100 English Essay For Juniors

বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ “লাল নীল দীপাবলি” বই থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো। যারা বিসিএস বা যেকোনো সরকারি,বেসরকারি চাকুরী পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আশা করছি লেখাটি আপনাদের সহায়ক হবে।

চৈতন্যদেবের জন্মস্থান , মৃত্যুস্থান লিখুন ।
উত্তর – নবদ্বীপ , পুরী ।

চৈতন্যদেবের আসল নাম ও ডাক নাম কি ছিল ?
উত্তর -বিশ্বম্ভর , নিমাই।

চৈতন্যদেবের জীবনী হিসেবে সবচেয়ে বিখ্যাত রচনা কোনটি?এটি কে রচনা করেন ?
উত্তর -চৈতন্যচরিতামৃত।

সীতাচরিত কার লেখা ?
উত্তর -লোকনাথ দাস।

জার্মান ভাষায় বাইবেল অনুবাদ রচনা করেছিলেন কে ?
উত্তর -মার্টিন লুথার।

মহাভারত ও রামায়ণ কে লিখেন ?
উত্তর -বাল্মীকি , বেদব্যাস।

মহাভারত ও রামায়ণ বাংলায় কারা অনুবাদ করেন ?
উত্তর -কাশীরাম দাস , কৃত্তিবাস।

পরাগল খান কাকে দিয়ে আংশিকভাবে মহাভারত রচনা করান ?
উত্তর -কবীন্দ্র পরমেশ্বর।

পরাগল খানের ছেলের নাম কি ?
উত্তর -ছুটি খান।

মালাধর বসুর রচনা কোনটি ?
উত্তর -শ্রীকৃষ্ণবিজয়।

শ্রীকৃষ্ণবিজয়ের অপর নাম কি ?
উত্তর -ভগবত।

‘পুরষ্কার ‘ কার কবিতা ?
উত্তর -রবীন্দ্রনাথ ঠাকুর।

কৃত্তিবাসের জন্মস্থান কোথায় ?
উত্তর -নদীয়ার ফুলিয়া গ্রামে।

কাশীরাম কোন সময়ের মধ্যে মহাভারত রচনা করেন ?
উত্তর-১৬০২-১৬১০ এর মধ্যে।

লক্ষ্মণ সেন কোন অঞ্চের রাজা ছিলেন ?
উত্তর -নবদ্বীপ।

বাংলাভাষায় প্রথম মুসলমান কবি কে ছিলেন ?
উত্তর -শাহ মুহম্মদ সগীর।

তিনি কার রাজত্বকালে কাব্যরচনা করেন , কোন কাব্য ?
উত্তর -সুলতান গিয়াসউদ্দিন আযম শাহ , ইউসুফ – জোলেখা।

হানিফা ও কয়রা পরী কার রচনা ?
উত্তর -সাবিরিদ খান।

কারা ফারসি ভাষায় ইউসুফ – জোলেখা রচনা করেন ?
উত্তর -ফেরদৌসি ও জামী।

লাইলি মজনু বাংলা অনুবাদ করেন কে ?
উত্তর -বাহরাম খান।

রসুলবিজয় ও বিদ্যাসুন্দর কার রচনা ?
উত্তর -সাবিরিদ খান।

ষোড়শ শতকের মধুমালতী কার লেখা ?
উত্তর- মহম্মদ কবির।

নসিহতনামা কার রচনা ?
উত্তর -আফজল আলী।

সৈয়দ সুলতানের রচনাগুলি লিখুন ।
উত্তর -নবীবংশ শবেমিরাজ , রসুল বিজয় , ওফাতে রসুল , জয়কুম রাজার লড়াই , ইবলিশনামা , জ্ঞানচৌতিশা , জ্ঞানপ্রদীপ।

আব্দুল হাকিমের আটটি কাব্যের মধ্যে উল্লেখযোগ্যগুলোর নাম লিখুন ।
উত্তর -ইউসুফ – জোলেখা , নূরনামা , কারবালা শহরনামা।

‘যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী … ন জানি’ কোন কাব্যের অন্তর্গত ?
উত্তর -নূরনামা।

আরাকান রাজ্যের সভাকবি কারা ?
উত্তর -আলাওল , মাগন ঠাকুর , কাজি দৌলত।

আরাকান রাজ্যের শ্রেষ্ঠ কবি কে ?
উত্তর -আলাওল।

কোরেশী মাগন ঠাকুর কাকে আশ্রয় দিয়েছিলেন ?
উত্তর – আলাওল।

কোরেশী মাগন ঠাকুরের রচনা কোনটি ?
উত্তর -চন্দ্রাবতী।

আলাওল কোন দশকের কবি ?
উত্তর -সপ্তদশ।

আলাওলের শ্রেষ্ঠ কাব্য কোনটি ?
উত্তর – পদ্মাবতী।

মাগন ঠাকুরের অনুরোধে আলাওল কোনটি অনুবাদ করেন ?
উত্তর -পদ্মাবতী।

সেকান্দর নামা ও হপ্তপয়করের মূল লেখক কে ?
উত্তর -কবি নিজামী।

প্রাচীন হিন্দি ভাষার মহাকবি কে ? তার কাব্যের নাম কি ?
উত্তর -মালিক মুহম্মদ জায়সি।

মিথিলার রাজা বিদ্যাপতিকে কোন উপাধি দেন ?
উত্তর -কবিকণ্ঠহার

Related Post

Leave a Comment