২০২৪ সালের বিভিন্ন পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য থেকে আসা ৮০+ এমসিকিউ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইনশা আল্লাহ!
প্রশ্ন : কোনটি শুদ্ধ বানান?
ক. অন্তর্জালা
খ. অন্তর্জালা
গ. অন্তরজালা
ঘ. অন্তঃজালা
উ. ক
প্রশ্ন : ‘কাচের তৈরি বাড়ি’- কে এক কথায় কী বলে?
ক. প্রাসাদ
খ. অট্টালিকা
গ. শিশমহল
ঘ. কাচারি
উ. গ
প্রশ্ন : ‘দাদাভাই’ কার ছদ্মনাম?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. হরিনাথ মজুমদার
গ. সোমেন চন্দ
ঘ. রোকনুজ্জামান খান
উ. ঘ
প্রশ্ন : ‘ইতি’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. যবনিকা
খ. সমাপ্তি
গ. সাঙ্গ
ঘ. সবগুলো সঠিক
উ. ঘ
প্রশ্ন : ‘অনুরক্ত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. আসক্ত
খ. অনুরাগ
গ. বিরক্ত
ঘ. সবগুলোই
উ. গ
প্রশ্ন : ‘কপোল ভাসিয়া গেল নয়নের জলে।’ বাক্যে ‘কপোল’ কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে সপ্তমী
খ. কর্তায় শূন্য
গ. কর্মে শূন্য
ঘ. অপাদানে সপ্তমী
উ. গ
আরো পড়ুন : ২০২৪ সালের বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে আসা ৮০টি এমসিকিউ
প্রশ্ন : ‘ঘোড়ার কামড়’ বাগধারাটির অর্থ কোনটি?
ক. ভীষণ ব্যাথা
খ. অসম্ভব
গ. দৃঢ়পণ
ঘ. কোনটিই নয়
উ. গ
প্রশ্ন : ‘রক্তোষ্ঠ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. রক্ত+উষ্ঠ
খ. রক্ত+ওষ্ঠ
গ. র+ওষ্ঠ
ঘ. কোনটিই নয়
উ. খ
প্রশ্ন : ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের লেখক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. আহসান হাবীব
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উ. খ
প্রশ্ন : ‘রূপসী বাংলা’ কার লেখা কাব্যগ্রন্থ?
ক. জসীমউদ্দীন
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. জীবনানন্দ দাশ
ঘ. শওকত ওসমান
উ. গ
প্রশ্ন : বাংলা ভাষার রীতি কয়টি?
ক. ৩টি
খ. ২টি
গ. ৪টি
ঘ. ৫টি
উ. খ
প্রশ্ন : নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. মনীষী
খ. মনিষি
গ. মনীষি
ঘ. মনিষী
উ. ক
প্রশ্ন : ‘অত্যন্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. অতি+অন্ত
খ. অতী+অন্ত
গ. অত্য+অন্ত
ঘ. অত+অন্ত
উ. ক
প্রশ্ন : কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. সিংহাসন
খ. ভাই-বোন
গ. কানাকানি
ঘ. গাছপাকা
উ. খ
প্রশ্ন : ‘হাতি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. অম্বু
খ. কান্না
গ. গজ
ঘ. নেত্রবারি
উ. গ
প্রশ্ন : ‘কপোল’ শব্দের অর্থ কী?
ক. গলা
খ. কপাল
গ. গাল
ঘ. ঠোঁট
উ. গ
প্রশ্ন : ‘নদীতে মাছ আছে।’ ‘নদীতে’ কোন কারক?
ক. করণ
খ. অপাদান
গ. কর্ম
ঘ. অধিকরণ
উ. ঘ
প্রশ্ন : যা বলা হয়নি- এক কথায় কী হবে?
ক. অবহিত
খ. অনুক্ত
গ. অবাচ্য
ঘ. অনুল্লেখ
উ. খ
প্রশ্ন : Quarterly শব্দের অর্থ কী?
ক. ত্রৈমাসিক
খ. সাপ্তাহিক
গ. পাক্ষিক
ঘ. ষান্মাষিক
উ. ক
প্রশ্ন : ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের রচয়িতার নাম কী?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. হুমায়ূন আহমেদ
গ. জসীমউদ্দীন
ঘ. কাজী নজরুল ইসলাম
উ. ঘ
প্রশ্ন : ‘গৌরব’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কী?
ক. গৌর+অব
খ. গুরু+অব
গ. গুরু+ঞ্চ
ঘ. গুরু+ষ্ণ
উ. ঘ
প্রশ্ন : ‘রাজপুত্র’ কোন সমাস?
ক. ষষ্ঠী তৎপুরুষ
খ. কর্মধারয়
গ. দ্বন্দ্ব
ঘ. বহুব্রীহি
উ. ক
প্রশ্ন : বাংলা গীতিকবিতার জনক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বিহারীলাল চক্রবর্তী
গ. দ্বিজেন্দ্রলাল রায়
মানিক বন্দ্যোপাধ্যায়
উ. খ
প্রশ্ন : কবি আলাওল কোন রাজসভার কবি ছিলেন?
ক. রোসাঙ্গ
খ. মিথিলা
গ. কৃষ্ণনগর
ঘ. ত্রিপুরা
উ. ক
প্রশ্ন : প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?
ক. ছন্দের জাদুকর
খ. যাযাবর
গ. টেকচাঁদ ঠাকুর
ঘ. বীরবল
উ. ঘ
প্রশ্ন : নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. দাদি
খ. নানি
গ. রজকিনি
ঘ. কুলটা
উ. ঘ
প্রশ্ন : মহাকীর্তি এর ব্যাসবাক্য কোনটি?
ক. মহান যে কীর্তি
খ. মহতী যে কীর্তি
গ. মহান কীর্তি যার
ঘ. মহা যে কীর্তি
উ. খ
প্রশ্ন : ‘নৈসর্গিক’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. দিবাকালীন
খ. রাত্রিকালীন
গ. প্রাকৃতিক
ঘ. কৃত্রিম
উ. ঘ
প্রশ্ন : সঠিক বানান কোনটি?
ক. স্বায়ত্তশাসন
খ. স্বায়ত্তসাশন
গ. স্বায়ত্তশাসণ
ঘ. স্বায়ত্তসাশণ
উ. ক
প্রশ্ন : কোনটি নিত্য পুরুষবাচক শব্দ?
ক. সতীন
খ. সম্রাট
গ. রাজা
ঘ. কবিরাজ
উ. ঘ
প্রশ্ন : বাংলা গদ্যের জনক কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. উইলিয়াম কেরি
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উ. ক
প্রশ্ন : ‘ফুলে ফুলে ঘর ভরেছে।’- বাক্যে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ৭মী
খ. করণে ৭মী
গ. অপাদানে ৭মী
ঘ. অধিকরণে ৭মী
উ. খ
প্রশ্ন : ‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. প্রতি+আবর্তন
খ. প্রত্যয়+বর্তন
গ. প্রতি+বর্তন
ঘ. প্রত্যা+আবর্তন
উ. ক
প্রশ্ন : ‘মুখচন্দ্ৰ’ কোন সমাস?
ক. উপমিত কর্মধারয়
খ. উপমান কর্মধারয়
গ. মধ্যপদলোপী কর্মধারয়
ঘ. রূপক কর্মধারয়
উ. ক
প্রশ্ন : ‘চাচা কাহিনী’ গ্রন্থের লেখক কে?
ক. শওকত ওসমান
খ. সৈয়দ মুজতবা আলী
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ. সৈয়দ শামসুল হক
উ. খ
প্রশ্ন : বাংলা সাহিত্যে কোন শতকে গদ্যের সূচনা হয়?
ক. অষ্টাদশ
খ. উনিশ
গ. ষোড়শ
ঘ. সপ্তদশ
উ. খ
প্রশ্ন : বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?
ক. রাজা প্রতাপাদিত্য চরিত্র
খ. হুতোম প্যাঁচার নকশা
গ. বুড়ো শালিকের ঘারে রোঁ
ঘ. বেহুলা প্যাচালী
উ. ক
প্রশ্ন : ‘বই পড়া’ প্রবন্ধটি কার?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মোতাহের হোসেন চৌধুরী
গ. হায়াৎ মাহমুদ
ঘ. প্রমথ চৌধুরী
উ. ঘ
প্রশ্ন : উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে বিভক্ত?
ক. ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৫ ভাগে
ঘ. ৪ ভাগে
উ. গ
প্রশ্ন : ‘গাছ পাথর’ বাগধারাটির অর্থ কি?
ক. বাড়াবাড়ি
খ. প্রাচীন বস্তু
গ. হিসাব-নিকাশ
ঘ. অসম্ভব বস্তু
উ. গ
প্রশ্ন : ‘দ্বীপ’ এর ব্যাসবাক্য-
ক. চারদিকে জল যার
খ. দুদিকে আবদ্ধ জল যার
গ. দুদিকে অপ যার
ঘ. দ্বীপের মতো
উ. গ
প্রশ্ন : ‘তৎসম’ শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
ক. চলিত রীতি
খ. সাধুরীতি
গ. মিশ্ররীতি
ঘ. আঞ্চলিক রীতি
উ. খ
প্রশ্ন : বর্তমান কাল কোনটি?
ক. আমি পড়ি
খ. রানু যাবে
গ. সুমি গিয়েছিস
ঘ. সে পড়েছিল
উ. ক
প্রশ্ন : ‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনার সংকলন?
ক. রূপকথা
খ. ছোট গল্প
গ. গ্রাম্য কবিতা
ঘ. উপন্যাস
উ. ক
প্রশ্ন : উপরোধ শব্দের অর্থ কী?
ক. প্রতিরোধ
খ. উপস্থাপন
গ. অনুরোধ
ঘ. উপযোগী
উ. গ
প্রশ্ন : ‘বিজুরি’ শব্দের প্রতিশব্দ কি?
ক. চপলা
খ. মেঘ
গ. গগণ
ঘ. ছায়া
উ. ক
প্রশ্ন : ‘আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না।’- বাক্যটি কোন ভাবের ক্রিয়া?
ক. সাপেক্ষ ভাব
খ. নির্দেশক ভাব
গ. অনুজ্ঞা ভাব
ঘ. অনির্দেশক ভাব
উ. ক
প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
ক. ছেঁড়াতার
খ. বাকি ইতিহাস
গ. কী চাহ শঙ্খচিল
ঘ. চাকা
উ. গ
প্রশ্ন : ‘ডাকার্ণব’ কোন ভাষায় রচিত?
ক. পালি
খ. অপভ্রংশ
গ. ব্ৰাহ্মী
ঘ. সান্ধ্য
উ. খ
প্রশ্ন : ‘তাজকেরাতুল আউলিয়া’ অবলম্বনে ‘তাপসমালা’ কে রচনা করেন?
ক. কাজী আকরম হোসেন
খ. শেখ আব্দুল জব্বার
গ. গোলাম মোস্তফা
ঘ. গিরিশচন্দ্র সেন
উ. ঘ
প্রশ্ন : শব্দমধ্যস্থ দুটো ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে কী বলা হয়?
ক. অপিনিহিতি
খ. অসমীকরণ
গ. বিষমীভবন
ঘ. সমীভবন
উ. ঘ
প্রশ্ন : উপসর্গযোগে গঠিত কোন শব্দটির ‘অনু’ সাদৃশ্য অর্থে ব্যবহৃত?
ক. অনুগামী
খ. অনুবাদ
গ. অনুকম্পা
ঘ. অনুশীলন
উ. খ
প্রশ্ন : যে রীতিতে ‘স্নান’ শব্দটি সিনান (স্নান=সিনান) শব্দে পরিণত হয় তার নাম-
ক. অভিশ্রুতি
খ. অভিকর্ষ
গ. বিপ্রকর্ষ
ঘ. স্বরাগম
উ.গ
প্রশ্ন : কোন বাক্যে ধ্বন্যাত্মক শব্দ আছে?
ক. চিলটি সাঁইসাঁই করে উড়িয়া গেল ।
খ. আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস।
গ. লোকটি তীরবেগে চলিয়া গেল ।
ঘ. সে প্রায় চিৎকার করে কথা বলল ।
উ. ক
প্রশ্ন : হিন্দি ও ফারসি কাব্য থেকে কোন কাব্য ধারার প্রচলন হয়েছে?
ক. পদাবলি
খ. নাথ সাহিত্য
গ. প্রণয়োপাখ্যান
ঘ. মঙ্গলকাব্য
উ. গ
প্রশ্ন : ‘বেমক্কা’ শব্দের অর্থ কী?
ক. অসংগত
খ. অসতর্ক
গ. অসংযত
ঘ. অসমর্থ
উ. ক, গ
প্রশ্ন : কোন বাক্যটি শুদ্ধ?
ক. আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম।
খ. মনরম উদ্যানে ভ্রমণ দুরাকাংখা।
গ. মনোরম উদ্যানে ভ্রমণ দুরাকাংখা।
ঘ. মনোরম উদ্যানে ভ্রমণ দুরাকাঙ্ক্ষা।
উ. ঘ
প্রশ্ন : ‘আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস।’ এ বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে ৭মী
খ. কর্মকারকে ৭মী
গ. অধিকরণ কারকে ৭মী
ঘ. অপাদান কারকে ৩য়া
উ. গ
প্রশ্ন : কোন গ্রন্থে বাংলার প্রাচীন বয়নশিল্প এর উল্লেখ পাওয়া যায়?
ক. রামচরিত
খ. কৌটিল্যের অর্থশাস্ত্র
গ. আর্য শ্রীমূলকল্প
ঘ. চর্যাপদ
উ. খ
প্রশ্ন : শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?
ক. অর্চ্চনা, বরেন্য, পৈশাচি
খ. মোহিনী, দন্ডনীয়, সৌকর্য্য
গ. সৌপ্তিক, হারিত, প্রকম্পিত
ঘ. মুহুর্মুহু, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ
উ. ঘ
প্রশ্ন : পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
ক. পরাগত
খ. স্বরলোপ
গ. প্রগত
ঘ. অন্যোন্য
উ. গ
প্রশ্ন : তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন?
ক. গুপ্ত যুগ
খ. কুষান যুগ
গ. সেন যুগ
ঘ. পাল যুগ
উ. ঘ
প্রশ্ন : ১৯ শতকের মহিলা কবির নাম-
ক. নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী
খ. রহিমুন্নেসা
গ. বেগম রোকেয়া
ঘ. নুরুন্নেসা খাতুন
উ. ক
প্রশ্ন : স্বরাগমের উদাহরণ কোনটি?
ক. মাছুয়া-মেছো
খ. স্পর্ধা-আস্পর্ধা
গ. নিবানো-নিভান
ঘ. ধোবা-ধোপা
উ. খ
প্রশ্ন : ‘ঊর্ণনাভ’ শব্দটি দিয়ে বোঝায়-
ক. তেলাপোকা
খ. টিকটিকি
গ. উইপোকা
ঘ. মাকড়সা
উ. ঘ
প্রশ্ন : ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক কে ছিলেন?
ক. রামরাম বসু
খ. হরপ্রসাদ শাস্ত্রী
গ. দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ. অক্ষয়কুমার দত্ত
উ. ক
প্রশ্ন : কোনটি সাধিত শব্দ নয়?
ক. পানসা
খ. ফুলেল
গ. গোলাপ
ঘ. হাতল
উ. গ
প্রশ্ন : বাংলা ভাষায় প্রথম আর্থ-সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মীর মশাররফ হোসেন
গ. মুনীর চৌধুরী
ঘ. দীনবন্ধু মিত্র
উ. ঘ
প্রশ্ন : বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্ৰন্থ-
ক. নারীর মূল্য
খ. রায়তের কথা
গ. তেল নুন লাকড়ি
ঘ. বীরবলের হালখাতা
উ. ঘ
প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি ?
ক. পদ্মগোখরা
খ. পদ্মপুরাণ
গ. পদ্মাবতী
ঘ. পদ্মরাগ
উ. ক
প্রশ্ন : ‘নিশীথ রাতে বাজছে বাঁশি’- ‘নিশীথ’ কোন পদ?
ক. বিশেষণ
খ. বিশেষ্য
গ. ক্রিয়া
ঘ. ক্রিয়া বিশেষণ
উ. ক
প্রশ্ন : ড. মুহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি?
ক. Buddhist Mystic Songs
খ. চর্যাগীতিকা
গ. চর্যাগীতিকোষ
ঘ. হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
উ. ক
প্রশ্ন : ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ?
ক. ছড়ার শব্দ
খ. ধ্বন্যাত্মক শব্দ
গ. শব্দের দ্বিরুক্তি
ঘ. পদের দ্বিরুক্তি
উ. খ
প্রশ্ন : ‘চক্ষুদান করা’ বাগধারাটির অর্থ কি?
ক. চুরি করা
খ. সেবা করা
গ. অপরাধ করা
ঘ. নষ্ট করা
উ. ক
প্রশ্ন : ‘অভিরাম’ শব্দের অর্থ কি?
ক. অসুন্দর
খ. অনবরত
গ. অনিয়ম
ঘ. সুন্দর
উ. ঘ
প্রশ্ন : শব্দে বিভক্তি যুক্ত হলে তাকে কী বলে?
ক. বাক্য
খ. পদ
গ. লিঙ্গ
ঘ. বচন
উ. খ
প্রশ্ন : যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয়, তাকে কি বলে?
ক. সমাপিকা ক্রিয়া
খ. সকর্মক ক্রিয়া
গ. প্রযোজক ক্রিয়া
ঘ. অসমাপিকা ক্রিয়া
উ. ক
প্রশ্ন : ‘তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি।’ এটি কোন ধরনের বাক্য?
ক. যৌগিক
খ. সরল
গ. মিশ্র
ঘ. জটিল
উ. ক
প্রশ্ন : ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাস কার লেখা?
ক. আবুল ফজল
খ. আবু জাফর শামসুদ্দীন
গ. শওকত ওসমান
ঘ. সত্যেন সেন
উ. গ
প্রশ্ন : নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে?
ক. গ্ৰহ
খ. উপগ্রহ
গ. তারা
ঘ. চন্দ্ৰগ্ৰহণ
উ. খ
প্রশ্ন : বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কত?
ক. ২২
খ. ২৪
গ. ২০
ঘ. ৩২
উ. গ
প্রশ্ন : ‘পোস্টমাস্টার’ ছোটগল্পের রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. শহীদুল্লা কায়সার
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. আবুল ফজল
উ. গ
প্রশ্ন : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা কে?
ক. আব্দুল গাফফার চৌধুরী
গ. কায়কোবাদ
খ. শহীদুল্লা কায়সার
ঘ. ফররুখ আহমদ
উ. ক
প্রশ্ন : ‘তেপান্তর’ কোন সমাস?
ক. কর্মধারয়
খ. বহুব্রীহি
গ. দ্বিগু
ঘ. অব্যয়ীভাব
উ. গ
Leave a Comment