৯ম-১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাের্ড বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব- ৫

৯ম-১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাের্ড বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব- ৫
১) ক্ষুদ্রার্থে গঠিত স্ত্রীবাচক শব্দ- নাটিকা, মালিকা, গীতিকা, পুস্তিকা
২) ঈনী,নী, যােগে গঠিত শব্দ- মায়বিনী, কুহকিনী, যােগিনী, মেধাবিনী, দুঃখিনী
৩) বিশেষ নিয়মে সাধিত স্ত্রী বাচক শব্দ-নেত্রী, কত্রী, ধাত্রী, সতী, মহতী, রূপবতী, বুদ্ধিমতী সম্রাজ্ঞী, ইত্যাদি
৪) বিদেশী স্ত্রীবাচক শব্দ-খানম, জেনানা, মালেকা, সুলতানা, মহরিমা
৫) নিত্য স্ত্রীবাচক শব্দ- সতীন, অর্ধাঙ্গিনী, কুলটা, বিধবা, অসূর্যম্পশ্যা, সপত্নী
৬) স্ত্রী-পুরুষ উভয বােঝায় এমন শব্দ- জন, শিশু, পাখি, সন্তান
৭) স্ত্রী বাচক হ্য না এমন পুরুষ বাচক শব্দ-কবিরাজ, ঢাকী, কৃতদার,
৮) কেবল স্ত্রীবাচক বুঝায় এমন শব্দ- সতীন, সৎমা, সধবা
৯) যে সব পুরুষ বাচক শব্দের ২ টি করে স্ত্রীবাচক শব্দ আছে -দেবর, ভাই, শিক্ষক, বন্ধু, দাদা,
১০) দ্বিরুক্ত শব্দের প্রযােগ হয়েছে – আমার স্বরজ্বর লাগছে এই বাক্যে
১১) ভালাে ভালাে ফল, ফোঁটা ফোঁটা পানি – শব্দের দ্বিরুক্তির প্রযােগ হয়েছে
১২) সমার্থক দ্বিরুক্ত শব্দ- ধন-দৌলত, খেলা-ধূলা, লালন পালন
১৩) বিপরীতার্থক দ্বিরুক্ত শব্দ- লেন-দেন, দেনা-পাওনা, ধনী-গরিব
এই বিভাগ থেকে আরো পড়ুন
- ক্রিয়াবিশেষণ
- ক্রিয়া
- বিশেষণ
- সর্বনাম
- বিশেষ্য
- শব্দের শ্রেণিবিভাগ
- সংখ্যাবাচক শব্দ
- অর্থের দিকে দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? প্রত্যেকটির সংজ্ঞা ও উদাহরণ দাও।
- নরবাচক ও নারীবাচক শব্দ
- শব্দদ্বিত্ব : অনুকার দ্বিত্ব, ধ্বন্যাত্মক দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব
১৪) পদের দ্বিরুক্তির প্রযােগ হয়েছে – ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে, দেশে দেশে ধন্য ধন্য করতে লাগল
১৫) পদের দ্বিরুক্তির আধিক্য বােঝাতে প্রযােগ – রাশি রাশি ধান
১৬) সামান্য বােঝাতে – আমি জ্বর জ্বর বােধ করছি
১৭) ক্রিয়া বিশেষণ বােঝাতে পদের দ্বিরুক্তি- ফিরে ফিরে চায়
১৮) ক্র্যিাবাচক শব্দে বিশেষণ রুপে পদের দ্বিরুক্তি-তােমার নেই নেই ভাব গেল না
১৯) ক্র্যিাবাচক শব্দে পৌনঃপুনিকতাবােঝাতে পদের দ্বিরুক্তির প্রয়ােগ – ডেকে ডেকে হ্যরান হয়েছি
২০) অব্যয়ের দ্বিরুক্তিতে ভাবের গভীরতাবােঝাতে – ছি ছি, তুমি কী করেছ?
২১) অব্যযের দ্বিরুক্তিতে বিশেষণ বােঝাতে – পিলসুজে বাতি জ্বলে মিটি মিটি
২২) অব্যযের দ্বিরুক্তিতে ধ্বনি ব্যঞ্জনা বুঝাতে – ঝির ঝির করে বাতাস বইছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর
২৩) যরীতিতে গঠিত সমার্থক দ্বিরুক্ত শব্দ – চালচলন, রীতিনীতি, ভয়ডর
২৪) যুগ্নরীতিতে গঠিত ভিন্নার্থক দ্বিরুক্ত শব্দ – ডালভাত, তালাচাবি পথঘাট
২৫) বিভক্তিযুক্ত পদের দুইবার ব্যবহারকে – পদায়ক দ্বিরুক্তি শব্দ বলা হ্য
২৬) পদায়ক দ্বিরুক্তির উদাহরণ – ভযে ভয়ে এগিযেগেলাম,
২৭) যুগ্নরীতিতে গঠিত পদায়ক দ্বিরুক্তি- হাতে নাতে, আকাশে বাতাসে, দলে বলে
২৪) সতর্কতা অর্থে দ্বিরুক্ত শব্দের প্রয়ােগ-ছেলেটিকে চোখে চোখে রেখাে
২৯) কালের বিস্তার অর্থেদ্বিরুক্ত শব্দের প্রযােগ- থেকে থেকো শিশুটি কাঁদছে
৩০) আধিক্য অর্থে দ্বিরুক্ত শব্দ-লােকটা হাড়ে হাড়ে শয়তান।
৩১) ধ্বন্যাত্মক দ্বিরুক্তিতে আধিক্য অর্থে- ঘেউ ঘেউ, কুহু কুহু, ঝম ঝম, মিউ মিউ, ঠাঠা, ঝি ঝি, ঘাঘচ
৩২) যুগ্নরীতিতে গঠিত ধ্বন্যাত্মক শব্দ- টাপুর টুপুর, হাপুস হুপুস, কিচিরমিচির।
৩৩) বিশেষ্য অর্থে ধ্বন্যাত্মক দ্বিরুক্ত- বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তােলে।