২০২৩ সালে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় আসা ৮০+ সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। এ বিষয়ে কোন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন।
প্রশ্ন : মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : তাজউদ্দীন আহমেদ ।
প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
উত্তর : ২নং সেক্টর।
প্রশ্ন : মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘গেরিলা’ এর পরিচালক কে?
উত্তর : নাসির উদ্দীন ইউসুফ ।
প্রশ্ন : পার্বত্য চট্টগ্রাম প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভূক্ত ছিল?
উত্তর : হরিকেল।
প্রশ্ন : বাংলায় দ্বৈতশাসনের প্রবর্তক কে?
উত্তর : লর্ড ক্লাইভ ।
প্রশ্ন : Zoom কোন দেশের তৈরীকৃত অডিও-ভিডিও যোগাযোগ প্লাটফর্ম?
উত্তর : যুক্তরাষ্ট্র ।
প্রশ্ন : UN CBD (Convention on Biological Diversity) এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
উত্তর : মন্ট্রিল ।
প্রশ্ন : আন্তর্জাতিক বন দিবস কত তারিখে পালন করা হয়?
উত্তর : ২১ মার্চ।
প্রশ্ন : কোনটি UNESCO World Heritage Site নয়?
উত্তর : টাঙ্গুয়ার হাওড়।
প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন তারিখে কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারি হিসাবে ঘোষণা করে?
উত্তর : ১১ মার্চ ২০২০ ।
প্রশ্ন : মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
উত্তর : OCR
প্রশ্ন : কোনটি কম্পিউটারের সংরক্ষণ Key বাটন?
উত্তর : F12
প্রশ্ন : সামাজিক যোগাযোগ মাধ্যম LinkedIn-এর উদ্ভাবক কে?
উত্তর : রেইড হফম্যান ।
প্রশ্ন : ‘Bluetooth’ নিচের কোন প্রযুক্তি ব্যবহার করে?
উত্তর : Radio
প্রশ্ন : সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ উন্নয়ন ও বন সংরক্ষণের কথা বলা হয়েছে?
উত্তর : ১৮(ক)
প্রশ্ন : বীর মুক্তিযোদ্ধা কাঁকন বিবি কোন সম্প্রদায়ের?
উত্তর : খাসিয়া ।
প্রশ্ন : সেন বংশের সর্বশেষ রাজা কে ছিলেন?
উত্তর : কেশব সেন
প্রশ্ন : ‘শিশু স্বর্গ” এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : এস এম সুলতান ।
প্রশ্ন : বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে?
উত্তর : ঠাকুরগাঁও।
প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
উত্তর : ১৫৩।
প্রশ্ন : বাংলাদেশে জাতীয় শিশু দিবস কবে?
উত্তর : ১৭ মার্চ।
প্রশ্ন : বাংলাদেশে দীর্ঘতম নদী কোনটি?
উত্তর : মেঘনা
প্রশ্ন : সাত গম্বুজ মসজিদ ঢাকার কোথায় অবস্থিত?
উত্তর : মোহাম্মদপুর।
প্রশ্ন : বরিশাল এর পূর্বনাম কী?
উত্তর : চন্দ্রদ্বীপ ।
প্রশ্ন : বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারকের সর্বোচ্চ বয়স কত বছর?
উত্তর : ৬৭ ।
প্রশ্ন : এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালি?
উত্তর : বাবেল মান্দেব ।
প্রশ্ন : UNHCR এর সদর দপ্তর কোথায়?
উত্তর : জেনেভা ।
প্রশ্ন : পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
উত্তর : বৈকাল
প্রশ্ন : কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
উত্তর : আনোয়ার সাদাত ।
প্রশ্ন : বিশ্ব মানবাধিকার দিবস কবে?
উত্তর : ১০ ডিসেম্বর।
প্রশ্ন : অক্সফাম একটি
উত্তর : দাতব্য সংস্থা।
প্রশ্ন : “দ্য গার্ডিয়ান পত্রিকা কোন শহর থেকে প্রকাশিত হয়?
উত্তর : লন্ডন ।
প্রশ্ন : সর্বশেষ ফিফা বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়?
উত্তর : কাতার ।
প্রশ্ন : ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
উত্তর : বেলজিয়াম ।
প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তর : এশিয়া ।
প্রশ্ন : ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কী দ্বারা?
উত্তর : টাংস্টেন।
প্রশ্ন : কোথায় সাঁতার কাটা সহজ?
উত্তর : সাগরে ।
প্রশ্ন : বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কী বলা হয়?
উত্তর : এপিকালচার ।
প্রশ্ন : সুষম খাদ্যের উপাদ’ন কয়টি?
উত্তর : ৬।
প্রশ্ন : কোন উদ্ভিদকে জীবন্ত ফসিল বলা হয়?
উত্তর : সাইকাস ।
প্রশ্ন : ইউরেনাস-কে বলা হয় — গ্রহ।
উত্তর : সবুজ ।
প্রশ্ন : নিচের কোনটি ছোট দিনের উদ্ভিদ?
উত্তর : পাট ।
প্রশ্ন : ‘মিল্কী ওয়ে’ একটি
উত্তর : ছায়াপথ
প্রশ্ন : পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করেছে কোন রেখা?
উত্তর : নিরক্ষরেখা।
প্রশ্ন : রক্তশূন্যতা হলে কোনটি চুপসে যায়?
উত্তর : শিরা।
প্রশ্ন : পদ্মা সেতুতে পরীক্ষামূলক ETC কার্যক্রম চালু হয় ২০২৩ সালের
উত্তর : ৫ জুলাই ।
প্রশ্ন : আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল করে ২০২৩ সালের
উত্তর : ৭ জুলাই ।
প্রশ্ন : বৈশ্বিক সুদহার নির্ধারণের নতুন মানদন্ড SOFR আনুষ্ঠানিকভাবে চালু হয় ২০২৩ সালের
উত্তর : ১ জুলাই-থেকে ।
প্রশ্ন : দেশের ১৬তম GI পণ্য হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশের
উত্তর : শীতলপাটি।
প্রশ্ন : নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরী করেছেন কে?
উত্তর : ফারজানা হক ।
প্রশ্ন : সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থার সদর দফতরে ‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন করা হয়েছে?
উত্তর : FAO
প্রশ্ন : চীনকে বিশ্বের বাণিজ্যিক ছোট চুল্লী (SMR) স্থাপনের অনুমতি প্রদান করে
উত্তর : IAEA ।
প্রশ্ন : ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, উচ্চ দারিদ্রের হারে শীর্ষ কোন বিভাগ?
উত্তর : বরিশাল ।
প্রশ্ন : ২০২৩ সালের জরিপ অনুযায়ী, দেশের প্রায়োগিক সাক্ষরতার হার কত?
উত্তর : 62.92 +
প্রশ্ন : বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় ২০২৩ সালের—
উত্তর : ১১ জুলাই ।
প্রশ্ন : চ্যানেল ২৪-এ দেশে প্রথমবারের মতো কৃত্ৰিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকার নাম কী?
উত্তর : অপরাজিতা ।
প্রশ্ন : ‘বিলিয়ন ডলার হেইস্ট তথ্যচিত্রের নির্মাতা কে?
উত্তর : ড্যানিয়েল গর্ডন।
প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণ করা হচ্ছে কোন জেলায়?
উত্তর : চাঁপাইনবাবগঞ্জ ।
প্রশ্ন : মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধানের নাম কী ?
উত্তর : অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি ৷
প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণের কথা বলা হয়েছে?
উত্তর : ১৬।
প্রশ্ন : ডেস্কটপের জন্য চীনের উন্মুক্ত অপারেটিং সিস্টেম এর নাম কী?
উত্তর : openKylin
প্রশ্ন : ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরোধ যোগ্য রোগের সংখ্যা
উত্তর : ১০টি।
প্রশ্ন : টাইগ্রিস নদীর অপর নাম কী?
উত্তর : দজলা ।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কখন?
উত্তর : ৭ মার্চ, ১৯৭৩ ।
প্রশ্ন : কোনটি ভারতের ‘সেভেন সিস্টারস’ এর অন্তর্ভুক্ত নয়?
উত্তর : হিমাচল ।
প্রশ্ন : বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?
উত্তর : রাজা প্রতাপাদিত্য চরিত্র ।
প্রশ্ন : ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে অ্যাসেম্বলিতে বসবার জন্য বঙ্গবন্ধু কয়টি শর্ত দিয়েছিলেন?
উত্তর : ৪টি ।
প্রশ্ন : বিশ্ব মানব উন্নয়ন সূচক (HDI) প্রকাশ করে কোন সংস্থা?
উত্তর : UNDP
প্রশ্ন : বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে?
উত্তর : ২য় শিল্প বিপ্লব ।
প্রশ্ন : ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কত সালে?
উত্তর : ১৯০১ ।
প্রশ্ন : বাসা-বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি কত?
উত্তর : ৫০ হার্জ।
প্রশ্ন : এসডিজির (SDGs) ১৭টি লক্ষ্যের মধ্যে ‘সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি’ কততম লক্ষ্য?
উত্তর : ৭।
প্রশ্ন : সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়?
উত্তর : সন্দ্বীপ ।
প্রশ্ন : সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে সংবিধান সংশোধন করা হয়?
উত্তর : ১৪২ ।
প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?
উত্তর : সমর সেন ।
প্রশ্ন : বাংলাদেশের বাসা-বাড়িতে বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ কোনটি?
উত্তর : ২২০ ভোল্ট ।
প্রশ্ন : http প্রথম ব্যবহৃত হয় কখন?
উত্তর : ১৯৮৯ ।
প্রশ্ন : যে বইগুলো অনলাইন পড়া যায় সেগুলো কোন ফরম্যাটে থাকে?
উত্তর : html ।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত?
উত্তর : ৫ম ।
প্রশ্ন : নিচের কোনটি কম্পিউটার ভাইরাস?
উত্তর : CIH ।
প্রশ্ন : কম্পিউটারের আইকিউ (IQ) কত?
উত্তর : 0
প্রশ্ন : মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
উত্তর : কোস্টারিকা ।
প্রশ্ন : হাড় ও দাঁতকে মজবুত করে
উত্তর : ক্যালসিয়াম ও ফসফরাস।
প্রশ্ন : ‘বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর’ কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর : প্রতিরক্ষা মন্ত্রণালয় ।
প্রশ্ন : বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
উত্তর : বিশ্বব্যাংক।
Leave a Comment