বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি
৯ম-১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাের্ড বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব- ২

৯ম-১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাের্ড বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব- ২
- ণত্ব ও ষত্ব বিধান আলােচিত হ্য- ধ্বনিতত্বে
- শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয়- রূপ
- রুপ গঠন করে- শব্দ
- শব্দতত্বের অপর নাম- রূপতত্ব।
- বাক্যতত্বের অপর নাম – পদক্রম
- বিভক্তিহীন নাম শব্দকে বলে – গ্রাতিপদিক
- সাধিত শব্দ- হাতা, গরমিল, দম্পতি
- সাধিত শব্দ- ২ প্রকার
- প্রকৃতি – ২ প্রকার।
- নাম প্রকৃতির উদাহরণ – হাতল, ফুলেল, মুখর
- প্রত্যয- ২ প্রকার
- বাংলাভাষায় উপসর্গ- ৩ প্রকার
- সংস্কৃত উপসর্গ- ২০ টি
- সংস্কৃত উপসর্গ- গ্র, পরা, অপ
- বাংলা উপসর্গ- ২১ টি
- বাংলা উপসর্গ- অ, অনা, অঘা, অজ, আ, আব, নি
- বাংলাভাষার মৌলিক ধ্বনি সমূহ – ২ প্রকার
- ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয়- বর্ণ।
- বাংলা বর্ণমালায় মােট বর্ণ – ৫০ টি
- স্বরবর্ণ – ১১ টি
- ব্যঞ্জন বর্ণ- ৩৯ টি
- বাংলায় – ২ টি যৌগিক স্বরধ্বনি ( ঐ, ঔ)
- স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়- কার
- ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে – ফলা
- ক থেকে ম পর্যন্ত – ২৫ টি স্পর্শধ্বনি
- দন্ত্য বর্ণ- ত, থ,দ, ধ
- ওষ্ঠ বর্ণ – প, ফ, ব,ভ, ম
- মূর্ধণ্য বর্ণ – ট, ঠ, ড,ঢ,ণ
এই বিভাগ থেকে আরো পড়ুন
- ক্রিয়াবিশেষণ
- ক্রিয়া
- বিশেষণ
- সর্বনাম
- বিশেষ্য
- শব্দের শ্রেণিবিভাগ
- সংখ্যাবাচক শব্দ
- অর্থের দিকে দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? প্রত্যেকটির সংজ্ঞা ও উদাহরণ দাও।
- নরবাচক ও নারীবাচক শব্দ
- শব্দদ্বিত্ব : অনুকার দ্বিত্ব, ধ্বন্যাত্মক দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব
- উচ্চারনের স্থানের নামানুসারে ব্যঞ্জনবর্ণ সমূহ – ৫ ভাগে বিভক্ত
- পরাশ্রয়ী বর্ণ- ৩ টি
- নাসিক্য বর্ণ -৫ টি ( ঙ, ঞ, ণ, ন, ম)
- বাংলা ভাষায়যৌগিক স্বরধ্বনি-২৫ টি
- স্পর্শ বর্ণ – ২৫ টি (ক থেকে ম পর্যন্ত)
- স্পর্শ ব্যঞ্জনধ্বনি গুলাে – ২ ভাগেবিভক্ত (অঘােষ ও ঘােষ)
- অঘােষ ধ্বনি – ক, খ, চ, ছ
- ঘােষ ধ্বনি – গ, ঘ, জ, ঝ
- ঘােষ ধ্বনি- ২ প্রকার (অল্পপ্রাণ ও মহাপ্রাণ)
- অল্পপ্রাণ ধ্বনি- ক,গ, চ
- মহাপ্রাণ ধ্বনি – খ,ঘ, ছ,ঝ