আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
সাম্প্রতিক সাধারণ জ্ঞান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২৫ অক্টোবর, ২০২৩

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২৫ অক্টোবর, ২০২৩ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইনশা আল্লাহ!

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২৫ অক্টোবর, ২০২৩

প্রশ্ন : ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর ১৩তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : সংযুক্ত আরব আমিরাত এর রাজধানী আবুধাবি ।

প্রশ্ন : Pangong Lake কোন দুটি দেশের সীমান্তজুড়ে অবস্থিত?
উত্তর : চীন ও ভারত

প্রশ্ন : অক্টোবর বিপ্লব বা রুশ সমাজতান্ত্রিক বিপ্লব কবে সংঘটিত হয়?
উত্তর : ২৫ অক্টোবর, ১৯১৭।

প্রশ্ন : অসলো চুক্তিতে স্বাক্ষরকারী সাবেক ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন কবে হত্যার শিকার হন ?
উত্তর : ১৯৯৫ সালে।

প্রশ্ন : অস্ট্রেলিয়া কোন ভিসার আওতায় বাংলাদেশিদের ওয়ার্কিং ভিসা দিয়ে থাকেন?
উত্তর : সাবক্লাস-৪৮২।

প্রশ্ন : অস্ট্রেলিয়া বিশ্বের কয়টি দেশের নাগরিকদের ওয়ার্কিং হলিডে ভিসা য়টি দেশের নাগরিকদের ওয় দেয়?
উত্তর : ১১৯ টি

প্রশ্ন : ইউরোপের বৃহত্তম অর্থনীতি কোন দেশের?
উত্তর : জার্মানি

প্রশ্ন : ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরি করেছেন কোন ব্যাটার?
উত্তর : মাহমুদুল্লাহ রিয়াদ (৩টি)

প্রশ্ন : কোন চুক্তির মধ্য দিয়ে কম্বোডিয়া এবং ভিয়েতনামের মধ্যকার যুদ্ধের সমাপ্তি ঘটে?
উত্তর : প্যারিস শান্তিচুক্তি।

প্রশ্ন : কোন যন্ত্রের সাহায্যে ইন্ট্রাঅকুলার প্রেসার (আইওপি) বা চোখের অভ্যন্তরীণ তরলের চাপ পরিমাপ করা হয়?
উত্তর : টোনোমিটার।

প্রশ্ন : জাতিসংঘের সচিবালয়ের কার্যকরী ভাষা কয়টি?
উত্তর : ১২ টি (ইংরেজি ও ফরাসি)।

প্রশ্ন : তত্ত্ববধায়ক সরকারের অধীনে কয়টি নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর : (১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে)

প্রশ্ন : দেশের দৈনিক সংবাদপত্রের মালিকদের সংগঠনটি কী নামে পরিচিত?
উত্তর : নোয়াব।

প্রশ্ন : দেশের প্রচলিত সব আইন একত্র করে প্রকাশিত বইটির নাম-
উত্তর : দ্য বাংলাদেশ কোড ৷

আরো পড়ুন

প্রশ্ন : দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর : ১৭ মার্চ, ১৯৭৩ সালে

প্রশ্ন : ‘দ্য ন্যাশনাল’ কোন দেশভিত্তিক সংবাদমাধ্যম?
উত্তর : সংযুক্ত আরব আমিরাত ।

প্রশ্ন : নেপালের রাষ্ট্রীয় নাম কী ?
উত্তর : ‘ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব নেপাল’ ।

প্রশ্ন : প্রতিবছর কত তারিখে ‘জাতিসংঘ দিবস’ পালিত হয়?
উত্তর : ২৪ অক্টোবর ।

প্রশ্ন : ফাইন্যান্স কোম্পানি আইন-২০২৩ এর খসড়া অনুযায়ী, কোনো ব্যক্তি বা তার স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ অথবা একই পরিবারের সদস্যরা কোনো আর্থিক প্রতিষ্ঠানের সর্বোচ্চ কত শতাংশ শেয়ার কিনতে পারবেন?
উত্তর : ১৫ শতাংশ

প্রশ্ন : ফিলিস্তিনিরা কোন দিনটিকে “ নাকাবা দিবস ” হিসেবে প্রতিব করে ?
উত্তর : ১৫ মে ।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক কোন জেলায় অবস্থিত?
উত্তর : গাজীপুর

প্রশ্ন : বর্তমানে বাংলাদেশে কয়টি বিদেশি দূতাবাস রয়েছে?
উত্তর : ৫২ টি।

প্রশ্ন : বর্তমানে বিশ্বের কয়টি দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন চালু রয়েছে?
উত্তর : ১৬০ দেশে (৮১টি মিশন)।

প্রশ্ন : বাংলাদেশ কত সাল নাগাদ এলডিসি থেকে উত্তরণ হবে?
উত্তর : ১২০২৬ সালের নভেম্বর নাগাদ।

প্রশ্ন : বাংলাদেশের প্রচলিত সব আইন একত্র করে নির্মিত বই ‘দ্য বাংলাদেশ কোড’ এর মোড়ক উন্মোচিত হয় কবে?
উত্তর : ২৩ অক্টোবর, ২০২৩।

প্রশ্ন : বিখ্যাত চিত্রকর্ম ‘গের্নিকা (Guernica)’ কার আঁকা ?
উত্তর : পাবলো পিকাসো (স্পেনীয় চিত্রশিল্পী)

প্রশ্ন : বিখ্যাত চিত্রশিল্পী, ভাস্কর, মৃৎশিল্পী কবি ও নাট্যকার পাবলো পিকাসো কোন দেশের নাগরিক?
উত্তর : স্পেন।

প্রশ্ন : বিশ্বকাপে বাংলাদেশি খেলোয়াড়ের মোট সেঞ্চুরি কতটি ?
উত্তর : ৫টি।

প্রশ্ন : বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরি করেন কে ?
উত্তর : মাহমুদুল্লাহ রিয়াদ ।

প্রশ্ন : বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কত ডিগ্রিতে সীমাবদ্ধ রাখার কথা বিশ্বব্যাপী প্রচার হচ্ছে ?
উত্তর : প্রাক শিল্পস্তরের উপরে ১.৫° সেলসিয়াসের মধ্যে।

প্রশ্ন : ভারতীয় বিজ্ঞানীদের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী?
উত্তর : (১৯৭৫ সালের ২৫ অক্টোবর উৎক্ষেপন করা হয়েছে)

প্রশ্ন : ভূটানের রাষ্ট্রীয় নাম কী ?
উত্তর : ‘কিংডম অব ভূটান’।

প্রশ্ন : রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার খাদ্যশস্য রপ্তানি চুক্তি কবে ভেঙে যায় ?
উত্তর : জুলাই ২০২৩, রাশিয়া এই চুক্তি ভাঙে ।

প্রশ্ন : সম্প্রতি শ্রীলঙ্কা কতটি দেশের পর্যটকের জন্য ভিসামুক্ত ভ্রমণ সুবিধা চালু করেছে ?
উত্তর : ৭টি।

প্রশ্ন : সাগরের উপর নির্মিত বিশ্বের সবচেয়ে বড় সেতুর নাম কী?
উত্তর : হংকং- ঝুহাই-ম্যাকাও সেতু। (চীন-হংকং সমন্বয়কারী সেতু)

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button