৯ম-১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাের্ড বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব- ১

৯ম-১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাের্ড বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব- ১
ভাষার সৃষ্টি হয়- ধ্বনির সাহায্যে
ভাষার মূল উপাদান – ধ্বনি
ধ্বনির সৃষ্টি হয়- বাগযন্ত্রের সাহায্যে
বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে – সাড়ে তিন হাজারের বেশি (৩৫০০+)।
ভাষাভাষীর দিক থেকে বাংলার অবস্থান – ৪র্থ
বর্তমানে পৃথিবীতে কত লােকের মুখের ভাষা বাংলা- প্রায় ত্রিশ কোটি
পৃথিবীর সব ভাষারই – উপভাষা আছে
ভাষার রূপ- ২ টি।
সাধু ভাষা- নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযােগী
সাধু ভাষা- গুরু গম্ভীর ও তৎসম শব্দবহুল
ভাষার চলিত রীতি – পরিবর্তনশীল
নাটক ও বক্তৃতার সংলাপের উপযােগী – চলিত ভাষা
বাংলা ভাষার শব্দ সম্ভারকে ভাগ করা যায- ৫ ভাগে।
তৎসম শব্দ চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য
তদ্ভব শব্দ- হাত, চামার
এই বিভাগ থেকে আরো পড়ুন
- ক্রিয়াবিশেষণ
- ক্রিয়া
- বিশেষণ
- সর্বনাম
- বিশেষ্য
- শব্দের শ্রেণিবিভাগ
- সংখ্যাবাচক শব্দ
- অর্থের দিকে দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? প্রত্যেকটির সংজ্ঞা ও উদাহরণ দাও।
- নরবাচক ও নারীবাচক শব্দ
- শব্দদ্বিত্ব : অনুকার দ্বিত্ব, ধ্বন্যাত্মক দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব
অর্ধতৎসম শব্দ-জ্যোছনা, ছেরাদ্দ, গিন্নী, বােষ্টম, কুচ্ছিত
দেশি শব্দ-কুড়ি, চুলা, কুলা, গজ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, চেঁকি
ধর্ম সংক্রান্দ আরবি শব্দ- আল্লাহ, ইসলাম, ঈমান, ওজু কোরবানি ইত্যাদি
প্রশাসনিক আরবি শব্দ-আদালত, আলেম, ইনসান, উকিল, এজলাস, কলম, কানুন ইত্যাদি
ধর্ম সংক্রান্ত ফারসি শব্দ-খােদা, গুনাহ, দোজখ, নামাজ, ফেরেশতা ইত্যাদি
প্রশাসনিক ফারসি শব্দ- কারখানা, চশমা, জবান বন্দি, তারিখ, তােশক, দফতর, দরবার ইত্যাদি
ইংরেজি শব্দ- ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টিন, নভেল ইত্যাদি
পর্তুগিজ শব্দ- আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি ইত্যাদি
ফরাসি শব্দ- কার্তুজ, কুপন, ডিপাে, রেস্তোরাঁ
ওলন্দাজ শব্দ- ইস্কাপন, টেককা, তুরুপ, রুইতন, হরতন
গুজরাটি শব্দ- খদ্দর, হরতাল
পাঞ্জাবি শব্দ- চাহিদা শিখ
তুর্কি শব্দ- চাকর, চাকু, তােপ, দারােগা
চিনা শব্দ- চা, চিনি
বার্মিজ শব্দ – ফুঙ্গি, লুঙ্গি
জাপানি শব্দ- রিসা, হারিকিরি
মিশ্র শব্দ- রাজা বাদশা (তৎসম+ ফারসি), হাট বাজার( বাংলা+ ফারসি), হেড মৌলভি(ইংরেজি+ ফারসি), হেড পন্ডিত( ইংরেজি+ তৎসম), খ্রিষ্টাব্দ( ইংরেজি+তৎসম), চৌহদ্দি( ফারসি+ আরবি)
ব্যাকরণ শব্দটির প্রকৃতি প্রত্যয়- বি+আ+কৃ+অন।
ব্যাকরণ শব্দের অর্থ- বিশেষ ভাবেবিশ্লেষণ
প্রত্যেক ভাষার মৌলিক অংশ- ৪টি