২০২৪ সালের সরকারি ছুটির তালিকা নিয়ে নিচে আলোচনা করা হলো। মন্ত্রীপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন ২০২৩ সালের ২৬ শে অক্টোবর গণমাধ্যমের সামনে ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা pdf প্রকাশ করেন। উক্ত তালিকাটি সরকারি ও আধা-সরকারি অফিস, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহে কার্যকর হবে।
তালিকা অনুযায়ী গত বছরের মত ২০২৪ সালেও সরকারি ছুটি মোট ২২ দিন থাকবে। উক্ত ২২ দিনের মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটি তথা শুক্রবার পড়েছে।
উক্ত তালিকায় সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ৮ দিন সহ মোট সরকারি ছুটি ২২ দিন দেওয়া হয়েছে। সরকার থেকে আরও বলা হয়েছে, যেসব বেসরকারি অফিস তাদের নিজস্ব আইন-কানুন অনুযায়ী ছুটি দিয়ে থাকে তারা জনস্বার্থ বিবেচনা করে তাদের প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করবে।
উক্ত ছুটির সাথে একজন কর্মচারী তার ধর্ম অনুযায়ী অনধিক তিন দিনের ঐচ্ছিক ছুটি নিতে পারবে। ঐচ্ছিক ছুটি পাওয়ার জন্য কর্মচারীকে সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের নিকট পূর্ব অনুমোদন নিতে হবে। সাধারণ ছুটি ও নির্বাহী ছুটি কিংবা সাপ্তাহিক ছুটির সাথে ঐচ্ছিক ছুটি পাওয়ার অনুমতি দেওয়া হয়ে থাকে।
২০২৪ সালের সরকারি ছুটি মোট ২২ দিন। এই ২২ দিনের মধ্যে রয়েছে মুসলিম, হিন্দু, খ্রিস্ট ও বৌদ্ধধর্মের ছুটি। এছাড়া প্রত্যেক ধর্ম অনুযায়ী সে ধর্মের ব্যক্তি কোন সময় তাদের ঐচ্ছিক ছুটি নিতে পারবে সেই বিষয়টিও জানানো হয়েছে।
সরকার থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী শুধুমাত্র সরকারি কিংবা আধা-সরকারি প্রতিষ্ঠান সমূহের কর্মচারীরা উক্ত ছুটির আওতায় পড়বে। দেশের সকল স্কুল ও কলেজের ছুটির তালিকা শিক্ষা মন্ত্রণালয় থেকে আলাদাভাবে প্রকাশ করা হবে। সরকারী কিংবা আধা সরকারী কর্মচারীদের চেয়ে স্কুল কিংবা কলেজের ছাত্র-ছাত্রীরা বেশী ছুটি পেয়ে থাকে।
২০২৪ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী সাধারণ ছুটি রয়েছে মোট ১৪ দিন। এই ১৪ দিনের মধ্যে ১ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে তথা শুক্রবারে। যে ১৪ দিন সরকার থেকে সাধারণ ছুটি দেওয়া হয়েছে তা হচ্ছে-
১. ২১ ফেব্রুয়ারি: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
২. ১৭ মার্চ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস
৩. ২৬ মার্চ: স্বাধীনতা ও জাতীয় দিবস
৪. ০৫ এপ্রিল: জুমাতুল বিদা
৫. ১১ এপ্রিল: ঈদ-উল-ফিতর
৬. ০১ মে: মে দিবস
৭. ২২ মে: বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)
৮. ১৭ জুন: ঈদ-আযহা
৯. ১৫ আগস্ট: জাতীয় শোক দিবস
১০. ২৬ আগস্ট: জন্মাষ্টমী
১১. ১৬ সেপ্টেম্বর: ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)
১২. ১৩ অক্টোবর: দুর্গাপূজা (বিজয় দশমী)
১৩. ১৬ ডিসেম্বর: বিজয় দিবস
১৪. ২৫ ডিসেম্বর: যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)
২০২৪ সালের নির্বাহী আদেশে সরকারি ছুটি মোট ৮ দিন দেওয়া হয়েছে। এই ৮ দিনের মধ্যে একদিন সাপ্তাহিক ছুটির মধ্যে তথা শুক্রবারে পড়েছে।
১. ২৬ ফেব্রুয়ারি: শব-ই-বরাত
২. ০৭ এপ্রিল: শব-ই-কদর
৩. ১০ ও ১২ এপ্রিল: ঈদ-উল-ফিতরের পূর্বের ও পরের দিন
৪. ১৪ এপ্রিল: নববর্ষ
৫. ১৬ ও ১৮ জুন: ঈদ-উল-আযহার পূর্বের ও পরের দিন
৬. ১৭ জুলাই: আশুরা
প্রত্যেক ধর্মের মানুষের জন্য অতিরিক্ত তিনদিন ছুটি ঘোষণা করা হয়েছে। ব্যক্তি যেই ধর্মের অনুসারী সেই ধর্মের বিভিন্ন উৎসবে তারা উক্ত ছুটিগুলো নিতে পারে। তবে তারা চাইলে কর্তৃপক্ষের অনুমতি প্রদান সাপেক্ষে সাপ্তাহিক ছুটি কিংবা সাধারণ ছুটির সাথে ঐচ্ছিক ছুটি নিতে পারে। বিভিন্ন ধর্ম অনুযায়ী কখন ঐচ্ছিক ছুটির কথা বলা হয়েছে চলুন তা দেখে আসি।
২০২৪ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী মুসলমানদের ঐচ্ছিক ছুটির ৫টি সময়ের কথা বলা হয়েছে। এই ৫ দিনের মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটির দিনে তথা শুক্রবার ও শনিবারে পড়েছে।
১. ০৯ ফেব্রুয়ারি: শব-ই-মিরাজ
২. ১৩ এপ্রিল: ঈদ-উল-ফিতরের পরের দ্বিতীয় দিন
৩. ১৯ জুন: ঈদ-উল-আযহার পরের দ্বিতীয়
৪. ০৪ সেপ্টেম্বর: আখেরি চাহার সোম্বা
৫. ১৫ অক্টোবর: ফাতেহা-ই-ইয়াজদাহম
২০২৪ সালে হিন্দুদের মোট ৯ দিনের কথা বলা হয়েছে। যে দিনগুলোতে তারা ঐচ্ছিক ছুটি নিতে পারবে। উক্ত ৯ দিনের মধ্যে ৪ টি সাপ্তাহিক ছুটি রয়েছে।
১. ১৪ ফ্রেবুয়ারী: শ্রী শ্রী সরস্বতী পূজা
২. ০৮ মার্চ: শ্রী শ্রী শিবরাত্রি ব্রত
৩. ২৫ মার্চ:দোলযাত্রা
৪. ০৬ এপ্রিল: শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব
৫. ০২ অক্টোবর: মহালয়া
৬. ১১ ও ১২ অক্টোবর: শ্রী শ্রী দুর্গাপূজা (অষ্টমী ও নবমী)
৭. ১৬ অক্টোবর: শ্রী শ্রী লক্ষী পূজা
৮. ৩১ অক্টোবর: শ্রী শ্রী শ্যামা পূজা
২০২৪ সালে খ্রিস্টদের জন্য মোট ০৮ দিনের তালিকা দেওয়া হয়েছে। যে সময় গুলোতে তারা তাদের ঐচ্ছিক ছুটিগুলো নিতে পারবে। উক্ত ৮ দিনের মধ্যে ২ দিন সাপ্তাহিক ছুটি রয়েছে।
১. ০১ জানুয়ারি: ইংরেজি নববর্ষ
২. ১৪ ফেব্রুয়ারি: ভস্ম বুধবার
৩. ২৮ মার্চ: পুণ্য বৃহস্পতিবার
৪. ২৯ মার্চ: পুণ্য শুক্রবার
৫. ৩০ মার্চ: পুণ্য শনিবার
৬. ৩১ মার্চ: ইস্টার সানডে
৭. ২৪ ও ২৬ ডিসেম্বর: যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের পূর্বের ও পরের দিন)
২০২৪ সালে বৌদ্ধদের ঐচ্ছিক ছুটির জন্য মোট ৫ দিনের তালিকা দেওয়া হয়েছে। তার মধ্যে ৩ দিন সাপ্তাহিক ছুটি বিদ্যমান।
১. ২৩ ফেব্রুয়ারি: মাঘী পূর্ণিমা
২. ১৩ এপ্রিল: চৈত্র সংক্রান্তি
৩. ২০ জুলাই: আষাঢ়ী পূর্ণিমা
৪.১৬ সেপ্টেম্বর: মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা)
৫. ১৬ অক্টোবর: প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)
পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে যেসব ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কর্মরত রয়েছে। তারা এই ছুটির আওতাভুক্ত হবে। মন্ত্রীপরিষদ থেকে দুটো তারিখের উল্লেখ করা হয়েছে। তার মধ্যে ১ টি দিন সাপ্তাহিক ছুটি।
২০২৪ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী সাধারণ ও নির্বাহী ছুটি মিলিয়ে ২২ দিন ছুটি পাবেন। সেই সাথে রয়েছে ঐচ্ছিক ছুটি ৩ দিন। সাপ্তাহিক ছুটি ব্যতীত কোন ব্যক্তি মোট ২৫ দিন ছুটি পাবেন। তবে, ঐচ্ছিক ছুটি নেওয়ার জন্য অবশ্যই আগে থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনুমতি নিয়ে নিতে হবে।
সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়
Leave a Comment