬. ব্যাকটেরিয়া কী?
ক. জড়বস্তু
খ. প্রাণী
গ. উদ্ভিদ
ঘ. অণুজীব
উত্তর : ঘ
৯৭. গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে?
ক. ৬ ঘন্টা
খ. ৫ ঘন্টা
গ. ৪ ঘন্টা
ঘ. ৩ ঘন্টা
উত্তর : ক
৯৮. বিশ্ব অটিজম দিবস কবে পালিত হয়?
ক. ২ এপ্রিল
খ. ২ ফেব্রুয়ারি
গ. ২ জুন
ঘ. ২ জুলাই
উত্তর : ক
৯৯. বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
ক. সমতট
খ. পুন্ড্র
গ. বঙ্গ
ঘ. হরিকেল
উত্তর : গ
১০০. লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে?
ক. ইউরোপ ও আফ্রিকা
খ. এশিয়া ও ইউরোপ
গ. এশিয়া ও অস্ট্রেলিয়া
ঘ. আফ্রিকা ও এশিয়া
উত্তর : ঘ
Leave a Comment